Bengali GK Questions and Answers for All Competitive Exam
Are you searching for Bengali GK Question and Answer papers for Bangla Quiz Competition? Then you are at the right place. Here we provided Sample papers with solutions. Hence applicants can practice these. We have given Recent GK in Bangla Question Papers. People can check Bengali GK Question and Answer Solved papers by visiting the below links. Looking for the direct links for downloading Bengali GK Question and Answer Model Papers?
Hence, the interested candidates can get the respective Bangla Quiz Question and Answer in Bengali without being paid. Download the General Knowledge Question in Bengali Previous Papers here and prepare well for the exam.
The candidates who are getting prepared for the General Knowledge Bangla can view this page for the Bangla GK Question Papers. Download the Bangla Quiz Sample Papers & Solutions for your exam preparation.
Take advantage of these General Knowledge Question in Bengali Papers in a proper manner to get qualifying Marks. Here from below enclosed links, you can get the Current GK Bengali Version Downloadable links. So, practice these Bengali Quiz 2020 Model Papers in PDF as much as possible because this may help in time management skills.
General Science Gk in Bengali
Applicants preparing for Government Jobs can download the Science Gk in Bengali Question Paper from our website. Check the Science GK Papers here. These Bengali Quiz Questions will help you for any quiz competition. Bangla Quiz questions on General Science for all standards of competitors.
1. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি দৈর্ঘ্যের একক নয়?
(A) আলোকবর্ষ
(B) মাইক্রন
(C) অ্যাংস্ট্রম
(D) রেডিয়ান
2. নিন্মোক্ত আলোকীয় যন্ত্রগুলির মধ্যে কোটি বিন্দু উৎস থেকে আগত আলোকরশ্মির অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত করতে ব্যবহার করা উচিত?
(A) উত্তল দর্পণ
(B) অবতল লেন্স
(C) সমতল দর্পণ
(D) উত্তল লেন্স
3. তরঙ্গের নিন্মোক্ত বিষয়গুলির মধ্যে কোনটির পরিবর্তন হয় যখন তরঙ্গটি একটি সীমা থেকে প্রতিফলিত হয়?
(A) তীব্রতা
(B) তরঙ্গ দৈর্ঘ্য
(C) গতিবেগ
(D) কম্পাঙ্ক
4. শব্দের নিম্নোক্ত বিষয়গুলির মধ্যে কোনটি বায়ুর তাপমাত্রার পরিবর্তনের দ্বারা প্রভাবিত হয়?
(A) বিস্তার
(B) কম্পাঙ্ক
(C) তরঙ্গদৈর্ঘ্য
(D) তীব্রতা
5. তড়িদাধানের একক নীচের কোনটি?
(A) কুলম্ব
(B) ভোল্ট
(C) নিউটন
(D) কুলম্ব/ভোল্ট
Here we provide some general science in bengali questions and answers. But you can download more Science GK in Bengali question papers by clicking this link.
Life Science in Bengali
The Life Science Gk in Bengali Model Papers available here in the PDF forms. Interested candidates can download the Life Science Gk Question Papers for the General Knowledge just by tapping on the direct links given below. These Life Science Questions will help aspirants for Bangla Quiz Competition.
1. যে অ্যান্টিবডি আমাদের দেহের প্রতিরক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করে সেগুলি হল-
(A) হরমোন
(B) ভিটামিন
(C) প্রোটিন
(D) ফ্যাট
2. অ্যান্টিজেন হল-
(A) শর্করা
(B) ফ্যাট
(C) হরমোন
(D) প্রোটিন
3. পিঁপড়ে হল সামাজিক পতঙ্গ, কারণ-
(A) এরা দলবদ্ধভাবে বসবাস করে
(B) এরা বনে থাকে
(C) এদের নিজস্ব ভাষা আছে
(D) এরা খাদ্য ভাগ করে নেয়
4. আমাদের চোখ পিটপিট করার ঘটনার সাপেক্ষে আমরা দিনে সাধারণত কত মিনিট অন্ধ হয়ে থাকি?
(A) 10 মিনিট
(B) 30 মিনিট
(C) 100 মিনিট
(D) 150 মিনিট
5. যে জীব শুধুমাত্র সজীব কোষে জন্মায়, যা এত ক্ষুদ্র যে সাধারণ আলোকে অণুবীক্ষণ যন্ত্রে একে দেখা যায় না এবং যা বিভিন্ন রোগের কারণ, সেটি হল-
(A) ব্যাকটিরিয়া
(B) PPL
(C) ভাইরাস
(D) ছত্রাক
Bangla Quiz on Geography
Latest Geography GK in Bengali Question papers is available here. So the candidates who applied for the government jobs can refer the Geography GK Question And Answer Papers for better preparation.
1. হাজারিবাগ জেলার কোর্ডামা কোন খনিজ দ্রব্যের জন্য বিখ্যাত?
(A) কয়লা
(B) লোহার আকরিক
(C) অভ্র
(D) বশ্সাইট
2. পৃথিবীর কোন অংশে সবচেয়ে বড়ো রেন ফরেস্ট অবস্থিত?
(A) মধ্য আফ্রিকা
(B) অস্ট্রেলিয়া
(C) দক্ষিণ আমেরিকা
(D) দক্ষিণ-পূর্ব এশিয়া
3. কোয়ালা ভল্লুক কোন দেশে পাওয়া যায়?
(A) গ্রিনল্যান্ডে
(B) অস্ট্রেলিয়া
(C) আফ্রিকায়
(D) আর্জেন্টিনায়
4. জলপাইগুড়ি জেলার সবচেয়ে বড়া নদী কোনটি?
A. তিস্তা
B. ভাগীরখী
C. জলঢাকা
D. মহানদী
5. পৃথিবীর সর্ববৃহৎ অববাহিকা কোনটি?
A. সিন্ধু নদের অববাহিকা
B. ভেনেজুয়েলা অববাহিকা
C. নীলনদের অববাহিকা
D. আমাজন নদের অববাহিকা
Bengali Quiz on History
Free download links History General Knowledge model papers are given below. Just click the required link to get the PDF of History GK in Bengali Previous Papers of jobs recruitment tests. You can also use these History GK in Bengali Papers as a reference for the scheduled preparation.
1. সুলতান মামুদ মোট কতবার ভারত আক্রমণ করেন?
(A) বারো বার
(B) পনেরো বার
(C) সতেরো বার
(D) তেরো বার
2. ‘দাম’ কী?
(A) শেরশাহ প্রবর্তিত তাম্র মুদ্রা
(B) আকবর প্রবর্তিত তাম্র মুদ্রা
(C) শাহজাহান প্রবর্তিত তাম্র মুদ্রা
(D) ঔরঙ্গজেব প্রবর্তিত তাম্র মুদ্রা
3. ভারতের সর্বশ্রেষ্ঠ ইন্দো-গ্রিক রাজা কে ছিলেন?
(A) কণিষ্ক
(B) মিনান্দার
(C) বৃহদ্রুখ
(D) পুষ্যমিত্র শুঙ্গ
4. অশোক যে নতুন ধরনের কর্মচারী নিয়োগ করেছিলেন তাদের কী নাম ছিল?
(A) স্থানিক
(B) রাজুক
(C) গোপ
(D) এগুলির কোনোটিই নয়
5. মহাবীর কার নিকট সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন?
(A) পার্শ্বনাথ
(B) গৌতম
(C) গোসাল
(D) ঝষভ
Sports Gk in Bengali
Aspirants who are seeking for Sports GK in Bengali Model Papers can get here. On our page, you will get Sports GK in Bengali latest question papers along with solutions.
1. ‘রকেট কার ডাকনাম?
(A) পাঞ্জে গঞ্জালেস
(B) জরোম্নাড ভবনি
(C) রড লেভার
(D) ম্যানুয়েল সান্তানা
2. কোন্ দেশের টেনিস খেলোয়াড় ম্যাটস ভিল্যান্ডার?
(A) আমেরিকা
(B) জার্মানি
(C) ফ্রান্স
(D) সুইডেন
3. কোন্ খেলার সঙ্গে বেটন কাপ যুক্ত?
(A) বেসবল
(B) সাঁতার
(C) হকি
(D) ভলিবল
4. কোন্ সংস্থাটি সাঁতারে সর্বোচ্চ নিয়ামক?
(A) FINA
(B) FIFO
(C) FIDE
(D) FIFA
5. প্রথম বিশ্বকাপ হকির কোন দেশ আয়োজন করে?
(A) স্পেন
(B) ভারত
(C) পাকিস্তান
(D) মালয়েশিয়া
Constitution GK for Competitive Exam
The Constitution GK in Bengali Papers is updated here. A vast number of applicants are browsing on the Internet for the Constitution GK Question Papers. For those candidates, here we are providing the links for Constitution GK in Bangla Model Papers & Bengali Constitution GK Sample Papers.
1. ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্যের কথা বলা আছে?
(A) 12টি
(B) 10টি
(C) 11টি
(D) 13টি
2. সংসদের কোন্ কক্ষটিকে প্রবীণদের কক্ষ বলা হয়?
(A) গ্রামসভা
(B) লোকসভা
(C) রাজ্যসভা
(D) বিধানসভা
3. গণতান্ত্রিক সমাজবাদের অন্যতম প্রবক্তা কে?
(A) জন. এফ. কেনেডি
(B) জওহরলাল নেহরু
(C) মহম্মদ আলি জিন্নাহ
(D) প্রেসিডেন্ট নাসের
4. লোকসভায় তফশিলি জাতির জন্য কটি আসন সংরক্ষিত?
(A) 72
(B) 60
(C) 79
(D) 85
5. ভারতে প্রথম শিল্পনীতি সিদ্ধান্ত উপস্থাপিত করা হয় কোন বছর ?
(A) 1947 খ্রিস্টাব্দে
(B) 1948 খ্রিস্টাব্দে
(C) 1939 খ্রিস্টাব্দে
(D) 1952 খ্রিস্টাব্দে
Economics GK in Bengali for PSC
Economics GK in Bengali question papers help the students in the preparation. General Knowledge papers give an overview of the exam paper and the way questions are going to be.
1. ‘স্টেট ব্যাংক অব ইন্ডিয়া’কবে স্থাপিত হয়?
(A) 1948 খ্রিস্টাব্দে
(B) 1962 খ্রিস্টাব্দে
(C) 1955 খ্রিস্টাব্দে
(D) 1967 খ্রিস্টাব্দে
2. যে ব্যাংকে ব্যাক্তিগত অ্যাকাউন্ট খোলা যায় না, তা হল-
(A) ন্যাশনাল ব্যাংক
(B) রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া
(C) ব্যাংক অব ইন্ডিয়া
(D) ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া
3. অনুন্নত দেশগুলিকে বিশ্ব ব্যাংক যে হারে ঋণ দেয় –
(A) 5.5 %
(B) 6.3 %
(C) 5.3 %
(D) 3.5%
4. ৫০০ টাকার নোটে কার স্বাক্ষর থাকে?
(A) রাষ্ট্রপতির
(B) কেন্দ্রিয় অর্থমন্ত্রীর
(C) প্রধানমন্ত্রীর
(D) রিজার্ভ ব্যাংকের গভর্নর
5. এক টাকা ও তার নিচে কাগজের নোট এবং মুদ্রা প্রকাশ করে-
(A) প্রধানমন্ত্রী
(B) অর্থমন্ত্রক
(C) রিজার্ভ ব্যাংক
(D) স্টেট ব্যাংক
Computer GK in Bengali
Computer GK in Bengali previous papers are available here to download. This is the good news for the candidates who are preparing for Government Jobs. Aspirants can download Computer GK in Bengali Model Papers pdf through online mode.
1. ইনটেল প্যারাগন হল একটি-
(A) প্রথম শ্রেণির কম্পিউটার
(B) দ্বিতীয় শ্রেণির কম্পিউটার
(C) চতুর্থ শ্রেণির কম্পিউটার
(D) তৃতীয় শ্রেণির কম্পিউটার
2. অ্যাবাকাস যন্ত্রটি আবিদ্কৃত হয়েছিল-
(A) মিশরে
(B) ব্রিটেনে
(C) চিনে
(D) জাপানে
3. একের পর ১০০টি শূন্য যুক্ত সংখ্যাকে বলা হয়-
(A) গুণুল
(B) মেগাটন
(C) গিগাবাইট
(D) ন্যানো
4. কোন ধরনের Network-এ Computer গুলি Modem ও Telephone Line দিয়ে পরম্পর যুক্ত থাকে?
(A) Wide Area Network
(B) Local Area Network
(C) Bridge Network
(D) Ring Net work
5. ভারতের কোন সংবাদপত্র প্রথম ইনটারনেটে প্রকাশিত হয়?
(A) দ্য হিন্দু
(B) দ্য টাইমস্ অব ইন্ডিয়া
(C) ইন্ডিয়ান এক্সপ্রেস
(D) হিন্দুস্ধান টাইমস