WBTET Primary Environment Science Suggestion Question Papers
Looking for WBTET Primary Environment Science Suggestion Question Papers? As West Bengal Board of Primary Education is going to conduct the Assessment Test for the applicants of WBTET, Environment Science Suggestion question papers help the candidates. Download just by clicking on the West Bengal Board of Primary Education Environment Science Suggestion Papers with Answers Pdf links. West Bengal Board of Primary Education Suggestion Exam Paper for TET gives candidates an overview of the assessment test.
West Bengal Board of Primary Education TET exam Environment Science Suggestion question papers direct download links are given in this section. Hence, download the West Bengal Board of Primary Education TET Suggestion Paper pdf on Environment Science below. West Bengal Board of Primary Education Primary Teacher Eligibility Test Suggestion question paper on Environment Science is helpful for those who appear for the written examination.
Suggestion Question Papers on Environment Science
1. কয়লার উপজাত দ্রব্য কোনটি? –
(i) ন্যাপথা
(ii) প্যারাফিন
(iii) ন্যাপথলিন
(iv) গ্যাসোলিন
2. সমুদ্রের জল থেকে তাপীয় শক্তির উৎপাদন প্রক্রিয়ার নাম হল –
(1) SWEM
(2) OWEC
(3) SWTE
(4) OTEC
3. কোন্ অপ্রচলিত শক্তি মানুষ প্রথম ব্যবহার করে? –
(i) সৌরশক্তি
(ii) বায়ুশক্তি
(iii) জৈব গ্যাস
(iv) জোয়ারভাটা শক্তি
4. পৃথিবী থেকে শক্তি ধীরগতিতে পরিবাহিত হয়ে ভূপৃষ্ঠের উপরে যে ছিদ্র দিয়ে বেরিয়ে আসে তা হল
(i) আগ্নেয়গিরি ও ঊষ্ণ প্রস্রবণ
(ii) সমুদ্র
(iii) হিমবাহ
(iv) কোনোটিই নয়
5. ভারতে মোট প্রয়োজনীয় শক্তির কত শতাংশ কাঠ এবং বায়োমাস জ্বালানি থেকে পাওয়া যায়? –
(i) 50%
(ii) 30%
(iii) 40%
(iv) 20%
6. বর্তমানে দ্রুত অর্থনৈতিক বিকাশের লক্ষ্যে উন্নয়নের সূচক হিসেবে ধরা হয় –
(i) সম্পদের ব্যবহার
(ii) প্রযুক্তির ব্যবহার
(iii) শক্তির ব্যবহার
(iv) প্রদত্ত কোনোটিই নয়
7. যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরের একটি উদাহরণ হল –
(i) ব্যাটারি
(ii) টেলিভিশন
(iii) বাবের জ্বলন
(iv) ডায়নামো
8. সারা বিশ্বের মোট জলের আনুমানিক কত শতাংশ কৃষিতে ব্যবহৃত হয়? –
(i) 69%
(ii) 23%
(iii) 8%
(iv) 50%
9. গাইয়া ধারণার প্রবক্তা কে? –
(i) আল গোর
(ii) ব্রাটল্যান্ড
(iii) লাভলক
(iv) ডারউইন
10. জলাশয়ে মাছের সংখ্যা হ্রাসের প্রধান কারণ
(i) মাছের রোগ
(ii) জলের অম্লতা বৃদ্ধি
(iii) অধিক বৃষ্টিপাত
(iv) এদের কোনোটিই নয়
11. তৃতীয় বিশ্বের দেশগুলির বর্তমান আনুমানিক জনসংখ্যা হল –
(i) 450 কোটি
(ii) 100 কোটি
(iii) 500 কোটি
(iv) 300 কোটি
12. 1930 খ্রিস্টাব্দের পর থেকে মরক্কো, লিবিয়া, টিউনিসিয়া, আলজিরিয়াতে কত জমি মরুভূমিতে পরিণত হয়েছে? –
(i) প্রায় ২ লক্ষ হেক্টর
(ii) প্রায় 5 লক্ষ হেক্টর
(iii) প্রায় 1 লক্ষ হেক্টর
(iv) প্রায় 3 লক্ষ হেক্টর
13. NEAC-এর মূল উদ্দেশ্য হল –
(i) বন্যপ্রাণী বাঁচানো
(ii) বন্যপ্রাণী সংরক্ষণ
(iii) জলই জীবন
(iv) সবকটি
14. বর্তমান বিশ্বের মোট জনসংখ্যা –
(i) 500 কোটির বেশি
(ii) 700 কোটির বেশি
(iii) 800 কোটির বেশি
(iv) 100 কোটির বেশি
15. কম উন্নত দেশগুলিতে প্রকৃত সাক্ষর ব্যক্তির সংখ্যা –
(i) 5%-এরও কম
(ii) 17%-এরও কম
(iii) 30%-এরও কম
(iv) কোনোটিই নয়
16. 2004 সালের তথ্য অনুসারে ভারত মাথাপিছু কত টন CO2 নিঃসরণ করে? –
(i) 3.8 টন
(ii) 9.9 টন
(iii) 1.2 টন
(iv) 10.6
17. ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইন্সটিটিউট’ কোথায় অবস্থিত? –
(i) ভারতবর্ষ
(ii) বাংলাদেশ
(iii) ফিলিপাইন
(iv) কানাডা
18. AIDS রোগের সংক্রমণ ঘটে –
(i) যৌনসংসর্গ
(ii) ইনজেকশনের ছুঁচ
(iii) অসাবধানী রক্ত সঞ্চালন
(iv) উল্লিখিত সবগুলির মাধ্যমে
19. কৃষি জমি থেকে উৎপন্ন একটি বায়ুদূষকের নাম হল –
(i) মিথেন
(ii) CFC
(iii) ওজোন
(iv) সালফার ডাইঅক্সাইড
20. গৌণ দূষকের উদাহরণ হল –
(i) CFC
(ii) CHT
(iii) PAN
(iv) COT
Mock Test | Latest Question |
Suggestion | Important Papers |
New Pattern | Sample Papers |
Previous Papers | Model Question |
21. কোন সালে সুনামি ভারতীয় উপকূলে আছড়ে পড়েছিল?
(i) 2000
(ii) 2004
(iii) 2006
(iv) 2008
22. পানীয় জলে দ্রবীভূত অত্যাবশ্যকীয় মৌলটির নাম –
(i) অঙ্গিনে
(ii) তামা
(iii) পারদ
(iv) আয়রন
23. ওজোন গহ্বর, কোথায় সৃষ্টি হয়?-
(i) ট্রপোস্ফিয়ারে
(ii) বায়োস্ফিয়ারে
(iii) স্ট্র্যাটোস্ফিয়ারে
(iv) আয়নোস্ফিয়ারে
24. একটি গ্যাসের নাম লেখো যা প্রধানত আগ্নেয়গিরির উদ্গিরণ থেকে উৎপন্ন হয় –
(i) ওজোন
(ii) ক্লোরোফ্লুরোকার্বন
(iii) সালফার ডাইঅক্সাইড
(iv) কোল গ্যাস
25. 1950 থেকে 1990-এর মধ্যে বিশ্বে শক্তির চাহিদা বেড়েছে –
(i) দ্বিগুণ
(ii) আটগুণ
(iii) চারগুণ
(iv) দশগুণ
26. কোন প্রকার কয়লায় কার্বনের উপস্থিতি সবচেয়ে কম? –
(i) পিট
(ii) লিগনাইট
(iii) বিটুমিনাস
(iv) অ্যানথ্রাসাইট
27. পশ্চিমবঙ্গে একটি বৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত
(i) সুন্দরবনে
(ii) শিলিগুড়িতে
(iii) ফারাক্কায়
(iv) বহরমপুরে
28. নীচের কোন্টিতে আলোকশক্তি বৈদ্যুতিক শক্তিতে রুপান্তরিত হয়।
(i) বৈদ্যুতিক ব্যাটারিতে
(ii) বৈদ্যুতিক আলোতে
(iii) ফোটোভোল্টিক কোশে
(iv) সবকটিতে
29. ভারতবর্যের কোন প্রদেশে চিপকো আন্দোলন হয়েছিল ? –
(i) কেরলে
(ii) কর্ণাটকে
(iii) অসমে
(iv) উত্তরপ্রদেশে
30. কোন্টি ভারতবর্ষে সবচেয়ে কম ব্যবহৃত শক্তি উৎস?—
(i) কয়লা
(ii) প্রাকৃতিক গ্যাস
(iii) পেট্রোলিয়াম
(iv) পারমাণবিক জ্বালানি