WBTET Primary Environment Science Mock Test

Looking for WBTET Primary Environment Science Mock Test? As West Bengal Board of Primary Education is going to conduct the Assessment Test for the applicants of WBTET, Environment Science Mock Test help the candidates. Download just by clicking on the West Bengal Board of Primary Education Environment Science Suggestion Papers with Answers Pdf links. West Bengal Board of Primary Education Suggestion Exam Paper for TET gives candidates an overview of the assessment test.

WBTET Primary Environment Science Mock Test
West Bengal Board of Primary Education TET exam Environment Science Mock Test direct download links are given in this section. Hence, download the West Bengal Board of Primary Education TET Suggestion Paper pdf on Environment Science below. West Bengal Board of Primary Education Primary Teacher Eligibility Test Suggestion question paper on Environment Science is helpful for those who appear for the written examination.

Mock Test on Environment Science

1. ফ্লাই অ্যাশের উৎস হল –
(i) তাপবিদ্যুৎ কেন্দ্র
(ii) জলবিদ্যুৎ কেন্দ্র
(iii) কৃষিজমি
(iv) সবকটিই ঠিক

2. প্রথম আদিম মানুষের বিজ্ঞানসম্মত নাম কী? –
(i) Homo sapiens
(ii) Homo habilis
(iii) Homo erectus
(iv) কোনোটিই নয়

3. গঙ্গা নদীতে প্রতিদিন কত লিটার বর্জ্য ফেলা হয়?
(i) 20 লক্ষ
(ii) 100 কোটি
(iii) 50 কোটি
(iv) 500 কোটি

4. পৃথিবীর মোট জলের কত শতাংশ মানুষের পক্ষে অলভা? –
(i) 1%
(ii) 50%
(iii) 99%
(iv) 75%

5. সুস্বাস্থ্যকর জনসংখ্যা বলতে বোঝায়
(i) অধিক পুরুষ সংখ্যা
(ii) অধিক নারী সংখ্যা
(iii) প্রায় সমান অনুপাতে পুরুষ এবং নারীসংখ্যা
(iv) কোনোটিই নয়

6. ভারতবর্ষের অর্থনৈতিক অবনতি এবং পরিবেশ দূষণের মূল কারণ হল-
(i) শিক্ষার অভাব
(ii) জনবিস্ফোরণ
(iii) সচেতনতার অভাব
(iv) সংস্কৃতির অভাব

7. 2025 সালে পৃথিবীর রাস্তায় কত সংখ্যক মোটরযান চলাচল করবে? –
(i) 90 কোটির বেশি
(ii) 100 কোটির বেশি
(iii) 10 কোটির বেশি
(iv) 7 কোটির বেশি

8. নন-বায়োডিগ্রেডেবল দূষক হল –
(i) পাতা
(ii) DDT
(iii) গোবর
(iv) কাগজ

9. উন্নয়ন বলতে বোঝায়
(i) মানুষের সার্বিক উন্নতি
(ii) মানুষের অর্থনৈতিক উন্নতি
(iii) মানুষের সাংস্কৃতিক উন্নতি
(iv) এদের কোনোটিই নয়

10. ওজোন ছিদ্রের মান যে এককে প্রকাশ করা হয় সেটি হল –
(i) গিবসন
(ii) ডবসন
(iii) ন্যালসন
(iv) হ্যানসন

11. দেশের সামগ্রিক উন্নতি হতে থাকলে পাঁচ বছর পর্যন্ত শিশুদের মৃত্যু হার –
(i) অপরিবর্তিত থাকবে
(ii) কমতে থাকবে
(iii) বাড়তে থাকবে
(iv) বাড়লেও কমে যাবে

12. ভারতে মানবাধিকার রক্ষার আইন পাশ হয় –
(i) 1948 খ্রিস্টাব্দে
(ii) 1950 খ্রিস্টাব্দে
(iii) 1998 খ্রিস্টাব্দে
(iv) 2006 খ্রিস্টাব্দে

13. কোন্‌টি গৌণ বায়ুদূষক নয়? –
(i) PAN
(ii) ওজোন
(iii) CO2
(iv) হাইড্রোজেন পারক্সাইড

14. মেলানোসিস রোগটির উৎপত্তির কারণ –
(i) আর্সেনিক দূষণ
(ii) ওরাইড দূষণ
(iii) অ্যালুমিনিয়াম দূষণ
(iv) ক্যাডমিয়াম দূষণ

15. প্রশম পানীয় জলের pH কত? –
(i) 5
(ii) 7
(iii) 9
(iv) 31

16. প্রদত্ত কোন্‌টি জলবাহিত রোগের উদাহরণ নয়? –
(i) টাইফয়েড
(ii) কলেরা
(iii) ব্যাসিলারি ডিসেনট্রি
(iv) ব্রংকাইটিস

17. মহাজাগতিক তেজস্ক্রিয় রশ্মি –
(i) ক্যামিক রশ্মি
(ii) UV রশ্মি
(iii) i, ii উভয়ই
(iv) কোনোটিই নয়

18. বিশ্বের মোট উৎপাদিত শক্তির মধ্যে উন্নত দেশগুলি ব্যবহার করে।
(i) 20%-এর বেশি
(ii) 40%-এর বেশি
(iii) 50%-এর বেশি
(iv) 80%-এর বেশি

19. জীবাশ্ম জ্বালানির একটি প্রকৃষ্ট উদাহরণ হল –
(i) কয়লা
(ii) ইউরেনিয়াম
(iii) গোবর
(iv) কাঠ

20. প্রদত্ত কোন্‌টি কাঠ থেকে কয়লায় রূপান্তরের প্রথম ধাপ? –
(i) অ্যানথ্রাসাইট
(ii) পিট
(iii) লিগনাইট
(iv) বিটুমিনাস

Mock Test Latest Question
Suggestion Important Papers
New Pattern Sample Papers
Previous Papers Model Question

21. পারমাণবিক শক্তির প্রধান কাঁচামাল হল –
(i) ইউরেনিয়াম
(ii) রেডিয়াম
(iii) থোরিয়াম
(iv) বেরিলিয়াম

22. NHPC বলতে বোঝায় –
(i) National Hydroelectric Power Corporation
(ii) New Hydroelectric Power Company
(iii) Non Hydro Power Company
(iv) কোনোটিই নয়

23. ভারতে মোট কয়লা সঞ্চয়ের যে পরিমাণ আছে তা আমাদের কয়লা জুগিয়ে যাবে প্রায়-
(i) 100 বছর ধরে
(ii) 300 বছর ধরে
(iii) 500 বছর ধরে
(iv) 250 বছর ধরে

24. ভারতে প্রতিবছর বায়োগ্যাসের উপজাত দ্রব্য হিসেবে জৈব সার উৎপাদনের সম্ভাবনা হল।
(i) 500 লক্ষ টন
(ii) 1000 লক্ষ টন
(iii) 2060 লক্ষ টন
(iv) 3070 লক্ষ টন

25. সাধারণত সমুদ্রের জলের উপরিতল কত উত্তপ্ত হয়? –
(i) 10 – 15°C
(ii) 28-30°C
(iii) 50-100°C
(iv) কোনোটিই নয়

26. সামাজিক পরিবেশের উপাদান হল –
(i) বায়ু
(ii) মানব সংস্কৃতি
(iii) প্রাণীজগৎ
(iv) উদ্ভিদজগৎ

27. ভারতবর্ষের জনস্বাস্থ্য সমস্যার কত শতাংশ জলবাহিত রোগ-এর কারণ? –
(i) 6O
(ii) 70
(iii) 80
(iv) কোনোটিই নয়

28. পৃথিবী থেকে প্রতি বছর ক্রান্তীয় বনাঞ্চল বিলীন হয়ে যাচ্ছে যত পরিমাণ প্রায়, সেটি হল –
(i) 110 লক্ষ হেক্টর
(ii) 155 লক্ষ হেক্টর
(iii) 180 লক্ষ হেক্টর
(iv) 166 লক্ষ হেক্টর

29. 2004-এর তথ্য অনুযায়ী নীচের কোন্ দেশটি মাথাপিছু নিঃসৃত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সর্বাধিক? –
(i) ইরান
(ii) ভারতবর্ষ
(iii) কানাডা
(iv) জাপান

30. বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO (World Health Organisation) স্থাপিত হয়-
(i) 1945 সালে
(ii) 1948 সালে
(iii) 1946 সালে
(iv) 1950 সালে