ICDS Mains Arithmetic Questions for Supervisor Post Female Candidates
Download ICDS Mains Arithmetic Questions Papers – Candidates passed ICDS Preliminary Exam, it is the time to start your preparation for WBPSC ICDS Mains Exam. However, find the direct download links for the ICDS Arithmetic Mains Exam previous year question paper below.
Also, check the ICDS Mains exam Mathematics Questions pattern and other important details before starting preparation. Integrated Child Development Services Recruitment board conducts the written exam to select the candidates. Hence, the aspirants cleared the preliminary exam must attend the mains examination.
Hence, check the number of question in Mathematics, marks & time duration details in the tabular sections below. Download links for the ICDS Mains Exam model question paper on Arithmetic are given below. Practice these Sample ICDS Mains Arithmetic Questions for your best preparation. We hope these ICDS Mains Arithmetic Questions will be helpful for examination.
Model ICDS Supervisor Mains Arithmetic Questions
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:
1. যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরে সুদে-আসলে 4 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত?
2. A একটি কাজের 1/2 অংশ 5 দিনে এবং B ওই কাজটির 1/3 অংশ 4 দিনে করতে পারে। Aও B একবে সম্পূর্ণ কাজটি করে কত দিনে?
3. 1 ঘণ্টার কত শতাংশ 1 মিনিট 48 সেকেন্ড?
4. 60 মিটার লম্বা একটি ট্রেন ঘণ্টায় 40 কিমি বেগে ধাবিত হলে কত সময়ে 90 মিটার লম্বা একটি প্ল্যটিফর্মকে অতিক্রম করবে?
5. এক ফল বিক্রেতা 12 টাকা দিয়ে 15টি আপেল কিনে 15 টাকায় 12টি আপেল বিক্রয় করল। তার কত লাভ বা ক্ষতি হল?
6. 3034-(1002 + 2004) -এর সরলতম মান কত?
7. 20% এবং 25% ক্রমিক ছাড়-এর সমতুল্য ছাড় কত শতাংশ হবে?
8. বিক্রয়মূল্যের ওপর 15% ক্ষতি হলে, ক্রয়মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি হবে?
9. তিনজনের বয়সের অনুপাত 7:5:4। প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি। দ্বিতীয় ব্যক্তির বয়স কত?
10. ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 20, 42 এবং 63 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে?
11. কয়লার বাজার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে কয়লার বরাদ্দ কত হাস পায়?
12. একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 30 মিনিট এবং 20 মিনিটে চৌবাচ্চাটি খালি হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে ভর্তি চৌবাচ্চাটি কত সময়ে খালি হবে?
13. কোনো মূলধন 3 বছরে সুদে-মূলে 500 টাকা এবং 5 বছরে সুদে-মুলে 540 টাকা হয়। বার্ষিক সুদের হার কত?
14. 300 গ্রাম চিনির দ্রবণে 40% চিনি আছে। ওই দ্রবণে আর কত গ্রাম চিনি মিশ্রিত করলে মিশ্রণের 50% চিনি হবে?
15. যদি 45337 * 2 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়, তবে * চিহ্ণিত স্থানে কোন সংখ্যাটি বসাতে হবে?
16. বার্ষিক 4% চক্রবৃদ্ধি হার সুদে 625 টাকার 2 বছরের সুদ-আসল কত হবে? (সুদ পর্ব 1 বৎসর)
17. A একটি কাজ 21 দিনে করতে পারে। B, Aএর চেয়ে 40% বেশি দক্ষ । তাহলে ওই একই কাজ করতে B-এর কত সময় লাগবে?
18. দুটি সংখ্যার গ.সা.গু. 12 এবং তাদের অনুপাত 3:5, তাদের গুণফল কত?
19. বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত?
20. পরপর 7টি সংখ্যার গড় 20 হলে, এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত?
21. একটি নৌকা স্রোতের অনুকূলে 4 ঘণ্টায় 24 কিমি দুরত্ব অতিক্রম করতে পারে। ওই দূরত্ব 6 ঘণ্টায় স্রোতের প্রতিকূলে অতিক্রম করে। স্থির জলে নৌকার বেগ কত?
22. একটি নৌকা 3 ঘণ্টায় স্রোতের প্রতিকুলে 9km অথবা স্লোতের অনুকূলে 18km যেতে পারে ।স্থির জলে নৌকার বেগ কত?
23. একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 9 ঘণ্টায় এবং 12 ঘণ্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে?
24. পর পর 3টি যুগ্ম সংখ্যার যোগফল 54 হলে, এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
25. দুটি সংখ্যার লসাণ্ড 315 এবং তাদের অনুপাত 5:7; তাদের গুণফল কত?
26. 150 গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে। ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 25% হবে?
27. এক ব্যক্তি 40 কিলোমিটার/ঘণ্টা বেগে P থেকে Q পর্যস্ত গিয়ে তার গতিবেগ 50% বৃদ্ধি করে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত?
28. A একটি কাজের 1/3 অংশ করে 5 দিনে এবং B কাজটির 2/5 অংশ 10 দিনে করতে পারে। A ও B একত্রে সম্পূর্ণ কাজটি করে কত দিনে?
29. ক্ষুদ্রতম কোন্ সংখ্যাকে 57, 76 এবং 190 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে?
30. কোন সংখ্যার 2/3 অংশের মান 26 হলে, সংখ্যাটির 25%-এর মান কত?
31. বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 6 বছরের সুদ কত?
32. A একটি কাজ 12 দিনে করতে পারে। B, A এর চেয়ে 60% বেশি দক্ষ। তাহলে ঐ একই কাজ করতে B-এর কত সময় লাগবে?
33. 10% এবং 30% ক্রমিক ছাড়-এর সমতুল্য ছাড় কত শতাংশ হবে?
34. বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 3 বছরের সুদ-আসল কত হবে? (সুদ পর্ব 1 বছর)
35. দুটি সংখ্যার অনুপাত 10:7 এবং তাদের পার্থক্য 105 হলে, সংখ্যা দুটির সমষ্টি কত?
36. এক ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি আপেল কিনে 11 টাকায় 10টি আপেল বিক্রয় করলেন। তার কত লাভ বা ক্ষতি হল?
ICDS Sample Papers for Practice and Preparation
সঠিক উত্তরটি নির্বাচন করো :
1. এক ব্যক্তি ব্যাঙ্কে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি 121 টাকা পেলেন। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত?
2. দুটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 4:9, তাদের আয়তন সমান হলে, তাদের ব্যাসার্ধের অনুপাত কত হবে?
3. AOB বৃত্তের ব্যাস, 0 বৃত্তের কেন্দ্র। C বৃত্তের উপরিস্থিত একটি বিন্দু AC=3 সেমি এবং BC=4 সেমি হলে, AB-এর দৈর্ঘ্য হবে কত?
4. 16, 15, 17, 16, 15, 19,17,18 তথ্যের সংখ্যাগুরুমান 15 হলে, x এর মান কত?
শূন্যস্থান পূরণ করো :
1. (√3-5)-এর অনুবন্ধী করণী ____।
2. দুটি ত্রিভুজ সাদৃশ হবে যদি তাদের ___ বাহুগুলি সমানুপাতী হয়।
3. সূর্যের উন্নতি কোণ 30⁰ থেকে বৃদ্ধি পেয়ে 60⁰ হলে, একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য ____ পায়।
4. যৌগিক গড়, মধ্যমা, সংখ্যাগুরুমান হল ____ প্রবণতার মাপক।
5. আমাদের গ্রামের বর্তমান জনসংখ্যা x জন। প্রতি বছর জনসংখ্যা 20% হারে বৃদ্ধি পেলে 100 বছর পরে জনসংখ্যা ____ হবে।
6. একটি আয়তাকার কাগজের দৈর্ঘ্য a সেমি এবং প্রস্থ b সেমি। কাগজটি মুড়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হল যার পরিধি কাগজের প্রস্থের সমান। চোঙের বক্রতলের ক্ষেত্রফল ___ বর্গসেমি।
নীচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখো:
1. একটি ব্যবসায় A এবং B এর মূলধনের অনুপাত 5:4 এবং A মোট লাভের 80 টাকা পেলে B পায় 100 টাকা।
2. { x }^{ 2 }-x+2=0 সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়।
3. একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 4√2 সেমি হলে, অতিভুজের দৈর্ঘ্য ৪ সেমি।
4. একটি লন্ববৃত্তাকার শঙ্কুর আয়তন v ঘন একক এবং ভূমিতলের ক্ষেত্রফল A বর্গ একক হলে, উচ্চতা \frac { 3v }{ A } একক।
5. প্রথম পাঁচটি মৌলিক সংখ্যার গড় 5.5।
ICDS Supervisor Mains Exam Model Questions
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:
1. বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে, আসল নির্ণয় করো।
2. \frac { a }{ 2 } =\frac { b }{ 3 } =\frac { c }{ 4 } =\frac { 2a-3b+4c }{ p } হলে, p এর মান নির্ণয় করো।
3. K{ x }^{ 2 }+2x+3k=0(k≠0) সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে, k-এর মান কত?
4. O কেন্দ্রীয় বৃত্তের ভিতর P যে কোন একটি বিন্দু। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং OP=3 সেমি হলে, P বিন্দুগামী যে জ্যা-টির দৈর্ঘ্য ন্যুনতম তা নির্ণয় করো।
5. ABCD ট্রাপিজিয়ামের BC॥AD এবং AD=4 সেমি। AC ও BD কর্ণদ্বয় এমনভাবে O বিন্দুতে ছেদ করে যে, \frac { AO }{ OC }=\frac { DO }{ OB }=\frac { 1 }{ 2 } হয়, BC এর দৈর্ঘ্য নির্ণয় করো।
6. একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে, ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তা লেখো।
7. দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি এব বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গসেমি হলে, চোঙটির আয়তন কত?
8. বার্ষিক 12.5% সুদের হারে কোন মূলধনের দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ এবং 2 বছরের সরল সুদের অনুপাত কত হবে?
9. একটি কারখানার একটি মেশিনের মূল্য 1,80,000 টাকা। মেশিনটির মূল্য প্রতি বছর 10% হারে হ্রাসপ্রাপ্ত হয়। 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে?
10. A,B, C যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা, এবং 10,000 টাকা দিয়ে একটি ব্যবসা আরম্ভ করলো এই শর্তে যে, A ব্যবসা পরিচালনা করবে এজন্য A-কে মোট লাভের 3/20 অংশ দেওয়া হবে। বাকি লাভ মূলধনের অনুপাতে তিনজনে ভাগ করে নেবে। C, B অপেক্ষা 391 টাকা বেশি পেলে মোট কত লাভ হয়েছিল?
11. একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি বেগে যায়। একই সঙ্গে একটি স্টেশন থেকে ছেড়ে 180 কিমি দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছাল। সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘণ্টায় কত কিমি ছিল?