General Knowledge Bangla for All Competitive Exams in West Bengal
General Knowledge Bangla model question papers are given in this section. Direct download links for the bangla general knowledge questions and answers are here. Hope our General Knowledge Bangla study material helps you in scoring marks.
Find the direct link for bangla general knowledge books pdf free download in the section below. The General Knowledge Bangla Previous Year Question Paper is helpful for the applicants in their preparation.
Model Question Papers General Knowledge Bangla
1. ভারতের জাতীয় পতাকার সঙ্গে যুক্ত কার নাম?
(A) মাদাম ভিকাজি কামা
(B) অ্যানি বেসান্ত
(C) সরোজিনী নাইডু
(D) ভগিনী নিবেদিতা
2. ভারতের জাতীয় প্রতীক কী?
(A) পদ্মফুল
(B) অশোক স্তম্ভ
(C) হাত চিহ্ন
(D) চরকা
3. ‘জনগণমন’ গীত প্রথম কবে হয় ?
(A) 26 জানুয়ারি, 1950
(B) 15 আগস্ট, 1947
(C) 27 ডিসেম্বর, 1911
(D) 1 জানুয়ারি, 1905
4. ভারতের রাষ্ট্রীয় ভাষা কী?
(A) মারাঠি
(B) তেলেগু
(C) হিন্দি
(D) উর্দু
5. আমাদের জাতীয় সংগীত কী?
(A) জনগণমন
(B) বন্দেমাতরম
(C) কদম কদম বাড়ায়ে যা
(D) সারা জাহাসে আচ্ছা
6. বাঘ জাতীয় পশুর মর্যাদা কত সালে লাভ করে?
(A) 1972
(B) 1950
(C) 1947
(D) 1911
7. ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
(A) 7:4
(B) 16:9
(C) 14:11
(D) 3:2
8. জাতীয় পতাকার অশোকচক্রে দন্ড আছে কটি?
(A) 30
(B) 28
(C) 26
(D) 24
9. ভারতের জাতির জনক কাকে বলা হয়?
(A) জওহরলাল নেহেরু
(B) মহাত্মা গান্ধি
(C) স্বামী বিবেকানন্দ
(D) রবীন্দ্রনাথ
10. ভারতের জাতীয় পতকায় কী কী বর্ণ থাকে?
(A) নীল, সাদা, সবুজ
(B) গেরুয়া, সাদা, লাল
(C) সবুজ, সাদা, গেরুয়া
(D) গেরুয়া, সাদা, সবুজ
11. ভারতের জাতীয় বৃক্ষ কী?
(A) শাল
(B) কলা
(C) বট
(D) তুলসী
12. ভারতের জাতীয় ফুল কী?
(A) পদ্ম
(B) গোলাপ
(C) রডাডেনড্রন
(D) টগর
13. ভারতের জাতীয় লজ্জা কী?
(A) জাতিভেদ
(B) দারিদ্র্য
(C) সাম্প্রদায়িকতা
(D) অস্পৃশ্যতা
14. কোন গ্রন্থ থেকে সত্যমেব জয়তে গৃহীত হয়েছে?
(A) রামায়ণ
(B) মহাভারত
(C) মুণ্ডক উপনিষদ
(D) গীতা
15. ‘ভারত ছাড়’উক্তির প্রবর্তক কে?
(A) মহাত্মা গান্ধি
(B) নেতাজি সুভাষ
(C) স্বামী বিবেকানন্দ
(D) জওহরলাল নেহেরু
16. ‘মেরা ভারত মহান হ্যায়’ জাতীয় উক্তিটি কে করেন?
(A) শ্রীমতি ইন্দিরা গান্ধী
(B) মহাত্মা গান্ধি
(C) রাজীব গান্ধী
(D) জওহরলাল নেহেরু
17. ভারতের জাতীয় ফল কী?
(A) নারকেল
(B) কমলালেবু
(C) আম
(D) কাঠাল
18. ভারতের জাতীয় খেলা কী?
(A) কবাড়ি
(B) খো-খো
(C) ভলিবল
(D) ফুটবল
19. জাতীয় পতাকার গেরুয়া বর্ণটি কীসের প্রতীক?
(A) শান্তি ও সত্য
(B) ত্যাগ ও সেবা
(C) জ্ঞান
(D) সাহস ও শক্তি
20. জাতীয় পতাকার সাদা বর্ণটি কীসের প্রতীক?
(A) জ্ঞান
(B) ত্যাগ ও সেবা
(C) শান্তি ও সত্য
(D) সাহস ও শক্তি
More Practice Papers
21. জাতীয় পতাকার সবুজ বর্ণটি কীসের প্রতীক?
(A) সাহস ও শক্তি
(B) শান্তি ও সত্য
(C) ত্যাগ ও সেবা
(D) জ্ঞান
22. অশোকচক্রের অপর নাম কী?
(A) ধর্মচক্র
(B) প্রগতিচক্র
(C) মানচক্র
(D) জাতীয়চক্র
23. ভারতের জাতীয় কবি কে?
(A) তুলসী দাস
(B) নজরুল
(C) রবীন্দ্রনাথ
(D) ইকবাল
24. কত খ্রিস্টাব্দ থেকে শকাব্দ শুরু হয়?
(A) 78 খ্রিস্টাব্দে
(B) 72 খ্রিস্টাব্দে
(C) 80 খ্রিস্টাব্দে
(D) 82 খ্রিস্টাব্দে
25. জাতীয় স্তোত্রটি আমাদের কী?
(A) বন্দে মাতরম
(B) জনগণমন
(C) সারে জাঁহাসে আচ্ছা
(D) ইনক্লাব জিন্দাবাদ
26. জাতীয় স্তোত্রটিকে রবীন্দ্রনাথ কবে “The Morning Song of India নামে ভাষান্তরিত করেন?
(A) 1912
(B) 1916
(C) 1930
(D) 1919
27. কোন্ উপন্যাসের অন্তর্গত বন্দে মাতরম্’ গানটি?
(A) কপালকুণ্ডলা
(B) বিষবৃক্ষ
(C) দেবী চৌধুরানি
(D) আনন্দমঠ
28. ভারতের স্বাধীনতা দিবস কোন্ দিনটিতে পালন করা হয়?
(A) 25 ডিসেম্বর
(B) 23 জানুয়ারি
(C) 15 আগস্ট
(D) 26 জানুয়ারি
29. ভারতের সেনাবাহিনীর কে সর্বাধিনায়ক?
(A) রাষ্ট্রপতি
(B) প্রধানমন্ত্রী
(C) প্রতিরক্ষামন্ত্রী
(D) উপরাষ্ট্রপতি
30. ভারতের সেনাবাহিনীগুলি হল কী কী?
(A) স্থল, বায়ু বিভাগ
(B) স্থল, নৌ বায়ু বিভাগ
(C) নৌ, স্থলবিভাগ
(D) পদাতিক, বায়ু বিভাগ
31. স্থলবাহিনীর প্রধান কে?
(A) জেনারেল
(B) অ্যাডমিরাল
(C) কম্যান্ডার
(D) এয়ার চিফ মার্শাল
32. স্থলবাহিনীতে নিয়োগ করতে কত বছর বয়সের দরকার হয়?
(A) 18-25 বছর
(B) 16-25 বছর
(C) 16-22 বছর
(D) 20-22 বছর
33. বিমান বাহিনীর প্রধান কে?
(A) এয়ার চিফ মার্শাল
(B) অ্যাডিমিরাল
(C) কর্ণেল
(D) জেনারেল
34. বায়ুসেনাতে কত বছর বয়সে নিয়োগ করা হয়?
(A) 20-22 বছর
(B) 16-25 বছর
(C) 16-20 বছর
(D) 18-22 বছর
35. কোথায় নাভাল অ্যাকাডেমি অবস্থিত?
(A) মুম্বই
(B) গোয়া
(C) দেরাদুন
(D) পুনে
36. কোথায় হেলিকপ্টার ট্রেনিং স্কুল অবস্থিত?
(A) পুনে
(B) আবাদি
(C) আগ্রা
(D) হায়দরাবাদ
37. কোন্ ধরনের রোগ হিমোফিলিয়া?
(A) হরমোন ঘটিত
(B) জিন ঘটিত
(C) বিপাকজনিত
(D) কোনোটাই নয়
38. হর্ষচরিত কার রচনা?
(A) হিউয়েন সাও
(B) বিশাখ দত্ত
(C) বাণভট্ট
(D) হর্ষবর্ধন
39. তরলের ফোঁটা গোলাকৃতি হয় কী কারণে?
(A) সান্দ্রতা
(B) পৃষ্ঠতলটান
(C) তরলের প্রবাহ
(D) চাপ
40. পাবলো পিকাসো কোন্ দেশের মানুষ ছিলেন?
(A) স্পেন
(B) ইতালি
(C) ব্রাজিল
(D) আর্জেন্টিনা
41. প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে হন?
(A) ভি.এস. রমাদেবী
(B) মাতঙ্গিনী হাজরা
(C) সরলা রায়
(D) আরতি সাহা
42. ‘সত্যমেব জয়তে’ কোন্ গ্রন্থ থেকে গৃহীত?
(A) সামবেদ
(B) মুণ্ডক উপনিষদ
(C) মহাভারত
(D) অর্থশাস্ত্র
43. R.N.A-তে যে শর্করা আছে তা হল-
(A) ম্যানোজ
(B) রাইবোজ
(C) অক্সিরাইবোজ
(D) ডি-অক্সি রাইবোজ
44. ‘লবণ পৰ্বত’ কোন্ দেশে?
(A) পাকিস্তান
(B) মায়ানমার
(C) ভারত
(D) বাংলাদেশ
45. কে ভারতের চার কোণে চারটি মঠ স্থাপন করেন?
(A) মাধবাচার্য
(B) ভাস্করাচার্য
(C) রামানুজাচার্য
(D) শঙ্করাচার্য
46. নীচের কোনটিকে অপ্রচলিত শক্তির উৎস বলা হয়?
(A) পেট্রোলিয়াম
(B) কয়লা
(C) জলবিদ্যুৎ
(D) প্রাকৃতিক গ্যাস
47. শরৎকালে আঙুফল পাকতে সাহায্য করে কোন বায়ুপ্রবাহ?
(A) লু
(B) সিল্লো
(C) ফল
(D) চিক
48. প্রধান বায়ুদূষক পদার্থ নীচের কোনটি ?
(A) CO
(B) CO2
(C) N2
(D) S
49. প্রথম ক্লোরিন প্রস্তুত করেন-
(A) ডিকন
(B) শীলা
(C) হার
(D) অসওয়াল্ড
50. নীচের কোন্ দেশের সন্ত্রাসবাদী গোষ্ঠীর নাম ‘টুপাক আমারু’?
(A) জর্ডন
(B) মালয়েশিয়া
(C) পেরু
(D) তুরস্ক