JENPAS UG Biology Questions and Answers

JENPAS UG Biology Questions and Answers – Free downloading links of the JENPAS UG Biology Questions and Answers Previous Years Papers are provided here. Click on the enclosed links to get the JENPAS UG Biological Science Old Papers PDF.

JENPAS UG Biology Questions and Answers

Here, we provided the JENPAS UG Biological Science Practice Papers just as a reference for the preparation. Finally, download the JENPAS UG Biological Science Previous Papers and use them as a reference for the scheduled preparation. JENPAS UG Biology Previous Papers are available.

Applicants can download JENPAS UG Old Question Papers. Also, get the Study material, Preparation tips in addition to the JENPAS UG Previous Papers for Biology. On our page, we provide JENPAS UG Biological Science Previous Papers for the sake of aspirants.

Therefore download the JENPAS UG Biological Science Previous Papers and start your preparation. Also, check the JENPAS UG Biology Syllabus and Biology Exam Pattern from the below sections.

Details Syllabus Download
Physics Model Question Get PDF
Chemistry Previous Question Download PDF

JENPAS UG Biology Questions and Answers

1. অক্টোপাসের চক্ষু ও বিড়ালের চক্ষুর বৈশিষ্ট্য আলাদা কিন্তু তারা একই কার্য করে।এটির একটি কারণ হল ।
a. সমবৃত্তি অঙ্গ যাহা কেন্দ্র বিপরীত মুখী বিবর্তনের ফলে
b. সমসংথ অঙ্গ (homologous organs) যাহা কেন্দ্রাভিমুখী বিবর্তনের (convergent evolution) ফলে উদ্ভূত
c. সমসংথ অঙ্গা যা কেন্দ্র বিপরীতমুখী বিবর্তন (divergent evolution) এর ফলে উদ্ভূত
d. সমবৃত্তীয় অঙ্গ (analogous organs) যা কেন্দ্রাভিমুখী বিবর্তনের ফলে উদ্ভূত

2. মানুষের চলনের পরিপ্রেক্ষিতে নীচে উল্লেখিত বর্ণনা থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো।
a. দুইটি পরপর কশেরুকার মধ্যে তন্তুময় সন্ধি (fibrous joint) থাকে
b. বৃদ্ধ মানুষের হ্রাসপ্রাপ্ত প্রোজেস্টেরন এর মাত্রা ভঙ্গর অস্থি (Osteoporosis)-র সৃষ্টি করে।
c. সন্ধিতে ইউরিক অ্যাসিড-এর কেলাস-এর সঞ্চয় প্রদাহ (inflammation) এর সৃষ্টি করে
d. মেরুদণ্ডে 10টি বক্ষ কশেরুকা থাকে

3. ফসফোগ্লিসারাইড তৈরি হয়।
a. একটি স্যাচুরেটেড অথবা একটি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড একটি গ্লিসারল অণুর সঙ্গে এস্টার বন্ধনী দ্বারা যুক্ত হয় যা একটি গ্লিসারল অণুর সঙ্গেও সংযুক্ত থাকে
b. শুধুমাত্র একটি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড একটি গ্লিসারল অণুর।সঙ্গে এস্টার বন্ধনী দ্বারা যুক্ত হয় এবং একটি ফসফেট গ্রুপও সংযুক্ত হয়।
c. শুধুমাত্র একটি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড একটি গ্লিসারল অণুর সঙ্গে এস্টার বন্ধনী দ্বারা যুক্ত হয় এবং একটি ফসফেট গ্রুপও সংযুক্ত হয়।
d. একটি স্যাচুরেটেড অথবা একটি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড একটি গ্লিসারল অণুর সঙ্গে এস্টার বন্ধনী দ্বারা যুক্ত হয় এবং একটি ফসফেট গ্রুপও সংযুক্ত হয়।

4. পরিণ এন্ডোম্পারম থেকে আলাদা, কারণ
a. এটির উৎপত্তি আনুসঙ্গিক নিউক্লিয়াস ও একাধিক শুক্রাণুর মিলনে।
b. এটি একটি হ্যাপ্লয়েড কলা
c. এটিতে কোনো সঞ্চিত খাদা থাকে না।
d. এটি একটি ডিপ্লয়েড কলা

5. একটি অনড় সি অ্যানিমোন (sea anemone) হারমিট কাকড়ার (hermit crab) খোলকের উপর সংলগ থাকে। এই দুইটি প্রাণীর এই সম্পর্ককে বলে।
a. অ্যামেনসালিজম (Amersalism)
b. এক্টোপ্যারাসাইটিজম (Ectoparasitism)
c. সিমবায়োসিস (Symbiosis)
d. কমেনসালিজম (Commensalism)

Old 2012 Biological Science Question Papers

6. মানুষের দেহে কোশের মাধ্যমে অনাক্রম্যতা বাহিত হয়।
a. এরিথ্রোসাইটের মাধ্যমে।
b. T-লিম্ফোসাইটের মাধ্যমে
c. B-লিম্ফোসাইটের মাধ্যমে।
d. থ্রম্বোসাইটের মাধ্যমে

7. নিম্নোক্ত কোটি গভীর সমুদ্রে পাওয়ার সম্ভাবনা?
a. মৃতজীবী ছত্রাক
b. আর্কিব্যাকটেরিয়া
c. ইউব্যাকটেরিয়া।
d. নীলাভ-সবুজ শৈবাল

8. পর্ব আর্থোপোডার অন্তর্গত প্রাণীটি হল
a. উড়ুক্কু ফিস (Flying fish)
b. কাটুল ফিস (Cuttlefish)
c. সিভার ফিস (Silver fish)
d. পাফার ফিস (Puffer fish)

9. স্ত্রী রেণুস্থলী যার সমতুল্য
a. ডিম্বানু
b. ভ্ৰণস্থলী
c. ফুল
d. নিউসেলাস্

10. ক্যোটো (Kyoto) নিয়মাবলিতে যেখানে সম্মতিজ্ঞাপন করা হয়
a. CoP-4
b. CoP-3
c. CoP-5
d. CoP-6

Previous 2013 Question Papers

11. জবা ফুল হল।
a. একপ্রতিসম, উধর্বস্ত্রীস্তবক ও টুইস্টেড পুষ্পপত্রবিন্যাস যুক্ত
b. বহুপ্রতিসম, অধঃস্ত্রীস্তবক ও টুইস্টেড পুষ্পপত্রবিন্যাস যুক্ত
c. বহুপ্রতিসম, উস্ত্রীস্তবক ও প্রান্তস্পর্শী পুষ্পপত্রবিন্যাস যুক্ত
d. একপ্রতিসম, অধঃস্ত্রীস্তবক ও ইমব্রিকেট পুষ্পপত্রবিন্যাস যুক্ত

12. গলগি বস্তু মুখ্যত যে ভূমিকা পালন করে তা হল
a. ট্রানস্লেশন-এর পরবর্তী কালে প্রোটিনের রূপান্তর ও লিপিডের গ্লাইকোসাইড্রেশন প্রক্রিয়া করা
b. আলোক আবদ্ধ করে আর রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে
c. প্রোটিন ও কার্বোহাইড্রেট পাচন করে
d. কোশীয় অঙ্গাণুতে শক্তি প্রেরণ করে

13. আরশোলার অন্তিম নিক্ষের নির্মোচনের পর কোন বহিঃপরিবর্তন লক্ষ করা যায়।
a. ল্যাবিয়াম উৎপন্ন হয়
b. চোয়াল (nandibles) উৎপন্ন হয়
c. পায়ু সারসি (anal cerci) উৎপন্ন হয়।
d. অগ্র ও পশ্চাৎ পাখনা উভয়ই পরিস্ফুরিত হয়।

14. আইসোগ্যামাস অবস্থায় ফ্লাজেলাবিহীন গ্যামেট পাওয়া যায় যাতে
a. ফিউকাস
b. ক্ল্যামাইডোমোনাস
c. স্পাইরোগাইরা
d. ভলভক্স

15. উৎসেচক বিক্রিয়ায় প্রতিস্থাপকের পরিবৃত্তি অবস্থার গঠন হল
a. নিত্য এবং সুস্থিত
b. ক্ষণস্থায়ী কিন্তু সুস্থিত
c. নিত্য কিন্তু অস্থির
d. ক্ষণস্থায়ী এবং অনিত্য

2014 Previous Year Biology Question

16. চরিত্র পূর্ণমিশ্রিত (রিকমবিন্যান্ট) ব্যাকটেরিয়ার উপনিবেশ সাদা রং এর হয় অন্যদিকে অপূর্ণমিশ্রিত (নন-রিমবিন্যান্ট) ব্যাকটেরিয়ার উপনিবেশের রং নীল। এটির কারণ
a. চরিত্র পূর্ণমিশ্রিত ব্যাকটেরিয়ার গ্লাইকোসাইডেজ উৎসেচকে নিষ্ক্রিয়তা
b. অপূর্ণমিশ্রিত ব্যাকটেরিয়া বিটা-গ্যালাকটোসাইডেজ ধারণ করে।
c. অপূর্ণমিশ্রিত ব্যাকটেরিয়ার আলফা গ্যালাকটোসাইডেজ-এর সন্নিবেশ জনিত নিষ্ক্রিয়তা
d. চরিত্র পূর্ণমিশ্রিত ব্যাকটেরিয়ার আলফা গ্যালাকটোসাইডেজ-এর সন্নিবেশ জনিত নিষ্ক্রিয়তা

17. কারার (Chara) সহবাসী উদ্ভিদ এ দেখা যায়
a. উপরথিত ডিম্বকোশ এবং নিম্নোতি পুংধানী
b. পুংধানীবহ ও স্ত্রীধানীবহ একই উদ্ভিদে
c. পুংকেশর এবং গর্ভকেশর একই উদ্ভিদে
d. উপরহিত পুংধানী এবং নিগোস্থিত ডিম্বকোশ।

18. অনুন্মীলন এর সুবিধা হল
a. ভিভিপ্যারি
b. অধিক চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন বংশধরের উদ্ভব
c. অধিক জীবনীশক্তিসম্পন্ন অপত্য
d. পরাগযোগের জন্য নির্দিষ্ট বাহকের প্রয়োজন হয় না।

19. অখিপেশির H-অঞ্চলের উপস্থিতির কারণ
a. A-ব্যান্ডের কেন্দ্রীয় মায়োসিস ফিলামেন্টের প্রসারণ
b. A-ব্যান্ডের কেন্দ্রীয় মায়োফাইব্রিলের অনুপস্থিতি
c. A-ব্যান্ডের মায়োসিন সূত্রে কেন্দ্রীয় ফাক এর উপস্থিতি
d. অ্যাকটিক সূত্রে কেন্দ্রীয় ফাক যা মায়োসিস সূত্রের মাধ্যমে।A-ব্যান্ড-এ প্রসারিত

20. কৃত্রিম শত্রু নিষেকের অর্থ
a. স্বাস্থ্যবান দাতার শুক্র সরাসরি ডিম্বাশয়ে প্রবিষ্টকরণ
b. স্বাস্থ্যবান দাতার শুক্র একটি ডিম্বাণু যুক্ত টেস্টটিউবে স্থানান্তর
c. স্বামীর শুক্র একটি ডিম্বাণু যুক্ত টেস্টটিউবে স্থানান্তর
d. স্বাস্থ্যবান দাতার শুক্র কৃত্রিম উপায়ে যোনিতে প্রবিষ্টকরণ।

Old Biology Question of 2015

21. কোন প্রাণীগুলি একই পর্বের অন্তর্গত?
a. স্পনজ, সি-অ্যানিমোন, স্টার ফিস
b. ম্যালেরিয়া পরজীবী, অ্যামিবা, মাশা।
c. কেঁচো, পিন কৃমি, ফিতা কৃমি
d. চিংড়ি, বিছে (Scorpion), পতঙ্গ (Locitsta)

22. বীজত্বক পাতলা ঝিল্লিযুক্ত নয়
a. ছোলা
b. ভুট্টা
c. নারকেল
d. বাদাম

23. যদি ‘AB’ ব্লাড গ্রুপ সহ দুই জন ব্যক্তি বিবাহ সূত্রে আবদ্ধ হয় এবং অধিক সংখ্যক সন্তান ধারণ করে তবে তাদের সন্তানদের ‘A’ ব্লাড গ্রুপ : AB’ ব্লাড গ্রুপ : ‘B’ ব্লাড গ্রুপকে 1; 2 ; 1 অনুপাতে বিভক্ত করা যায়। আধুনিক প্রোটিন ইলেকট্রোফোরোসিস পদ্ধতিতে ‘AB’ ব্লাড গ্রুপের ব্যক্তির ক্ষেত্রে ‘A’ এবং ‘B’ উভয় প্রোটিন দেখা যায়। এটি যার উদাহরণ তা হল
a. সম্পূর্ণ প্রকট
b. সমপ্রকট
c. অসম্পূর্ণ প্রকট
d. আংশিক প্রকট

24. লিগিউমিনোসী উদ্ভিদ বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন আবদ্ধ করণের ফলে উৎপন্ন প্রথম স্থায়ী দ্রব্য হল
a. NO2
b. গ্লুটামেট
c. অ্যামোনিয়া
d. NO3

25. একজন জীববিজ্ঞানী একটি শস্যাগারে ইদুরের সংখ্যা (population) পর্যবেক্ষণ করেন। তিনি দেখেন গড় জন্মের সংখ্যা 250, গড় মৃত্যু 240, আবাসন (immigration) সংখ্যা 20 এবং প্রবাসন (emigration) সংখ্যা 30। ইদুরের সংখ্যার মোট বৃদ্ধি হল
a. 0
b. 15
c. 10
d. 05

2016 Biology Question Papers

26. অ্যাসকেরিসের সংক্রমণ সাধারণত হয়
a. মশার দংশনে
b. সকেরিসের ডিম্ব যুক্ত পানীয় জল গ্রহণের মাধ্যমে
c. অর্ধসিদ্ধ শূকরের মাংস খাওয়ার মাধ্যমে
d. সেটসি মাছির (Tse-tse fly) মাধ্যমে

27. একটি পপুলেশনের জেনেটিকসাম্য বজায় রাখার প্রবৃত্তিকে বিঘ্ন ঘটায়
a. বিক্ষিপ্ত মিলন হীনতা
b. বিক্ষিপ্ত মিলন
c. স্থানান্তরে না যাওয়া
d. পরিবর্তন হীনতা

28. একটি ভালো সাইট্রিক অ্যাসিড প্রস্তুতকারক হল
a. স্যাকারোমাইসিস (Saccharomyces)
b. অ্যাসপারজিলাস (Aspergilis)
c. সিউডোমোনাস (Pseudomonas)
d. ক্লসস্টিডিয়াম

29. একটি গাছের বয়স যার দ্বারা নির্ণয় করা হয়।
a. সারকাষ্ঠের ব্যাস।
b. উচ্চতা ও বেড়
c. বর্ষ বলয়ের সংখ্যা
d. জীবভর

30. যে পদ্ধতিতে বিভিন্ন বিবর্তন ইতিহাসযুক্ত জীব সাধারণ পরিবেশীয় প্রতিকূলতায় একই ধরনের ফেনোটাইপিক অভিযোজন প্রকাশ করে তাকে বলে
a. অভিযোজন বিকিরণ
b. প্রাকৃতিক নির্বাচন
c. অভিসারী বিবর্তন
d. অবিক্ষিপ্ত বিবর্তন

2017 Biology Papers

31. ইন্টারফ্যাসিকিউলার ক্যাম্বিয়াম যে সকল কোশ থেকে তৈরি হয়।
a. পেরিসাইকেল
b. মজ্জা-রশ্মি।
c. জাইলেম প্যারেনকাইমা
d. এন্ডোডারমিস

32. বীজের অঙ্কুরোদ্গমের সময় এটির সংরক্ষিত খাদ্য যার দ্বারা গতিশীলতা প্রাপ্ত হয়
a. জিব্বেরেলিন
b. ইথিলিন
c. সাইটোকাইনিন
d. ABA

33. মিয়োসিস যেখানে সংঘটিত হয়।
a. স্ত্রীরেণু
b. মিয়োসাইট
c. কনিডিয়া
d. গেমিউল

34. ডারউইনের তত্ত্ব অনুসারে, জৈবিক বিবর্তনের কারণ
a. অন্য প্রজাতির উপস্থিতিতে একটি প্রজাতির খাদ্যগ্রহণ ক্ষমতা হ্রাস
b. অন্তঃপ্রজাতি সংগ্রাম (intraspecific competition)
c. আন্তঃপ্রজাতি সংগ্রাম (interspecific competition)
d. গভীর সম্পর্ক যুক্ত প্রজাতির মধ্যে সংগ্রাম

35. নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি সহায়ক পরিবহণে সহায়ক নয়?
a. ঊর্ধ্বমুখী চলন
b. বিশেষ ঝিল্লি প্রোটিনের প্রয়োজন
c. অতি নির্বাচন
d. পরিবহণ সম্পৃক্ততা

2018 Biological Science Paper

36. লিপিড সংশ্লেষণ-এর মুখ্য স্থান হল
a. নিউক্লিওপ্লাজম
b. অমসৃণ ই. আর. (RER)
c. মসৃণ ই, আর. (SER)
d. সিমপ্লাস্ট

37. ফসফরাসের প্রাকৃতিক আধার হল
a. জীবাশ্ম
b. সামুদ্রিক জল
c. প্রাণী অস্থি
d. শিলা

38. কোন্ বিপাকল পদার্থটি সাধারণত ফ্যাট, কার্বোহাইড্রেট ও প্রোটিন এর শ্বসনঘটিত জারণে তৈরি হয়?
a. অ্যাসিটাইল CoA
b. গ্লুকোজ-6-ফসফেট
c. ফুকটোজ-1, 6-বাইফফেট
d. পাইরুভিক অ্যাসিড

39. বিয়োজন কালে নিম্নলিখিত কোন্ পদ্ধতিটি সঠিক বর্ণনা দেয়
a. লিচিং—জলে দ্রাব্য অজৈব পুষ্টি যা মাটির উপরের স্তরে উঠে আসে
b. ফ্র্যাগমেন্টেশান-কেঁচোর মতো প্রাণী দ্বারা সংগঠিত হয়।
c. হিউমিফিকেশান—গাঢ় বর্ণের হিউমাস নামক পদার্থের সঞয় হয় এবং অণুজীবীর ক্রিয়া দ্রুত সংগঠিত হয়।
d. ক্যাটাবলিজম-বিয়োজনের শেষ পর্যায় যা সম্পূর্ণ বায়ুহীন পরিবেশে সম্পন্ন হয়

40. যদি উভয় জনিতা (Parents) বা মাতা-পিতা থ্যালাসেমিয়া বাহক হয় যাহা একটি অটোজোম ঘটিত প্রচ্ছন্ন রোগ তা হলে উৎপন্ন শিশুর থ্যালাসেমিয়ার সম্ভাবনা কি হবে?
a. 100%
b. কোন সম্ভাবনা নেই
c. 50%
d. 25%

2019 Old Question of Biology

41. যখন দুটি জিন 50 শতাংশ পূর্ণসংযুক্তি কম্পাঙ্ক নির্দেশ করে তখন নীচের কোন বিবৃতিটি সঠিক নয়?
a. জিনদ্বয় একই ক্রোমোজোমে অবস্থিত এবং প্রতি মিয়োসিস একাধিকবার ক্রসিংওভার ঘটে
b. জিনদ্বয় ভিন্ন ক্রোমোজোমে অবস্থিত
c. জিনদ্বয় অধিক ভাবে সংবদ্ধ
d. জিনদ্বয় এর স্বাধীন সঞ্চালন

42. জন্ম নিয়ন্ত্রণের একটি আইনী পদ্ধতি হল।
a. যৌন মিলন কালে অপরিণত নিঃক্ষেপণ (Premature ejaculation) দ্বারা
b. সঠিক ওষুধ গ্রহণের মাধ্যমে গর্ভপাত
c. ঋতুস্রাবের 10 থেকে 17 দিনের মধ্যে যৌনমিলন থেকে বিরত থাকা
d. অবসর কালে (day break) যৌন মিলন করা

43. নিম্নলিখিত কোন প্রাণীটি প্রাণী শ্রেণিবিন্যাসের সঠিক স্থানে আছে?
a. কণ্টকযুক্ত পতজাভুক্ত, সি আচিন, সি কুকদার-একাইনোডার্মাটা
b. উড়ুক্কু মাছ (Flying fish), কাটল ফিস, সিলভার ফিস-পিসেস
c. শতপদী, সহস্রপদী (millipede), মাকড়সা, বিছা (Scorpion)-ইনসেক্ট
d. মাছি, প্রজাপতি, সেটসি মাছি (Tse-tse fly), সিলভার ফিস-ইনসেক্ট।

44. ভুল বিবৃতি নির্বাচন করো
a. ক্ল্যামাইডোমোনাস (Claritydontonias)-এ আইসোগ্যামি এবং অ্যানাইসোগ্যামি দুই দেখা যায় এবং ফিউকাস (Itacts)-এ উগ্যামি দেখা যায়।।
b. আইসোগ্যামেটগুলির গঠন, কার্য এবং স্বভাব একইরকম
c. অ্যানাইসোগ্যামেট গঠন, কার্য অথবা স্বভাবে ভিন্ন
d. উমাইসেটিস-এ স্ত্রী গ্যামেটটি ছোটো এবং সচল, অপরদিকে পুংগ্যামেটি অপেক্ষাকৃত বডো এবং নিশ্চল

45. একটি ক্রসে (cross) F1, জনু উৎপন্ন অপত্য, জনিতা (parents) এর মতো হয়। এটি কোন্ মেন্ডেলিয়ান ধারণা প্রকাশ করে?
a. সহপ্রকটতা (Co-dominance)
b. অসম্পূর্ণতা প্রকটতা (incomplete dominace) বা প্রকটতার অসম্পূর্ণ প্রকাশ
c. প্রকটতার নীতি (law of dominance)
d. একটি জিনের উত্তরাধিকার (inheritance)

46. একটি কোশে যখন ল্যাক Y (lac Y) জিনে ননসেন্স মিউটেশন (nonsense mutation) হয় তখন কোন উৎসেচক উৎপন্ন হয়?
a. ল্যাকটোজ পারমিয়েজ ও ট্রান্সঅ্যাসিটাইলেজ (lactose per-mease and transacetylase)
b. বিটা-গ্যালাকটোসাইডেজ (B-galactosidase)
c. ল্যাকটোজ পারমিয়েজ (lactose permease)
d. ট্রান্সঅ্যাসিটাইলেজ (transacetylase)

47. আন্তঃকোশীয় অধিকপ্রাপ্ত ক্যাটায়ন হল
a. K+
b. Na+
c. Ca++
d. H+

48. নিম্নলিখিত কোটি অমরার কার্য নয়?
a. প্রসবকালে অক্সিটোসিন ক্ষরণ করে
b. ভূণে অক্সিজেন ও পুষ্টি সরবরাহে সহায়তা করে
c. ইস্ট্রোজেন স্মরণ করে
d. ভূণ থেকে কার্বন ডাইঅক্সাইড ও বর্জ্য পদার্থ দূর করতে সহায়তা করে

49. উদ্ভিদের জনন সূচিতে সমগ্র সংগ্রহে (উদ্ভিদ/বীজ) সমগ্র জিনের বিভিন্ন অ্যালিল যুক্ত শস্য (crop)-কে বলে
a. জার্মপ্লাজম সংগ্রহ
b. অধিক গুণসম্পন্ন (superior) রিকম্বিনেন্ট নির্বাচন
c. নির্বাচিত জনিতা (parents)-র মধ্যে ইতর সংকরায়ণ
d. জনিতার মূল্যায়ন এবং নির্বাচন

50. নীচের কোনটি সঠিক বিবৃতি নয়?
a. নমুনা শনাক্তকরণে কি (key) একটি শ্রেণিবিন্যাস সংক্রান্ত সহায়ক।
b. হারবেরিয়ামে শুষ্ক, চাপ-দেওয়া ও সংরক্ষিত উদ্ভিদ নমুনা থাকে
c. বোট্যানিকাল গার্ডেনে জীবন্ত উদ্ভিদ সংকেতসূত্র হিসাবে থাকে
d. সংগ্রহালয়ে উদ্ভিদ ও প্রাণীর ছবি সংগৃহীত থাকে