WBJEEB ANM(R) and GNM Life Science Question Papers for Practice

WBJEEB ANM(R) and GNM Life Science Question Papers – ANM(R) and GNM Previous Year Question Paper pdf direct links are in the table below. Aspirants can download Life Science and start your preparation. Questions papers are as per class 9 and class 10 syllabus of West Bengal Board of Secondary Education.

WBJEEB ANM(R) and GNM Life Science Question Papers

Life Science Paper given below is only for reference purpose. Interested candidates can check the official page for more details. Check the exam pattern for written examination of ANM(R) and GNM in the table below.

Also, download the ANM(R) and GNM previous question paper pdf in the table following. Before referring the Life Science previous year paper goes through the exam pattern which helps in understanding the question paper pattern. WBJEEB ANM(R) and GNM Previous Papers help the applicants during the preparation.

WBJEEB ANM(R) and GNM Life Science Sample Question Papers

1. ন্যাস্টিক চলন সম্পর্কিত নীচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো—
A. উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়
B. অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়
C. উদ্ভিদের মূলে এই চলন দেখা যায়
D. উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়

2. দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশ হল—
A. থ্যালামাস
B. সেরিবেলাম
C. হাইপোথ্যালামাস
D. পনস

3. নীচের বাক্যগুলি পড় এবং যে বাক্যটি সঠিক নয় সেটিকে চিহ্নিত করো।
A. ACTH-এর কম ক্ষরণে কুশিং রোগ হয়
B. অ্যাড্রিনালিন হল আপৎকালীন হরমোন
C. FSH স্ত্রী দেহে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সাহায্য করে
D. LTH দুগ্ধ নিঃসরণে সাহায্য করে

4. কোন্ জোড়টি সঠিক?
A. সাইটোকাইনিন—পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি
B. থাইরক্সিন – লোহিত রক্তকণিকার ক্রমপরিণতি
C. অক্সিন—পত্রমোচন বিলম্বিত করা
D. অ্যাড্রিনালিন—কিটোন বডি সৃষ্টিতে বাধা দেয়

5. নিম্নলিখিত কোন অংশটি প্রতিবর্ত পথের অংশ নয়?
A. রিসেপটর
B. স্নায়ুকেন্দ্র
C. করোটীয় স্নায়ু
D. ইফেক্টর

6. তুমি একটি কোশ বিভাজনের সময় দেখলে নিউক্লিয়াসের দু-বার বিভাজন ঘটল। এই ধরনের কোশ বিভাজনকে বলা
A. মিয়োসিস
B. মাইটোসিস
C. অ্যামাইটোসিস
D. অপুংজনি

7. অ্যাডেনিন ও থাইমিনের মধ্যে হাইড্রোজেন বন্ধনীর সংখ্যা হল-
A. 2টি
B. 3টি
C. 4টি
D. 1টি

8. DNA সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উৎসেচক কোশচক্রের যে দশায় সংশ্লেষ ঘটে তা নির্ধারণ করে লেখো।
A. G দশা
B. G2 দশা
C. G০ দশা
D. S দশা

9. মানুষের স্ত্রী গ্যামেটের ক্রোমোজোম বিন্যাস নির্ণয় করে লেখো।
A. 22A + XX
B. 22A + X
C. 22A + Y
D. 44A + XX

10. ডারউইনের মতবাদের সাপেক্ষে নিম্নলিখিত কোন্ বক্তব্যটি সঠিক নয়?
A. নতুন বৈশিষ্ট্যযুক্ত প্রকরণগুলি পরবর্তী প্রজন্মে প্রবাহিত হয়।
B. অনুকূল প্রকরণযুক্ত জীবেরা প্রকৃতির দ্বারা নির্বাচিত নয়
C. মিউটেশন বা পরিব্যক্তির ফলে নতুন প্রজাতির উৎপত্তি ঘটে
D. জীবের অন্যতম বৈশিষ্ট্য হল অত্যধিক হারে বংশবৃদ্ধি

ANM and GNM MCQ Question in Bengali

11. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি নিষ্ক্রিয় অঙ্গা নয়?
A. আদার শল্ক পত্র
B. উটপাখির ডানা
C. মানুষের কক্সিস
D. গিনিপিগের ভার্মিফর্ম অ্যাপেনডিক্স

12. লবণাক্ত ভূমিতে বেঁচে থাকার জন্য সুন্দরী গাছের নিম্নলিখিত কোন্ প্রকার শারীরবৃত্তীয় অভিযোযোজন ঘটে ?
A. মূল মাটির বহু গভীরে প্রবেশ করে
B. পাতা পুরু কিউটিকল যুক্ত হয়
C. কাণ্ডের সংবহন কলা সুগঠিত নয়
D. পাতায় পত্ররন্দ্রের সংখ্যা খুব বেশি হয়

13. ক্রোমোজোমের ওপর যে স্থানে কোনো জিন অবস্থান করে, তাকে বলে-
A. অ্যালিল
B. ফ্যাক্টর
C. জিন
D. লোকাস

14. প্রচ্ছন্ন অটোজোমাল রোগটি হল—
A. হিমোফিলিয়া
B. থ্যালাসেমিয়া
C. বর্ণান্ধতা
D. সবগুলি

15. ভেনাস হৃৎপিণ্ড দেখা যায়-
A. সরীসৃপ
B. উভচর
C. পক্ষী
D. মাছ

16. সমসংথ অঙ্গা গঠিত হয় কী কারণে?
A. অপসারী অভিব্যক্তির কারণে
B. অভিসারী অভিব্যক্তির কারণে
C. অপসারী ও অভিসারী উভয়ের কারণে
D. কোনোটিই ঠিক নয়

17. বিভিন্ন জীবপ্রজাতিতে প্রাপ্ত সমসংস্থ অঙ্গ নীচের কোন্ বিবর্তনটিকে সমর্থন করে?
A. অভিসারী
B. অপসারী
C. সমান্তরাল
D. কোনোটিই নয়

18. বহুবিভাজন পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে
A. স্পাইরোগাইরা
B. স্পঞ্জ
C. হাইড্রা
D. প্লাজমোডিয়াম

19. উটের RBC-এর কোন্ আকৃতিটি জল-নিরুদন হ্রাস করার ক্ষেত্রে প্রযোজ্য?
A. ডিম্বাকার
B. গোলকাকার
C. মাকু-আকৃতির
D. ডাম্বেল আকৃতির

20. একটি সংকর কালো (Bb) গিনিপিগের সঙ্গে একটি সাদা (bb) গিনিপিগের ক্রস করা হলে, প্রাপ্ত ফলাফল হবে-
A. 100% কালো
B. 50% কালো ও 50% সাদা
C. 75% কালো এবং 25% সাদা
D. 25% কালো এবং 75% সাদা

21. নীচের কোনটি মটরগাছের ক্ষেত্রে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নয়?
A. কুঞ্চিত
B. ফুলের অবস্থান শীর্ষ
C. বীজের বর্ণ—সবুজ
D. ফুলের অবস্থানকাক্ষিক

22. গোলাপ গাছে যে প্রকার কলম তৈরি করা হয় তা হল-
A. শাখা কলম
B. দাবা কলম
C. গুটি কলম
D. জোড়া কলম

23. এগ অ্যাপারেটাস গঠিত হয় —
A. ডিম্বাণু নিয়ে
B. ডিম্বাণু ও নির্ণীত নিউক্লিয়াস নিয়ে
C. ডিম্বাণু ও সহকারী কোশ নিয়ে
D. ডিম্বাণু ও প্রতিপাদ কোশ নিয়ে

24. বৃদ্ধির দ্বিতীয় দশাটি হল-
A. কোশ বিভাজন
B. কোশীয় বিভেদন
C. কোশের আকার বৃদ্ধিকরণ
D. বিলম্বদশা

25. হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যাসন্তানের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা
A. 100%
B. 75%
C. 50%
D. 09%

26. মানুষের যুক্ত কানের লতি হল –
A. প্রকট বৈশিষ্ট্য
B. প্রচ্ছন্ন বৈশিষ্ট্য
C. লিঙ্গা সংযোজিত বৈশিষ্ট্য
D. কোনোটিই নয়

27. ইয়োহিপ্পাসের অগ্র ও পশ্চাৎ পদে আঙুলের সংখ্যা যথাক্রমে-
A. তিনটি ও চারটি
B. চারটি ও তিনটি
C. চারটি ও পাঁচটি
D. পাঁচটি ও চারটি

28. মাছ ও উভচরের সংযোগরক্ষাকারী প্রাণীটি হল—
A. স্যেমুরিয়া
B. পেরিপেটাস
C. স্ফেনোড়ন
D. ডিপনই

29. উদ্ভিদের কোন্ অংশটিতে প্রতিকূল আলোকবর্তী চলন দেখা যায় ?
A. কাণ্ডে
B. পাতায়
C. শাখায়
D. মূলে

30. কোশবিভাজনের কোন্ দশায় ক্রোমোজোম সংখ্যার গণনা সম্ভব হয়?
A. প্রফেজ
B. অ্যানাফেজ
C. মেটাফেজ
D. টেলোফেজ

31. দীর্ঘ সুপ্তদশায় থাকা, এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে তুমি নিম্নোক্ত কোন্ পদ্ধতির সাহায্য নেবে?
A. যৌন জনন
B. খণ্ডীভবন
C. পুনরুৎপাদন
D. মাইক্রোপ্রোপাগেশন

32. যদি একটি সংকর লম্বা (Tt) মটর গাছের সঙ্গে খর্ব (t) মটরগাছের সংকরায়ণ ঘটানো হয়, তবে কত শতাংশ উদ্ভিদ লম্বা বৈশিষ্ট্যযুক্ত হবে?
A. 100%
B. 50%
C. 25%
D. 75%

33. পুরুষের কানের লতিতে লোমের আবির্ভাব যে-ক্রোমোজোম দ্বারা বাহিত হয়, তা হল-
A. X ক্রোমোজোম
B. Y ক্রোমোজোম
C. অটোজোম
D. (A) এবং (C) উভয়ই

34. মা বর্ণান্ধ এবং বাবা স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হলে তাদের কন্যাসন্তানদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটা?
A. 100%
B. 25%
C. 50%
D. 0%

35. মাইটোসিস কোশবিভাজনের কোন্ দশায় বেম গঠিত হয়?
A. প্রফেজ
B. মেটাফেজ
C. অ্যানাফেজ
D. কোনোটিই নয়

36. ক্রোমোজোমের যে-স্থানে জিন অবস্থান করে, তাকে বলে –
A. টেলোফেজ
B. লোকাস
C. ফ্যাক্টর
D. অ্যালিল

37. লিঙ্গনির্ধারণে পিতা ও মাতার মধ্যে কার ভূমিকা গুরুত্বপূর্ণ?
A. মাতার ভূমিকা
B. পিতার ভূমিকা
C. পিতার ভূমিকা 50% ও মাতার ভূমিকা 50%
D. মাতার ভূমিকা 75% ও পিতার ভূমিকা 25%

38. হিমোফিলিয়া A একটি X ক্রোমোজোমবাহিত বংশগত রোগ, এই রোগটি কত নম্বর রক্ততঞনকারী ফ্যাক্টরের অভাবে ঘটে থাকে?
A. ফ্যাক্টর-I
B. ফ্যাক্টর-III
C. ফ্যাক্টর-IX
D. ফ্যাক্টর-VIII

39. ‘যোগ্যতমের উদ্বর্তন’ কথাটির প্রবর্তক হলেন–
A. মেন্ডেল
B. ল্যামার্ক
C. ডারউইন
D. হুগো দ্য ড্রিস

40. উটের RBC-এর বৈশিষ্ট্য হল—
A. গোলাকার নিউক্লিয়াসবিহীন
B. গোলাকার নিউক্লিয়াসযুক্ত
C. ডিম্বাকার নিউক্লিয়াসবিহীন
D. ডিম্বাকার নিউক্লিয়াসযুক্ত

41. নিম্নলিখিত যেসব বৈশিষ্ট্য জলদূষণের সঙ্গে সম্পর্কিত নয়—
A. ইউট্রফিকেশন, অ্যালগাম বুম, BOD বৃদ্ধি
B. কলেরা, টাইফয়েড, পোলিয়ো
C. ব্রংকাইটিস, অ্যাজমা, ফুসফুসের ক্যানসার
D. আমাশয়, হেপাটাইটিস-A, ডায়ারিয়া

42. জিন ব্যাংক হল
A. এক্সট্রি সংরক্ষণ
B. ইনসিটু সংরক্ষণ
C. বায়োস্ফিয়ার রিজার্ভ
D. অভয়ারণ্য

43. জীবের নির্দিষ্ট একটি বৈশিষ্ট্যের জন্য দায়ী অ্যালিল একই ধরনের হলে, তাকে বলা হয়-
A. হোমোজাইগাস
B. হেটেরোজাইগাস
C. হেমিজাইগাস
D. হোমোগ্যামেটিক

44. একসংকর জননের পরীক্ষায় অসম্পূর্ণ প্রকটতা হলে F-তে ফিনোটাইপ অনুপাত হওয়া উচিত
A. 2:1:1
B. 1:2:1
C. 1:12
D. 3:1

45. নিষ্ক্রিয় অঙ্গ নয়-
A. মানুষের ভারমিফর্ম অ্যাপেনডিক্স
B. মানুষের কানের পেশি
C. মানুষের হাতের কনিষ্ঠা অঙ্গুলি
D. মানুষের উদরের খণ্ডিত পেশি

46. অরণ্য রক্ষা ও সংরক্ষণের সর্বোচ্চ পুরস্কারটি হল-
A. সুন্দরলাল বহুগুণা পুরস্কার
B. বুকার পুরস্কার
C. অরণ্য বাঁচাও পুরস্কার
D. জে পল গেট্টি পুরস্কার

47. চাষের জমির প্রাকৃতিক উর্বরতা বাড়ানোর জন্য প্রয়োজন
A. ধান চাষ
B. গম চাষ
C. বরবটি চাষ
D. তৈলবীজ চাষ

48. যে-রাসায়নিক সারটি জলে অধিক পরিমাণে সঞ্চিত হলে ইউট্রফিকেশন হয়, সেটি হল-
A. অ্যামোনিয়াঘটিত সার
B. ফসফেটঘটিত সার
C. পটাশিয়ামঘটিত সার
D. ম্যাগনেশিয়ামঘটিত সার

49. ভিটামিন সির রাসায়নিক নাম হল-
A. নিয়াসিন
B. থিয়ামিন
C. অ্যাসকরবিক অ্যাসিড
D. কুইনোন

50. পরিফেরা পর্বের একটি প্রাণী হল—
A. হাইড্রা
B. জেলিফিশ
C. ইউগ্নিনা
D. স্পঞ্জ

51. একটি মাইক্রো উপাদান হল-
A. মলিবডিনাম
B. ফসফরাস
C. পটাশিয়াম
D. অক্সিজেন

52. দ্বিপদ নামকরণ-এর প্রবক্তা হলেন-
A. এডলার
B. অ্যারিস্টটল
C. লিনিয়াস
D. প্রিনি

53. একটি তীব্র অ্যাসিড হল—
A. HCl
B. H2SO4
C. HNO3
D. সবকটি

54. DNA-র একটি N যুক্ত পিউরিন বেস হল—
A. অ্যাডেনিন
B. থাইমিন
C. সাইটোসিন
D. ইউরাসিল

55. উদ্ভিদজগতে দুটি বীজপত্র দেখা যায়—
A. শৈবালে
B. ছত্রাক-এ
C. ব্যক্তবীজীতে
D. গুপ্তবীজীতে

56. “সমুদ্র শসা”-কোন্ পর্বের অন্তর্ভুক্ত?
A. কণ্ঠকত্বকী
B. কর্ডাটা
C. সন্ধিপদ
D. অঙ্গুরীমাল

57. “ট্যাক্সোনমি” শব্দটি প্রথম প্রবর্তন করেন।
A. জন রে
B. লিনিয়াস
C. ক্যানডোল
D. থিওফ্রাসটাস

58. কোশের প্রোটোপ্লাজমের 60-90% গঠনকারী অংশটি হল-
A. প্রোটিন
B. জল
C. খনিজ মৌল
D. কার্বোহাইড্রেট

59. বাম্পমোচন বেশি হয়—
A. গ্রীষ্মকালে
B. শীতকালে
C. বর্ষাকালে
D. শরৎকালে

60. অতিরিক্ত শ্বাসযন্ত্রযুক্ত একটি মাছ
A. কই মাছ
B. রুই মাছ
C. সিলভার কার্প
D. আমেরিকান রুই

61. কোন্ প্রাণীর রক্ত শ্বাসরঞ্জকবিহীন?
A. বাদুড়
B. সাপ
C. রুই মাছ
D. প্রজাপতি

62. সিস্টেম ন্যাচুরি গ্রন্থটির রচয়িতা হলেন—
A. থিওফ্রাসটাস
B. অ্যারিস্টটল
C. লিনিয়াস
D. জন রে

63. যে পর্বের প্রাণীতে অস্টিয়া ও অসকিউলাম দেখা যায়—
A. পরিফেরা
B. নিডারিয়া
C. ম্যালেরিয়া
D. অ্যানিলিডা

64. যে অঙ্গে রেটিকিউলো-এন্ডোথেলিয়াল কোশ উপস্থিত
A. অগ্ন্যাশয়
B. প্লিহা
C. বৃক্ক
D. মস্তিষ্ক

65. β ক্যারোটিন কোন্ ভিটামিনের প্রোভিটামিন?
A. Vit D
B. Vit E
C. Vit C
D. Vit A

66. প্রোটিনের গঠনগত একক হল—
A. মনোস্যাকারাইড
B. অ্যামিনো অ্যাসিড
C. গ্লিসারল
D. নিউক্লিক অ্যাসিড

67. প্রোটিনয়েডের ধারণা দেন বিশিষ্ট বিজ্ঞানী
A. পাউলিং
B. ফকু
C. মিলার
D. হ্যালডেন

68. উদ্ভিদের কোশপ্রাচীরে অবস্থিত শর্করাটি হল—
A. স্টার্চ
B. গ্লাইকোজেন
C. সেলুলোজ
D. কিটোন

69. সজীব বস্তু ও পরিবেশের আন্তক্রিয়ার বহিঃপ্রকাশকে বলে-
A. কোশ
B. কলা
C. অঙ্গ
D. জীবন

70. মানবদেহের প্রধান শক্তি সঞ্চয়কারী জীবজ অণু বা জৈব অণুতি হল-
A. খনিজ
B. কার্বোহাইড্রেট
C. প্রোটিন
D. ভিটামিন

71. ব্যাকটেরিয়ার কোশপ্রাচীর গঠিত হয় যা দিয়ে, তা হল—
A. সেলুলোজ
B. পেপটাইডোগ্লাইকেন
C. প্রোটিন
D. কাইটিন

72. কোশের পিনোসাইটোসিসে সাহায্য করে
A. কোশপ্রাচীর
B. মাইটোকনড্রিয়া
C. কোশপর্দা
D. নিউক্লিয়াস

73. DNAর গুয়ানিনের পরিপূরক ক্ষারটি হল—
A. অ্যাডেনিন
B. থাইমিন
C. সাইটোসিন
D. ইউরাসিল

74. রক্ততনের ব্যাঘাত ঘটে কোন্ ভিটামিনের অভাবে?
A. Vit-D
B. Vit-K
C. Vit-C
D. Vit-E

75. RNA-তে অবস্থিত পেন্টোজ শর্করাটি হল—
A. রাইবোজ
B. ডিঅক্সিরাইবোজ
C. সেলুলোজ
D. গ্লুকোজ

76. কোন্ জীবটি প্রোটিস্টা রাজ্যভুক্ত নয়?
A. ইডয়িনা
B. ক্রাইসামিবা
C. সাইন
D. প্লাসমোডিয়াম

77. পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি বর্গ নিয়ে গঠিত হয়?
A. বর্ণ
B. শ্রেণি
C. গণ
D. গোত্র

78. ল্যাসোকোশ দেখা যায় যে পর্বে, তার নাম
A. পরিফেরা
B. নিডারিয়া
C. টিনোফোরা
D. অ্যানিলিডা

79. পলিপেপটাইড গঠন করে—
A. প্রোটিন
B. কার্বোহাইড্রেট
C. ভিটামিন
D. ফ্যাট

80. জল সংবহনতন্ত্র দেখা যায়, যে পর্বের প্রাণীদের, তা হল-
A. হেমিকর্ডাটা
B. একাইনোডার্মাটা
C. মোলাস্কা
D. অ্যাগনাথা

81. তপ্ত লঘু সুপের বৃহৎ জৈব অণু দ্বারা যে কলয়েড বিন্দু গঠিত হয়, তাকে বলে—
A. কোয়াসারভেট
B. মাইক্রোস্ফিয়ার
C. প্রোটোবায়োন্ট
D. প্রোটোভাইরাস

82. জীব জড়ের থেকে কোন্ বিষয়ে আলাদা?
A. প্রজনন
B. বিপাক
C. উত্তেজনায় সাড়া দেওয়া
D. সবগুলি

83. কোয়াসারভেট’ শব্দটি কোন্ বিজ্ঞানী প্রথম ব্যবহার করেন?
A. ফক্স
B. হ্যালডেন
C. ওপারিন
D. মিলার

84. একটি প্রোটিনভঙ্গক উৎসেচক হল—
A. অ্যামাইলেজ
B. লাইপেজ
C. ট্রিপসিন
D. সুক্রোজ

85. নীচের কোটি প্রোটিন পরিপাকে সহায়তা করে—
A. অ্যামাইলেজ
B. পেপসিন
C. লাইপেজ
D. কোনোটিই নয়

86. ক্রোমোজোমের আম্লিক প্রোটিনে নিম্নলিখিতগুলির কোন অ্যামিনো অ্যাসিড থাকে তা বেছে নিয়ে লেখো।
A. ট্রিপটোফ্যান
B. ভ্যালিন
C. লাইসিন
D. লিউসিন

87. ডেল্টয়েড পেশিটি নীচের কোন্ ধরনের পেশি তা নির্ধারণ করে লেখো।
A. এক্সটেন্সর
B. অ্যাবডাক্টর
C. ফ্লেক্সর
D. রোটেটর

88. বীজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্যকারী হরমোনের উদাহরণটি বেছে নিয়ে লেখো।
A. অক্সিন
B. GA3
C. সাইটোকাইনিন
D. অ্যাড্রিনালিন

89. লজ্জাবতীর পাতাকে স্পর্শ করলে পত্রগুলি নুয়ে পড়ে। এটি যে চলনের উদাহরণ সেটি হল-
A. থার্মোন্যাস্টি
B. সিসমেন্যাস্টি
C. ফোটোন্যাস্টি
D. কেমোন্যাস্টি

90. মানুষের দ্বিতীয় করোটিক স্নায়ু হল-
A. কেমোন্যাস্টি
B. অডিটরি
C. অলফ্যাক্টরি
D. অপটিক

91. মানবদেহে ইনসুলিন ক্ষরণকারী কোশ হল—
A. ট্রলিয়ার
B. আলফা
C. ডেল্টা
D. বিটা

92. ফ্লাজেলার সাহায্যে গমন সম্পন্ন করে—
A. ইউর্গিনা
B. অ্যামিবা
C. প্যারামেসিয়াম
D. স্টারফিশ

93. মাইটোসিসের অপত্য ক্রোমোজোম সৃষ্টিকারী দশা হল—
A. প্রফেজ
B. মেটাফেজ
C. অ্যানাফেজ
D. টেলোফেজ

94. মানুষের ক্ষেত্রে কোটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য?
A. 44A + YY
B. 44A + XYY
C. 44A + XY
D. 44A + XXY

95. নিম্নলিখিত কোন্ বক্তব্যটি সঠিক নয়?
A. কিছু কিছু ক্ষেত্রে অযৌন জনন অ্যামাইটোসিস নির্ভর
B. যৌন জননে অপত্য জীবের মধ্যে প্রকরণ সৃষ্টি হয় না
C. অযৌন জননে জনিতৃ জীবের সংখ্যা একটি
D. যৌন জননে গ্যামেট উৎপাদন প্রক্রিয়াটি মিয়োসিস নির্ভর

96. নিম্নলিখিত কোটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য নয়?
A. এটি কেবলমাত্র একলিঙ্গ ফুলের ঘটে
B. এখানে বাহকের প্রয়োজনীয়তা একেবারেই নেই।
C. কোনো ক্ষেত্রে পুরুষ ফুল আগে আবার কখনও স্ত্রী ফুল আগে পরিণত হয়।
D. অপত্য উদ্ভিদের প্রকরণ সৃষ্টি হয়।

97. মানব বিকাশের কোন দশায় যৌন হরমোমোনের প্রভাবে যৌন চেতনার উন্মেষ ঘটে?
A. বার্ধক্য দশায়
B. শৈশব দশায়
C. বয়ঃসন্ধি দশায়
D. পরিণত দশায়

98. কোনো উদ্ভিদের জিনোটাইপ হল Aabb। এদের কত প্রকার গ্যামেট উৎপাদন সম্ভব?
A. 2 প্রকার
B. 1 প্রকার
C. 4 প্রকার
D. 3 প্রকার

99. মটর গাছের লম্বা বৈশিষ্ট্য (T) বেঁটে বৈশিষ্ট্য-এর (t) ওপর প্রকট ও মসৃণ বীজ (R) কুক্ষিত বীজ (r)-এর ওপর প্রকট।এক্ষেত্রে প্রদত্ত কোটি লম্বা ও মসৃণ বীজযুক্ত উদ্ভিদের জিনোটাইপকে প্রকাশ করবে?
A. TTRr
B. ttRr
C. ttRR
D. Ttrr

100. মানুষের কোন প্রকার বর্ণান্ধতা অটোজোম দ্বারা নির্ধারিত হয়?
A. সবুজ বর্ণান্ধতা
B. কমলা বর্ণান্ধতা
C. লাল বর্ণান্ধতা
D. নীল বর্ণান্ধতা