Literature GK in Bengali for Competitive Exam in West Bengal

Literature GK in Bengali is published for competitive examination. Interested candidates who are looking for quiz on Bengali literature take this opportunity. Download Literature GK in Bengali from the below link. Also, check Bengali literature quiz questions and answers Question Papers from the below sections.

Literature GK in Bengali for Competitive Exam in West Bengal

Bengali literature quiz Papers are here to download for free. The candidates who are preparing for quiz on Bengali literature and in search for preparation tips & pattern to prepare for the exam download this paper. You can get Bengali literature quiz questions and answers & quiz on Bengali literature from our website.

Literature GK in Bengali Questions and Answers

1. কালিদাস নীতিকাব্য রচনা করেন কটি ?
(A) পাঁচটি
(B) সাতটি
(C) তিনটি
(D) দুটি

2. কথাসারিৎসাগর’ কে রচনা করেন?
(A) গুণাঢ্য
(B) দুষ্যন্ত
(C) ভাস
(D) সোমদেব ভট্ট

3. রামায়ণের কোন্ কান্ডকে প্রক্ষিপ্ত কান্ড বলা হয় ?
(A) যুদ্ধ কান্ড
(B) আদি ও উত্তরাকান্ড
(C) লঙ্কা কান্ড
(D) সুন্দর ও যুদ্ধকান্ড

4. বাণভট্টের পিতার নাম কী?
(A) চিত্রভানু
(B) প্রভাকরবর্ধন
(C) শুত
(D) রাজ্যবর্ধন

5. কোনটিকে ভাসের সর্বশ্রেষ্ঠ নাটক বলা হয়?
(A) অভিষেক
(B) প্রতিমা
(C) স্বপ্নবাসবদত্তা
(D) দূতবাক্য

6. কাকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয় ?
(A) চাণ্যককে
(B) মনুকে
(C) ভারবিকে
(D) রামমোহনকে

7. কোন্ মহাকাব্যে 24,000 শ্লোক রয়েছে?
(A) কুমারসম্ভবে
(B) রঘুবংশে
(C) মহাভারতে
(D) রামায়ণে

8. কোন্ নাটকে উদয়ন পদ্মাবতী চরিত্রগুলি পাওয়া যায় ?
(A) দূতঘটোৎকচ
(B) চারুদত্ত
(C) অভিষেক
(D) স্বপ্নবাসবদত্তম্

9. মহানাটক কে রচনা করেন?
(A) কৃষ্ণ মিশ্র
(B) দামোদর মিশ্র
(C) ভট্টি
(D) শূদ্রক

10. দশজন কুমারের কাহিনী কার লেখনীতে রয়েছে?
(A) ভাস
(B) সুবন্ধু
(C) বাণভট্ট
(D) দন্ডী

11. অর্থশাস্ত্র কে রচনা করেন?
(A) কৌটিল্য
(B) বাণভট্ট
(C) মনু
(D) পাণিনি

12. উত্তর রামচরিত নাটকটি কে রচনা করেন?
(A) ভর্তৃহরি
(B) ভাস
(C) ভটি
(D) ভবভূতি

13. জয়দেব কোন্ রাজার সভাকবি ছিলেন?
(A) বল্লাল সেন
(B) লক্ষ্মণ সেন
(C) ভোজদেবের
(D) কারোর না

14. কোনটিকে মহাভারতের প্রক্ষিপ্ত অংশ বলা হয় ?
(A) মহাবংশ
(B) হরিবংশ
(C) দ্বীপবংশ
(D) বিরাট পর্ব

15. রত্নাবলি, প্রিয়দর্শিকা, নাগানন্দ—নাটকগুলি কে রচনা করেন?
(A) ভর্তৃহরি
(B) ভবভূতি
(C) ভট্টনারায়ণ
(D) শ্রীহর্ষ

16. কোথায় প্রভাকরবর্ধন, রাজ্যবর্ধন চরিত্রগুলির নাম আছে?
(A) হর্ষচরিতে
(B) কাদম্বরীতে
(C) পুরাণে
(D) রামায়ণে

17. বাণভট্ট সম্বন্ধে ‘হৃদয়বসতিঃ পঞ্চবাণস্তু বাণঃ কে বলেন?
(A) স্মিথ
(B) সোড়তল
(C) জয়দেব
(D) ওয়েবার

18. কোন্ গল্পসাহিত্য থেকে হিতোপদেশে কিছু গল্প গৃহীত হয়েছে?
(A) পঞ্চতন্ত্র
(B) শ্লোকেসংগ্রহ
(C) মেঘদূত
(D) বিক্রমাঙ্কদেব চরিত

19. অষ্টাধ্যয়ী কে রচনা করেন?
(A) পতঙ্গলি
(B) কাত্যায়ণ
(C) কালিদাস
(D) পাণিনি

20. কৃষ্ণ উপাখ্যান অবলম্বনে কোন্ নাটক রচিত ?
(A) দূতঘটোৎকচ
(B) দূতবাক্যে
(C) অভিষেক
(D) কালচরিত

More Practice Papers

21. পাণিনির অষ্টাধ্যয়ী কী?
(A) কবিতা
(B) নাটক
(C) গল্প
(D) ব্যাকরণ

22. ‘উপনিষদ’ শব্দে উপ’-এর অর্থ কী?
(A) সমীপে
(B) দূরে
(C) সান্ধ্য
(D) সকাল

23. ঋগবেদের কটি মণ্ডল?
(A) 12 টি
(B) 9 টি
(C) 13 টি
(D) 10 টি

24. ‘কিরাতাজুনীয়’ কে রচনা করেন?
(A) ভাস
(B) ভারবী
(C) শূদ্রক
(D) কালিদাস

25. ন খলুন খলুবাণঃ সন্নিপাত্যেহয়মস্মি—এটি অভিজ্ঞানশকুন্তলম্ নাটকের কোন্ অঙ্কের শ্লোক?
(A) চতুর্থ
(B) তৃতীয়
(C) দ্বিতীয়
(D) প্রথম

26. ভট্টিকাব্য কত সর্গে রচিত হয় ?
(A) দ্বাবিংশ
(B) একবিংশ
(C) অষ্টাদশ
(D) বিংশ

27. ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কে?
(A) মহর্ষি গৌতম
(B) মহর্ষি মৈত্রেয়নাথ
(C) মহর্ষি কনাদ
(D) বাচস্পতি মিশ্র

28. তত্ত্বের আলোচনা করাকে কী বলা হয় ?
(A) চার্বাক
(B) তাত্ত্বিক
(C) চর্যা
(D) ন্যায়

29. কোন্ ধর্মমতের সঙ্গে ত্রিপিটক যুক্ত?
(A) বৌদ্ধ
(B) ন্যায়
(C) বৈশোচক
(D) চার্বাক

30. বৈশেচিক দর্শন কে প্রতিষ্ঠা করেন?
(A) শঙ্কর
(B) রামানুজ
(C) বাচস্পতি মিশ্র
(D) কনাদ

31. বুদ্ধের মতে কটি সমাধির স্তর আছে?
(A) চারটি
(B) দুটি
(C) তিনটি
(D) একটি

32. প্রথম দর্শন শব্দটি কোন্ দার্শনিক উদ্ভাবন করেছিলেন?
(A) হিউম
(B) পিথাগোরাস
(C) কান্ট
(D) স্পেনসার

33. কে দ্বন্দ্বমূলক বস্তুবাদের প্রবক্তা ?
(A) খুর
(B) মেইন
(C) মিল
(D) কোনোটিই নয়

34. কোন্ দর্শনকে সেশ্বর সাংখ্য বলা হয় ?
(A) ন্যায়
(B) সাংখ্য
(C) বৈদ্ধ
(D) যোগ

35. জৈন দর্শনের প্রতিষ্ঠাতা কে?
(A) পার্শ্বনাথ
(B) মহাবীর
(C) গৌতম
(D) পার্থনাথ
(E) মিল

36. কোন্ ভাষায় ত্রিপিটক রচিত ?
(A) পালি
(B) পাকৃৎ
(C) চিনা
(D) সংস্কৃত

37. যার উৎপত্তি নেই, বিনাশ নেই, বৈশেচিক মতে তাকে কী বলা হয় ?
(A) অজড়
(B) জড়
(C) অনিত্য
(D) নিত্য

38. তৃতীয় সংস্থানের মূর্তি কোনটি ?
(A) FESTINO
(B) FESAPO
(C) FERIO
(D) কোনটিই নয়

39. সর্বেশ্বরবাদ কার তত্ত্ব?
(A) স্পিনোজা
(B) বার্কলে
(C) হিউম
(D) ডেকাট

40. যা জ্ঞানের বিষয় তাকে কী বলা হয় ?
(A) প্রমেয়
(B) প্রম্যতা
(C) প্রমাণ
(D) কোনোটিই নয়

41. সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কে?
(A) বাৎসায়ন
(B) কপিলমুনি
(C) কনা
(D) কেউ নয়।

42. সুখী শুবার অপেক্ষা অসুখী সক্রেটিস হওয়া ভালো’—কে বলেছেন?
(A) বেন্থাম
(B) কান্ট
(C) লক
(D) মিল

43. ‘NAIVE” শব্দটির অর্থ কী?
(A) কঠিন
(B) সরল
(C) ভাববাদ
(D) বস্তুবাদ

44. যে শ্রেণির একটিমাত্র সদস্য আছে, তাকে কী বলে?
(A) সামান্য শ্রেণি
(B) একক শ্রেণি
(C) পরিপূরক
(D) শূন্যগর্ভ শ্রেণি

45. চতুর্থ সংস্থানের মূর্তি কোনটি?
(A) BAROCO
(B) CELARENT
(C) FERISON
(D) FRESISON

46. কার ধর্ম বুদ্ধি, সুখ, দুঃখ?
(A) আত্মার
(B) দেহের
(C) ব্যক্তির
(D) মনের

47. Principia Ethica গ্রন্থের প্রণেতা কে?
(A) Mill
(B) Moore
(C) Mandeville
(D) Mackenri

48. ‘গণিতের জ্ঞান আদর্শ জ্ঞান’—একথা কে বলেছেন?
(A) লক
(B) ডেকার্ত
(C) পিনোজা
(D) কান্ট

49. Das Capital-এর লেখক কে?
(A) এঙ্গেলস
(B) মুর
(C) বার্নস্টাইন
(D) মার্ক্স

50. ডেকার্টের মতে সত্যের মানদণ্ড নয় কোনটি ?
(A) স্বচ্ছতা
(B) স্পষ্টতা
(C) ঞ্জাততা
(D) নিশ্চয়তা

51. যোগাচার কী?
(A) অবিজ্ঞানবাদ
(B) বিজ্ঞানবাদ
(C) যুক্তিবাদ
(D) ভাববাদ

52. কাকে ভাষায় ব্যঙ্গ চিন্তা সম্পকীয় বিজ্ঞান বলে ?
(A) তর্কবিদ্যা
(B) ঞ্জানবিদ্যা
(C) অধিবিদ্যা
(D) কোনটিই নয়

53. হেতুবিদ্যা কোন্ দর্শনকে বলে?
(A) বৈদ্ধ
(B) চার্বাক
(C) ন্যায়
(D) জৈন

54. কর্মকে বৈশেচিকরা কটি ভাগে ভাগ করেন?
(A) আটটি
(B) পাঁচটি
(C) তিনটি
(D) চারটি

55. AAA কোন্ সংস্থানের বৈধ মূর্তি ?
(A) দ্বিতীয়
(B) প্রথম
(C) চতুর্থ
(D) তৃতীয়

56. সর্বোদয় ধারণার প্রবক্তা কে?
(A) মাকর্স
(B) রবীন্দ্রনাথ
(C) হেগেল
(D) গান্ধিজি

57. কালিদাস কয়টি নাটক রচনা করেছিলেন?
(A) একটি
(B) দুটি
(C) তিনটি
(D) চারটি

58. উদাহরণ কাব্য কাকে বলে ?
(A) কালিদাসের রচনাকে
(B) ভাসের কাব্যকে
(C) মেঘদূত গীতিকাব্যকে
(D) ভট্টিকাব্যকে

59. স্বপ্নবাসবদত্তা রচনা করেন কে ?
(A) ভবভূতি
(B) কালিদাস
(C) অশ্বঘোষ
(D) ভাস

60. কোন্ সময়কে সুবন্ধুর আবির্ভাবকাল হিসেবে ধরা হয় ?
(A) ষষ্ঠ শতাব্দীর মাঝামাঝি
(B) ষষ্ঠ শতাব্দী
(C) সপ্তম শতাব্দীর মাঝামাঝি
(D) সপ্তম শতাব্দী

61. রামায়ণের কতগুলি কাণ্ড আছে?
(A) 7 টি
(B) 12 টি
(C) 6 টি
(D) 8 টি

62. কাকে শত সহস্রী সংহিতা বলা হয় ?
(A) মহাভারত
(B) রামায়ণ
(C) গীতা
(D) পুরাণ

63. ‘বসন্তসেনা চরিত্র কোন্ নাটকে রয়েছে?
(A) মেঘদূত
(B) মৃচ্ছকটিক
(C) মুদ্রারাক্ষস
(D) শিশুপাল বধ

64. রত্নাবলি কে রচনা করেন?
(A) ভাস
(B) হর্ষ
(C) কালিদাস
(D) অশ্বঘোষ

65. কামজ ব্যসন কয়টি ?
(A) 12 টি
(B) 14 টি
(C) 8 টি
(D) 10 টি

66. ‘নাগানন্দম’ কে রচনা করেন?
(A) রাজশেখর
(B) শ্রীহর্ষ
(C) মুরারি
(D) ভবভূতি

67. ছাত্রী শিক্ষকের প্রেম কোন্ কাব্যে বর্ণিত ?
(A) মালবিকাগ্নিমিত্রম্
(B) কুমার পালচরিত
(C) চৌরপাশিকা
(D) রঘুবংশম্