Bangla GK for All Competitive Exams in West Bengal

Bangla GK model question papers are given in this section. Direct download links for the bangla gk question answer are here. Hope our bangla version gk study material helps you in scoring marks.

Bangla GK

Find the direct download link for bangla gk book pdf Question Paper in Pdf in the section below. The Bangla GK Previous Year Question Paper is helpful for the applicants in their preparation.

Model Bangla GK Questions and Answers

1. কচ্ছ’ শব্দের অর্থ কী ?
(A) জলাশয় স্থান
(B) জলাময় দেশ
(C) লবণাক্ত জলাভূমি
(D) বালুকাময় অঞ্চল

2. দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে—
(A) লঘুমস্তিষ্ক
(B) টেগ মেন্টাম
(C) রাইনেন সেফারলন
(D) গুরুমস্তিষ্ক

3. কোন্ যুগকে ধর্মীয় পুনরুত্থানের যুগ বলা হয়?
(A) পল্লবযুগকে
(B) মৌর্যযুগকে
(C) কুষাণযুগকে
(D) গুপ্তযুগকে

4. কোন্ দেশ ম্যাগসেসে পুরস্কার দেয় ?
(A) রাশিয়া
(B) ভিয়েতনাম
(C) ভারত
(D) ফিলিপিন্স

5. প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ কোন্ সালে হয়?
(A) 1971
(B) 1965
(C) 1962
(D) 1967

6. স্বর্ণলতা-র মূল হল
(A) চোষক মূল
(B) বলয়ী মূল
(C) বায়বীয় মূল
(D) আত্তীকরণ মূল

7. ত্রিঙ্কোমালি শহর কোন দেশে অবস্থিত?
(A) মায়নামার
(B) বাংলাদেশ
(C) ভারত
(D) শ্রীলঙ্কা

8. চোল শাসনের নিম্নতম বিভাগ কী ছিল?
(A) ভালানাড়ু
(B) মণ্ডলম
(C) কুররাম
(D) কোট্টম

9. ‘অ্যাটম বোম্ব’ কে আবিষ্কার করেন?
(A) ম্যাডাম কুরী
(B) রাদারফোর্ড
(C) গ্যালিলিও
(D) এডিসন

10. ভারতের বৃহত্তম তৈল শোধনাগারটি কোথায় অবস্থিত ?
(A) মুম্বাই
(B) কয়ালী
(C) বারোলি
(D) কোনোটিই নয়

11. কোন্ তন্ত্রেশাসক নির্বাচিত হয় ?
(A) সামরিকতন্ত্র
(B) রাজতন্ত্র
(C) গণতন্ত্র
(D) একনায়কতন্ত্র

12. ভারত ছাড়ো প্রস্তাব গ্রহণ করা হয় কত খ্রিস্টাব্দে?
(A) 1940 সালে
(B) 1941 সালে
(C) 1942 সালে
(D) 1943 সালে

13. নীচের অ্যাসিডগুলির মধ্যে কোনটির আপেক্ষিক গুরুত্ব সবচেয়ে বেশি ?
(A) HNO3
(B) HCI
(C) H2SO4
(D) CH3COOH

14. ভারতের মিসাইল ম্যান নামে কে পরিচিত?
(A) জহরলাল নেহরু
(B) অটলবিহারী বাজপেই
(C) প্রণব মুখোপাধ্যায়
(D) এ.পি.জে আব্দুল কালাম

15. আঙ্কোরভাট মন্দির কোন দেশে অবস্থিত?
(A) শ্রীলঙ্কা
(B) কাম্পুচিয়া
(C) ইন্দোনেশিয়া
(D) ভারত

16. নীচের কোনটি গুচ্ছিত ফল ?
(A) কাঁঠালি কলা
(B) ধান
(C) ডুম্বুর
(D) জাম

17. ভারতে চাকমা জনগোষ্ঠীর মানুষ কোন্ রাজ্যে বাস করে?
(A) অন্ধ্রপ্রদেশ
(B) মণিপুর
(C) হিমাচল প্রদেশ
(D) ত্রিপুরা

18. কৃষ্ণদেব রায় কোথাকার রাজা ছিলেন ?
(A) কনৌজ
(B) পাণ্ডয়া
(C) বিজয়নগর
(D) বাহমনী

19. ব্যাঙের অগ্রপদে কটি আঙুল থাকে?
(A) 2টি
(B) 3টি
(C) 4টি
(D) 5টি

20. কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয় ?
(A) দিল্লি
(B) মুম্বাই
(C) কলকাতা
(D) চেন্নাই

More Practice Papers

21. DNA থেকে RNA গঠনকে কী বলে?
(A) ট্রানসেন
(B) ট্রাসফারমেশন
(C) ট্রান্সক্রিপশন
(D) কোনোটিই নয়

22. বিশ্বের বৃহত্তম সমুদ্র গর্ভের তৈলখনি হল-
(A) দাম্মান
(B) শাফানিয়া
(C) খুরসানিয়া
(D) খাওয়ার

23. ভারতে অসবর্ণ বিবাহ কার চেষ্টায় আইন সিদ্ধ হয়?
(A) রামমোহন রায়
(B) বি.আর. আম্বেদকর
(C) বিদ্যাসাগর
(D) কেশবচন্দ্র সেন

24. My Story গ্রন্থের রচয়িতা কে?
(A) কমল দাস
(B) সরলা রায়
(C) ইলা মজুমদার
(D) কনক পুরকায়স্থ

25. মনসবদারী প্রথা কার আমলে ঢালু হয়েছিল ?
(A) ঔরঙ্গজেব
(B) আকবর
(C) বাবর
(D) শেরশাহ

26. গলগি বডিজের অপর নাম
(A) মাইটোকন্ড্রিয়া
(B) রাইবোকন্ড্রিয়া
(C) লিপোকনড্রিয়া
(D) মাইসোকন্ড্রিয়া

27. মায়নমারের রাজধানীর নাম কী ?
(A) ইয়াঙ্গান
(B) মেীলমেন
(C) মান্দালয়
(D) মোগক

28. বিজয়নগর সাম্রাজ্যের অর্থনৈতিক পদ্ধতির বিশেষ বৈশিষ্ট্য কী ছিল?
(A) উদ্বৃত্ত রাজস্ব
(B) ভূমিকর
(C) সমুদ্রবন্দরের রাজস্ব
(D) মুদ্রা পদ্ধতি

29. নীচের কোনটি বিদ্যুতের সর্বোত্তম পরিবাহী ?
(A) তামা
(B) দস্তা
(C) সোনা
(D) রূপা

30. ‘কানহা’ জাতীয় পার্ক ভারতের কোন্ রাজ্যে অবস্থিত ?
(A) রাজস্থান
(B) উত্তরপ্রদেশ
(C) মধ্যপ্রদেশ
(D) কর্ণাটক

31. কোন যন্ত্রের সাহায্যে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা মাপা হয়?
(A) হাইড্রোমিটার
(B) হাইগ্রোমিটার
(C) এন্ডোস্কোপ
(D) ব্যারোমিটার

32. কার সৃষ্টি হ্যারি পটার চরিত্রটি?
(A) এনিড ব্লাইটন
(B) জোয়ান ক্যাথরিন
(C) জে. কে. রাউলিং
(D) ঝুম্পা লাহিড়ি

33. কোন্ দেশে আঙ্কোরভাট মন্দির অবস্থিত?
(A) জাভা
(B) ইন্দোনেশিয়া
(C) ভিয়েতনাম
(D) কম্বোডিয়া

34. ভারতের কোথায় প্রথম পারমাণবিক বিস্ফোরণ হয়েছিল?
(A) পাতোলা
(B) পোখরান
(C) ভারতপুর
(D) সুরতগড়

35. কোন্ দেশে আটাকামা মরুভূমি অবস্থিত?
(A) চিলি
(B) ভেনেজুয়েলা
(C) দক্ষিণ আফ্রিকা
(D) প্যারাগুয়ে

36. ভারত কত খ্রিস্টাব্দে রাষ্ট্রসংঘের সদস্য হয় ?
(A) 1945
(B) 1939
(C) 1950
(D) 1947

37. কার শাসনকালে সিপাহি বিদ্রোহ হয়েছিল?
(A) লর্ড ক্যানিং
(B) লর্ড চেক্সফোর্ড
(C) লর্ড কার্জন
(D) লর্ড ওয়েলেসলি

38. গ্যাসের সূত্র আবিষ্কার করেন কে?
(A) গে লুসাক
(B) অ্যাভোগাড্রো
(C) ফ্যারাডে
(D) ডালটন

39. কারা ইগলুতে থাকে?
(A) বুশম্যান
(B) এস্কিমো
(C) মাসাই
(D) মাওরি

40. কোন্ দেশে কিউই পাখি পাওয়া যায় ?
(A) নিউজিল্যান্ড
(B) অস্ট্রেলিয়া
(C) প্যারাগুয়ে
(D) ফিনল্যান্ড

41. প্রথম এভারেস্ট জয় করেন কোন্ মহিলা?
(A) বাচেন্দ্র পাল
(B) ভুঙ্কো তাবেই
(C) ডিকি, ডলমা
(D) সন্তোষ যাদব

42. ‘বিগ বেন’ ঘড়ি কোন্ শহরে আছে?
(A) লণ্ডন
(B) নিউজার্সি
(C) মাদ্রিদ
(D) প্যারিস

43. কোথায় লক্ষ্মীবাঈ ন্যাশনাল কলেজ তার ফিজিকাল এডুকেশন অবস্থিত ?
(A) গোয়ালিয়র
(B) মোরাদাবাদ
(C) জয়পুর
(D) ঝাসি

44. প্রথম কে দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন?
(A) দেবিকা রানি
(B) পঙ্কজ মল্লিক
(C) কানন দেবী
(D) প্রমথেশ বড়ুয়া

45. মিড ওয়ার্ল্ড প্রথম কোন্ ভারতীয় হন?
(A) ডায়না হেডেন
(B) ঐশ্বর্য রাই
(C) রিতা ফারিয়া
(D) সুস্মিতা সেন

46. কোন্ দেশে সেরেঙ্গেটি জাতীয় উদ্যান অবস্থিত ?
(A) সুদান
(B) তানজানিয়া
(C) ঘানা
(D) দক্ষিণ আফ্রিকা

47. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জ্ঞানপীঠ পুরস্কার কোন উপন্যাসের জন্য পেয়েছিলেন?
(A) গণদেবতা
(B) ধাত্রীদেবতা
(C) কীর্তিহাটের কড়চা
(D) হাঁসুলি বাঁকের উপকথা

48. কোন্ নদী থেকে ভিক্টোরিয়া জলপ্রপাত সৃষ্ট হয়েছে?
(A) নাইজার
(B) দানিয়ুব
(C) জাম্বেসি
(D) ইন্দোনেশিয়া

49. কাকে ভারতীয় পরমাণু গবেষণার জনক’ বলা হয় ?
(A) হোমি জাহাঙ্গির ভাবা
(B) সি ভি রমন
(C) জয়ন্ত বিষ্ণু নারলিকার
(D) সত্যেন্দ্রনাথ বসু

50. স্বর্ণ প্যাগোডার দেশ’ কাকে বলা হয় ?
(A) ভিয়েতনাম
(B) মায়ানমার
(C) ভুটান
(D) ইন্দোনেশিয়া

51. রক্তচাপ মাপার যন্ত্রের নাম কী?
(A) স্টেথোস্কোপ
(B) ম্যানোমিটার
(C) স্কোরোমিটার
(D) স্ফিগমোম্যানোমিটার

52. সত্যজিৎ রায় কোন্ বিভাগে অস্কার পেয়েছিলেন?
(A) লাইফ টাইম অ্যাচিভমেন্ট
(B) সেরা ছবি
(C) সেরা আবহসঙ্গীত
(D) সেরা চিত্রনাট্য
(E) চারটি

53. কোথায় সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনসটিউট অবস্থিত ?
(A) কলকাতা
(B) মুম্বাই
(C) বিষ্ণুগড়
(D) লখনউ

54. ভারতের কোন্ প্রদেশের নাচের নাম গিড়া?
(A) পাঞ্জাব
(B) ওড়িশা
(C) মণিপুর
(D) পশ্চিমবঙ্গ

55. কোন্ দেশের মুদ্রার নাম নালট্রাম?
(A) শ্রীলঙ্কা
(B) ভুটান
(C) মায়ানমার
(D) মালয়েশিয়া