History GK in Bengali for West Bengal Competitive Exam

In this section find the direct download link for History GK in Bengali question paper pdf. Candidates just need to click on History Gk Bengali to download. We recommend practicing all the MCQ on Indian History in Bengali question paper pdf for better understanding and scoring marks.History GK in Bengali

Download the History MCQ in Bengali question papers pdf below and start your preparation. Aspirants who are going to appear for the competitive exams like PSC, SSC History GK in Bengali needs the best preparation. Hence, refer the Gk History Bengali Question Paper are part of the preparation.

We are here to help you guys in finding the Bengali History Gk Question Papers. However, check the History MCQ Question in Bengali Question Paper Pdf.

History GK MCQ

1. জাহাঙ্গীর সবচেয়ে বেশি কোন্ শিল্পের পৃষ্ঠপোষকতা করতেন?
(A) সংগীত শিল্প
(B) চিত্রশিল্প
(C) স্থাপত্য শিল্প
(D) ভাস্কর্য শিল্প

2. কোথায় আঙ্কেরভাট মন্দির অবস্থিত?
(A) কম্বোডিয়া
(B) ভিয়েতনাম
(C) মায়ানমার
(D) ইন্দোনেশিয়া

3. পাটনা শহরের পুরানো নাম কী?
(A) ত্রিপিটক
(B) কপিলাবস্তু
(C) কনৌজ
(D) পাটলিপুত্র

4. রুদ্রদামন কোন্ বংশের শাসক ছিলেন?
(A) পল্লব
(B) শক
(C) মৌর্য
(D) কুষাণ

5. কে “অষ্টাধ্যায়ী” রচনা করেন?
(A) পানিনি
(B) বিষ্ণু শর্মা
(C) চরক
(D) আর্যভট্ট

6. ভারতে “শূন্য” (Zero) আবিষ্কার করেন কে?
(A) পানিনি
(B) ব্রহ্মগুপ্ত
(C) আর্যভট্ট
(D) বরাহমিহির

7. শ্রীমদ্ভাগবত গীতায় সংস্কৃত শ্লোক আছে কতগুলি?
(A) 492
(B) 650
(C) 612
(D) 700

8. প্রথম সাম্রাজ্যবাদের সূচনা করেন কোন্ প্রাচীন ভারতীয় রাজা?
(A) বিম্বিসার
(B) অশোক
(C) অজাতশত্রু
(D) প্রথম চন্দ্রগুপ্ত

9. “অষ্টদিগজ” কোন্ রাজার সভাসদ ছিলেন?
(A) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(B) হর্ষবর্ধন
(C) রাজারাজা
(D) কৃষ্ণদেব রায়

10. দাসবংশের পর কোন্ বংশ সিংহাসনে বসেন?
(A) খলজী
(B) তুঘলক
(C) সৈয়দ
(D) লোদি

11. “পরমাঙ্ক” উপাধি কোন্ শাসক গ্রহণ করেছিলেন?
(A) চন্দ্রগুপ্ত
(B) সমুদ্রগুপ্ত
(C) অজাতশত্রু
(D) হর্ষবর্ধন

12. কোন্ রাজার রাজসভায় হাসি নিষিদ্ধ ছিল?
(A) আলাউদ্দিন খলজী
(B) বলবন
(C) ইলতুতমিস
(D) কুতুবউদ্দীন আইবক

13. গদর দলের মূল কর্মকেন্দ্র কোথায় ছিল?
(A) বার্লিন
(B) মস্কো
(C) করাচি
(D) সানফ্রান্সিসকো

14. পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
(A) লিয়াকত আলি খাঁ
(B) আয়ুম খা
(C) ইস্কান্দার মির্জা
(D) মহম্মদ আলি জিন্না

15. “করেঙ্গে ইয়ে মরেঙ্গে’— কথাটি কে বলেছিলেন?
(A) জওহরলাল নেহেরু
(B) মহাত্মা গান্ধি
(C) সুভাষচন্দ্র বসু
(D) তিলক

16. লখনউ চুক্তি (1916 খ্রিঃ)-তে হিন্দু-মুসলিম ঐক্যের ওপর সবচেয়ে বেশি জোর কে দেন?
(A) মৌলানা আজাদ
(B) তিলক
(C) মদনমোহন মালব্য
(D) লালা লাজপত রায়

17. কোন্ রাজ্যে বৈশাখী উৎসব পালন করা হয়?
(A) অসম
(B) পাঞ্জাবে
(C) উত্তরপ্রদেশ
(D) গুজরাট

18. কংগ্রেস থেকে সুভাষচন্দ্র বসু কবে পদত্যাগ করেন?
(A) 1939
(B) 1938
(C) 1941
(D) 1940

19. কংগ্রেসের কোন্ অধিবেশনে ভারত ছাড় প্রস্তাব গৃহীত হয়?
(A) ত্রিপুরা
(B) পুনে
(C) মুম্বই
(D) কলকাতা

20. কোন্ পত্রিকায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন প্রথম বয়কট-এর ডাক দেয়?
(A) সন্ধ্যা
(B) বেঙ্গলি
(C) সঞ্জীবনী
(D) হিতাবাদী

More Practice Papers

21. “দহশালা বন্দোবস্ত” কে প্রবর্তন করেন?
(A) আকবর
(B) বাবর
(C) শেরশাহ
(D) আলাউদ্দিন

22. দিল্লির মনসদের শেষ সুলতান কে?
(A) গিয়াসুদ্দিন বলবন
(B) ইলতুৎমিস
(C) সৈয়দ লোদি
(D) ইব্রাহিম লোদি

23. কে অশোকের শিলালিপির পার্বোদ্ধার করেন?
(A) রোমিলা থাপার
(B) ভি এস স্মিথ
(C) ম্যাক্সমুলার
(D) জেমস্ প্রিন্সেপ

24. শেরশাহ কবে হুমায়নকে পরাজিত করেন?
(A) 1539
(B) 1540
(C) 1565
(D) 1590

25. কোন্ ধর্ম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন সম্রাট কনিষ্ক?
(A) জৈন
(B) হীনযান
(C) হিন্দু
(D) মহাযান

26. স্যার টমাস রো কবে জাহাঙ্গিরের রাজসভায় আসেন?
(A) 1600
(B) 1608
(C) 1690
(D) 1565

27. “বৃহৎসংহিতা’-র লেখক কে?
(A) বানভট্ট
(B) বরাহমিহির
(C) হরিষেণ
(D) শুদ্রক

28. সঙ্গীদের প্রতি বিরূপ ছিলেন কোন্ মোগল সম্রাট?
(A) ঔরঙ্গজেব
(B) শাহজাহান
(C) হুমায়ন
(D) আকবর

29. ছত্রপতি শিবাজী কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন?
(A) 1644
(B) 1674
(C) 1669
(D) 1679

30. শিবাজী বাঘনখ-এর সাহায্যে কাকে হত্যা করেন?
(A) শায়েস্তা খাঁ
(B) আফজল খা
(C) বৈরাম খাঁ
(D) ঔরঙ্গজেব

31. বিজয়নগর কোন নদীর তীরে অবস্থিত?
(A) নর্মদা
(B) তুঙ্গভদ্রা
(C) কাবেরী
(D) কৃষ্ণা

32. ‘রাজবেশে সন্ন্যাসী’ কোন্ রাজাকে বলা হত?
(A) কনিষ্ক
(B) সমুদ্রগুপ্ত
(C) বিক্রমাদিত্য
(D) অশোক

33. “সি-ইউ-কি”-এর লেখক কে?
(A) ইৎ সেন
(B) ফা-হিয়েন
(C) ইউয়েন সাঙ
(D) মেগাস্থিনিস

34. 1665 খ্রিস্টাব্দে পুরষ্পরের সন্ধি শিবাজী ও কার মধ্যে স্বাক্ষরিত হয়?
(A) জয়সিংহ
(B) আফজল খা
(C) শায়েস্তা খাঁ
(D) ঔরঙ্গজেব

35. হর্ষবর্ধনের ভগ্নীর কী নাম ছিল?
(A) পদ্মিনী
(B) নন্দিনী
(C) দেবশ্রী
(D) রাজ্যশ্রী

36. “সকলোত্তরপথনাথ” কার উপাধি ছিল?
(A) হর্ষবর্ধন
(B) পার্শ্বনাথ
(C) বিন্দুসার
(D) বিম্বিসার

37. হর্ষবর্ধন সিংহাসন আরোহণ করে কোন্ উপাধি গ্রহণ করেন?
(A) অবনীসিংহ
(B) রাজাধিরাজ
(C) থানেশ্বর
(D) শিলাদিত্য