WBTET Primary Environment Science Important Question Papers

Looking for WBTET Primary Environment Science Important Question Papers? As West Bengal Board of Primary Education is going to conduct the Assessment Test for the applicants of WBTET, Environment Science Important question papers help the candidates. Download just by clicking on the West Bengal Board of Primary Education Environment Science Important Papers with Answers Pdf links. West Bengal Board of Primary Education Important Exam Paper for TET gives candidates an overview of the assessment test.

WBTET Primary Environment Science Important Question Papers
West Bengal Board of Primary Education TET exam Environment Science Important question papers direct download links are given in this section. Hence, download the West Bengal Board of Primary Education TET Important Paper pdf on Environment Science below. West Bengal Board of Primary Education Primary Teacher Eligibility Test Important question paper on Environment Science is helpful for those who appear for the written examination.

Important Question Papers on Environment Science

1. কোন্ কয়লার মধ্যে 90% – 95% কার্বন থাকে? –
(i) লিগনাইট
(ii) পিট
(iii) বিটুমিনাস
(iv) অ্যানথ্রাসাইট

2. মার্শ গ্যাসের মুখ্য উপাদান হল –
(i) বিউটেন
(ii) অ্যামোনিয়া
(iii) কার্বন ডাইঅক্সাইড
(iv) মিথেন

3. ভারতের কচ্ছ উপকূলে, ক্যাম্বে উপসাগরে এবং সুন্দরবনে সম্ভাবনা আছে –
(i) কোটাল শক্তি উৎপাদনের
(ii) বায়ুশক্তি উৎপাদনের
(iii) ভূ-তাপ শক্তি উৎপাদনের
(iv) কোনোটিই নয়

4. ফোটোভোল্টেইক কোশে ব্যবহৃত ধাতু হল –
(i) অ্যালুমিনিয়াম
(ii) সিলিকন
(iii) সোডিয়াম
(iv) তামা

5. সাধারণত একজন মানুষ কাজের জন্য প্রতিদিন কত শক্তি ব্যয় করে? –
(i) 1000 ক্যালোরি
(ii) 1500 ক্যালোরি
(iii) 2000 ক্যালোরি
(iv) 2500 ক্যালোরি

6. সালোকসংশ্লেষে সৌরশক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হয়? –
(i) রাসায়নিক
(ii) যান্ত্রিক
(iii) বিদ্যুৎ
(iv) শব্দ

7. সবচেয়ে বেশি পরিবেশ বান্ধব বিদ্যুৎ হল –
(i) পারমাণবিক বিদ্যুৎ
(ii) তাপবিদ্যুৎ
(iii) সৌরবিদ্যুৎ
(iv) জলবিদ্যুৎ

8. জার্মানিতে 1 টন সিমেন্ট উৎপাদনে শক্তি ব্যবহৃত হয় –
(i) 95 লক্ষ কিলোক্যালোরি
(ii) 20 লক্ষ কিলোক্যালোরি
(iii) ৪ লক্ষ 20 হাজার কিলোক্যালোরি
(iv) 9 লক্ষ 20 হাজার কিলোক্যালোরি

9. একজন মানুষ সারাদিনে শ্বাসগ্রহণ করে-
(i) 40,000 বার
(ii) 32,000 বার
(iii) 22,000 বার
(iv) 50,000 বার

10. পরিবেশ গঠিত হয় –
(i) কেবলমাত্র জৈব উপাদান দ্বারা
(ii) কেবলমাত্র অজৈব উপাদান দ্বারা
(iii) তার এবং তারের উপাদান দ্বারা
(iv) এদের কোনোটিই নয়

11. নিম্নলিখিতগুলির মধ্যে কোন্‌টি অম্লবৃষ্টির সঙ্গে যুক্ত নয়?
(i) কার্বন মনোক্সাইড
(ii) সালফার ডাইঅক্সাইড
(iii) নাইট্রোজেনের অক্সাইডসমূহ
(iv) কার্বন ডাইঅক্সাইড

12. প্রদত্ত কোন্‌টিকে ‘সর্বজনীন দ্রাবক’ বলা হয়? –
(i) জল
(ii) ফেনল
(iii) পেট্রোলিয়াম
(iv) অক্সিজেন

13. ‘পরিবেশের ফুসফুস’ বলা হয় –
(i) জলকে
(ii) অরন্যকে
(iii) বায়ুকে
(iv) মাটিকে

14. ব্রাজিলে অরণ্য বিলুপ্ত হওয়ার প্রধান কারণ-
(i) চাষবাস
(ii) পশুচারণ
(iii) শিল্প
(iv) দাবানল

15. কোন্ সাল থেকে AIDS বিশ্বব্যাপী ত্রাসের সৃষ্টি করেছে। –
(i) 1975
(ii) 1990
(iii) 1981
(iv) 2001

16. ‘ইন্টারন্যাশনাল মেইজ অ্যান্ড হুইট ইমপ্রুভমেন্ট সেন্টার’ কোথায় অবস্থিত? –
(i) ইংল্যান্ড
(ii) অস্ট্রেলিয়া
(iii) ইরান
(iv) মেক্সিকো

17. ফ্লাই অ্যাশ-এর প্রধান উৎস কী? –
(i) জলবিদ্যুৎ কেন্দ্ৰ
(ii) যানবাহন
(iii) তাপবিদ্যুৎ কেন্দ্র
(iv) পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

18. কম তাপে জৈবপদার্থের দহনে কোন্ গ্যাস উৎপন্ন হয়?
(i) মিথেন
(ii) বিউটেন
(iii) অ্যামোনিয়া
(iv) কার্বন ডাইঅক্সাইড

19. বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) জন্ম হয় যে সালে তা হল –
(i) 1948
(ii) 1967
(iii) 1979
(iv) 1995

20. ক্যাডমিয়াম দ্বারা সৃষ্ট রোগের নাম –
(i) সিলিকোসিস
(ii) ব্ল্যাকফুট ডিজিজ
(iii) ইটাই-ইটাই
(iv) ক্যানসার

Mock Test Latest Question
Suggestion Important Papers
New Pattern Sample Papers
Previous Papers Model Question

21. বর্জ্য ধোঁয়া থেকে কণাঙ্গতীয় বায়ুদূষণের অপসারণের জন্য ব্যবহার করা হয়
(i) ক্যাটালাইটিক কনভার্টার
(ii) সাইক্লোন সেপারেটার
(iii) উল্লিখিত দুটিই
(iv) কোনোটিই নয়

22. প্রদত্ত কোন্‌টি আর্সেনিক সহ-শীল? –
(i) শিম
(ii) আলু
(iii) বার্লি
(iv) সয়াবিন

23. যানবাহনের ধোঁয়ায় প্রাপ্ত ক্ষতিকারক ধাতুজাতীয় পদার্থটি হল –
(i) সিসা
(ii) টিন
(iii) ক্যাডমিয়াম
(iv) পারদ

24. দক্ষিণ-পশ্চিম অস্ট্রেলিয়ায় অস্বাভাবিক লবণাক্ততা বৃদ্ধি পাওয়ার কারণ হল –
(i) অত্যধিক জলসেচ
(ii) সমস্ত ইউক্যালিপটাস বন কেটে ফেল
(iii) রাসায়নিক সারের অত্যাধিক ব্যবহার
(iv) সবকটিই ঠিক।

25. কয়লার একটি উপজাত
(i) প্যারাফিন
(ii) গ্যাসোলিন
(iii) ন্যাপথলিন
(iv) ন্যাপথা

26. গাড়ির ওজোন শতকরা 15 ভাগ হ্রাস করা সম্ভব যদি গাড়ি নির্মাণে ব্যবহৃত হয় –
(i) অ্যালুমিনিয়াম
(ii) ইস্পাত
(iii) পিতল
(iv) তামা

27. যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হওয়ার একটি উদাহরণ হল –
(i) ব্যাটারি
(ii) টেলিভিশন
(iii) ডায়নামো
(iv) এদের কোনোটিই নয়

28. জীবাশ্ম জ্বালানিগুলি হল –
(i) পুনর্নবীকরণযোগ্য
(ii) পুনর্নবীকরণ অযোগ্য
(iii) প্রবহমান
(iv) অফুরন্ত

29. জৈব গ্যাস উৎপাদন পদ্ধতিতে প্রাণীজ ও কুষিজ বর্জ্যের কত শতাংশ কার্বন ডাইঅক্সাইড গ্যাসে রূপান্তরিত হয়? –
(i) 40%
(ii) 50%
(iii) 70%
(iv) 10%

30. বিশ্বের বাণিজ্যিক শক্তির উৎস হিসেবে তেলের ব্যবহার শতকরা –
(i) 7 ভাগ
(ii) 20 ভাগ
(iii) 39 ভাগ
(iv) 95 ভাগ