GK for Competitive Exam in Bengali for Jobs in West Bengal

GK for competitive exam in Bengali model question papers are given in this section. Direct download links for the GK for competitive exam in Bengali are here. Hope our GK for competitive exam in Bengali study material helps you in scoring marks.

GK for Competitive Exam in Bengali

Find the direct download link for GK for competitive exam in Bengali Question Paper in Pdf in the section below. The GK for competitive exam in Bengali Previous Year Question Paper is helpful for the applicants in their preparation.

Model Questions Answers GK for Competitive Exam in Bengali

1. রামমোহন রায়কে ‘ভারতের পথিক’ কে বলেন?
(A) বিদ্যাসাগর
(B) রবীন্দ্রনাথ ঠাকুর
(C) বিবেকানন্দ
(D) মধুসূদন দত্ত

2. ‘কবীর’ যার জন্মকাহিনি রহস্যাবৃত তিনি নীচের কোন ব্যক্তির শিষ্য ছিলেন?
(A) রামানুজ
(B) তুকারাম
(C) রামানন্দ
(D) চৈতন্য

3. ই-কোলি দেখা যায়
(A) অন্ত্রে
(B) ফুলে
(C) রঙ্গকে
(D) পাতায়

4. ভারতের ক্ষুদ্রতম রাজ্য নীচের কোনটি ?
(A) ঝাড়খণ্ড
(B) সিকিম
(C) গোয়া
(D) লাক্ষাদ্বীপ

5. নিম্নলিখিত শাসকদের মধ্যে কে দাস বংশের প্রতিষ্ঠাতা ?
(A) হুমায়ুন
(B) ইলতুৎমিস
(C) আকবর
(D) আহমেদ শাহ আবদালী

6. তাপ হল একপ্রকার-
(A) বল
(B) ক্ষমতা
(C) শক্তি
(D) কার্য

7. কাভারত্তি কোথাকার রাজধানী?
(A) গোয়া
(B) দাদরা ও নগর হাভেলি
(C) লাক্ষাদ্বীপ
(D) হরিয়ানা

8. পৃথিবীর বৃহত্তম মালভূমি নীচের কোনটি?
(A) দাক্ষিণাত্য মালভূমি
(B) লরেন্সিয়াম মালভূমি
(C) পামীর মালভূমি
(D) তিব্বত মালভূমি

9. নীচের কোনটি ধূমায়মান সালফিউরিক অ্যাসিড ?
(A) H2SO4
(B) H2SO3
(C) H2S2O7
(D) H3S2O3

10. সূচক্ৰত ছিলেন একজন
(A) আয়ুবেদাচার্য
(B) জ্যোতির্বিদ
(C) শস্যবিদ
(D) কোনোটিই নয়

11. ‘কালাম’ বইটির লেখক কে?
(A) এ.পি.জে আব্দুল কালাম
(B) বিদ্যাসাগর
(C) মধুসূদন দত্ত
(D) আর রমানাথন

12. হিউয়েন সাঙ কার রাজত্বকালে ভারতবর্ষে আসেন?
(A) অশোক
(B) সমুদ্রগুপ্ত
(C) চন্দ্রগুপ্ত মৌর্য
(D) হর্ষবর্ধন

13. গুচ্ছিত ফলকে কী বলে?
(A) নাট
(B) ইটিরিও
(C) ক্যারিয়পসিস
(D) আকীন

14. মাউন্ট এভারেস্ট কোন্ দেশের পর্বতশৃঙ্গ?
(A) নেপাল
(B) ভারত
(C) চীন
(D) শ্রীলঙ্কা

15. সুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে?
(A) অগ্নিমিত্র
(B) অজাতশত্রু
(C) বিম্বিসার
(D) পুষ্যমিত্র

16. হিমোগ্লাবিনে কোন্ ধাতু থাকে?
(A) দস্তা
(B) লোহা
(C) তামা
(D) সিসা

17. ‘বদ্রীনাথ’ কোন্ নদীর তীরে অবস্থিত?
(A) সবরমতী
(B) যমুনোত্রী
(C) গঙ্গোত্রী
(D) সরযূ

18. হাইড্রা কোন্ পর্বভুক্ত প্রাণী?
(A) টিনোফোরা
(B) নিভারিয়া
(C) প্রোটোজোয়া
(D) পরিফের

19. রক্তে হিমোগ্লোবিনের কাজ কী?
(A) অক্সিজেন বহন করা
(B) বীজাণুধ্বংস করা
(C) জীবাণু ধ্বংস করা
(D) রক্তাল্পতা ঠেকানো

20. আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের সংস্থাটি কোথায় অবস্থিত ?
(A) প্যারিস
(B) ভিয়েনা
(C) নিউইয়র্ক
(D) জেনিভা

More Practice Papers

21. কোন্ বাঙালি গ্রন্থাকার ‘অনিলাদেবী’ ছদ্মনাম ব্যবহার করতেন?
(A) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(B) সত্যজিৎ রায়.
(C) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(D) কেউই নয়

22. শাহজাহানের আসল নাম কী ছিল?
(A) পারভেজ
(B) শাহরিয়ার
(C) খুররম
(D) খসরু

23. ডি.এন.এ শর্করা হল
(A) ম্যাগেজ
(B) গ্লুকোজ
(C) ফ্ৰকটোজ
(D) ডেক্রোরাইবোজ

24. কোন্ দ্বীপকে ‘দারুচিনি দ্বীপ’ বলে ?
(A) আন্দামান
(B) লাক্ষাদ্বীপ
(C) নিকোবর দ্বীপপুঞ্জ
(D) শ্রীলঙ্কা

25. বামনী সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন-
(A) তৈমুর
(B) জয়নুল আবেদিন
(C) মালিক কাফুর
(D) হাসান

26. মধুর প্রধান উপাদান কী?
(A) ফুকটোজ
(B) কোড
(C) সুক্রোজ
(D) মলটোজ

27. ‘ভারতের সর্বোচ্চ জলপ্রপাত’ নীচের কোনটি ?
(A) কুদ্র
(B) যোগ
(C) গৌতমধার
(D) রাজ্যগাথা

28. অজিত যোগী ভারতের কোন্ রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীর নাম?
(A) ছত্তিশগড়
(B) গোয়া
(C) উত্তরাখণ্ড
(D) ঝাড়খণ্ড

29. কোন্ শহরে স্বর্ণমন্দির অবস্থিত?
(A) দেরাদুন
(B) চণ্ডীগড়
(C) অমৃতসর
(D) সিমলা

30. কোন্ রাজ্যে কাকরাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন অবস্থিত?
(A) হিমাচল প্রদেশ
(B) অসম
(C) গুজরাত
(D) মহারাষ্ট্র

31. লতা মঙ্গেশকর সম্মান পুরস্কার কোন রাজ্যের সরকার দেয়?
(A) উত্তরপ্রদেশ
(B) মহারাষ্ট্র
(C) মধ্যপ্রদেশ
(D) কর্ণাটক

32. ডুরান্ড লাইন কোন্ দুই দেশের সীমানা সূচিত করে?
(A) ভারত-বাংলাদেশ
(B) ভারত-পাকিস্তান
(C) আফগানিস্তান-ভারত
(D) ভারত-নেপাল

33. কোটি বিশ্বের নির্জনতম দ্বীপ?
(A) মালদ্বীপ
(B) শ্রীলঙ্কা
(C) ট্রিস্টান দ্য কুন্হা
(D) কোমোড়ো দ্বীপ

34. কোন্ ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
(A) ভিটামিন C
(B) ভিটামিন A
(C) ভিটামিন P
(D) ভিটামিন D

35. ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়?
(A) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(B) সমুদ্রগুপ্ত
(C) দ্বিতীয় পুলকেশি
(D) চন্দ্রগুপ্ত মৌর্য

36. কোথায় ন্যাটোর সদর দফতর অবস্থিত?
(A) ব্রাসেলস্
(B) মস্কো
(C) বুদাপেস্ট
(D) বার্লিন

37. কোন্ রাজ্যে মাউন্ট আবু অবস্থিত?
(A) রাজস্থান
(B) কেরালা
(C) জম্মু ও কাশ্মীর
(D) ওড়িশা

38. কোন্ যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত মাপা হয়?
(A) পেরিস্কোপ
(B) পাইনোমিটার
(C) প্রভিওমিটার
(D) স্কোরোমিটার

39. ভারতবর্ষের সবচেয়ে বেশি জেলা কোন রাজ্যে আছে?
(A) মধ্যপ্রদেশ
(B) বিহার
(C) মহারাষ্ট্র
(D) উত্তরপ্রদেশ

40. বিশ্ব এডস দিবস হিসেবে কোনদিন পালিত হয়?
(A) 28 ফেব্রুয়ারি
(B) 1 জানুয়ারি
(C) 2 ডিসেম্বর
(D) 14 অক্টোবর

41. পেনিসিলিয়াম একপ্রকার
(A) ছত্রাক
(B) শৈবাল
(C) ব্যাকটেরিয়া
(D) কোনোটিই নয়

42. তৃতীয় ইঙ্গ-ব্রহ্ম যুদ্ধ ঘোষণা করেন।
(A) লর্ড বেন্টিঙ্ক
(B) লর্ড কার্জন
(C) লর্ড ওয়েলেসলি
(D) লর্ড ডাফরিন

43. ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট (Foreign Direct Investment) কমিটিকে নেতৃত্ব দেন?
(A) অরুণ শৌরি
(B) আদিত্য বিড়লা
(C) বিজয় কোলকার
(D) এন.কে. সিং

44. ‘লেভ’ কোন্ দেশের মুদ্রার নাম?
(A) সুইডেন
(B) ইতালি
(C) বুলগেরিয়া
(D) বলিভিয়া

45. পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
(A) ইস্কন্দর মির্জা
(B) মহম্মদ আলি জিন্না
(C) লিয়াকত আলি খান
(D) মহম্মদ আয়ুব খান

46. নীচের কোনটি প্রকৃত ফল?
(A) আম
(B) লিচু
(C) কাঁঠাল
(D) আপেল

47. কয়লা কোন্ শ্রেণির শিলা?
(A) জৈব শিলা
(B) আগ্নেয় শিলা
(C) অজৈব শিলা
(D) উদবেধী শিলা

48. পল্লবরাজারা কোন্ দেবতার পূজারী ছিলেন?
(A) শিব
(B) বুদ্ধ
(C) মহাবীর
(D) বিষ্ণু

49. নীচের কোনটি বর্ণমোচী বৃক্ষ?
(A) আম
(B) শাল
(C) জাম
(D) কাঁঠাল

50. ঘর্ঘরা কোন্ নদীর একটি উপনদী?
(A) যমুনা
(B) সিন্ধু
(C) ব্রহ্মপুত্র
(D) গঙ্গা