Life Science GK in Bengali for WBCS, WBPSC and Clerk Exam

Download all Life Science GK in Bengali solved Papers for WBCS, WBPSC, Clerk Exam. The Candidates, who are applying for various vacancies in West Bengal, need to start their preparation as early as possible to gain the right marks in the exam. For that purpose, we are providing Bengali Life Science Quiz Papers.

Life Science GK in Bengali

We have given the solutions for Life Science GK in Bengali solved exam Papers to make your preparation efficient. Click here to download the Life Science GK in Bengali from the attached pdfs.

Life Science GK in Bengali is under standard class 8, class 9 and class 10. The Life Science GK in Bengali Papers attached in the PDF Format so the aspirants can download quickly. Along with this Life Science GK in Bengali papers, we have attached Bengali Life Science Quiz Syllabus and Exam Pattern.

Life Science GK Quiz in Bengali

1. নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোন হল –
A. জিব্বেরেলিন
B. অক্সিন
C. সাইটোকাইনিন
D. থাইরক্সিন

2. নীচের যেটি মেনিনজেস-এর অংশ নয়, সেটি হল-
A. ডুরা ম্যাটার
B. গ্রে ম্যাটার
C. অ্যারাকনয়েড ম্যাটার
D. পিয়া ম্যাটার

3. বল ও সকেট সন্ধি দেখা যায়-
A. কাঁধে
B. হাঁটুতে
C. কব্জিতে
D. কনুইতে

4. কোশপাত গঠনে সাহায্য করে –
A. রাইবোজোম
B. মাইটোকনড্রিয়া
C. গলগিবডি
D. লাইসোজোম

5. অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য সৃষ্টির পদ্ধতিকে বলে –
A. পিডোজেনেসিস
B. পার্থেনোজেনেসিস
C. পার্থেনোকার্পি
D. ঊজেনেসিস

6. বায়ুর সাহায্যে পরাগ সংযোগ ঘটে –
A. পদ্ম
B. ধান
C. কচু
D. পাতাশ্যাওলা

7. প্রাণীর একটি ডিম্বাণুতে সেক্স ক্রোমোজোমের সংখ্যা –
A. 1টি
B. 44টি
C. 2টি
D. 46টি

8. ডিউটেরানেপিয়া রোগে আক্রান্ত ব্যক্তি যে রং দেখতে অক্ষম সেটি হল –
A. নীল
B. হলুদ
C. লাল
D. সবুজ

9. কালকাসুন্দা ফুলের একটি লুপ্তপ্রায় অঙ্গ হল –
A. পাপড়ি
B. বৃতি
C. গর্ভকেশর
D. পুংকেশর

10. নীচের যে উদ্ভিদটি হ্যালোফাইট নয় সেটি হল –
A. সুন্দরী
B. ক্যাকটাস
C. গান
D. গেঁও

11. ‘কোয়াসারভেট’মতবাদের প্রবক্তা –
A. মিলার
B. হ্যালডেন
C. ফক্স
D. ডারউইন

12. YyRr জিনোটাইপযুক্ত জীবের গ্যামেট পাওয়া যাবে –
A. দুই প্রকার
B. তিন প্রকার
C. চার প্রকার
D. আট প্রকার

13. নীচের ত্রুটিপূর্ণ বক্তব্যটি হল –
A. ক্যানসার সৃষ্টির প্রথম ধাপ হল টিউমার সৃষ্টি
B. ক্যানসার সৃষ্টির অন্তিম ধাপে টিউমার সৃষ্টি হয়
C. অস্বাভাবিক হারে কোশ বিভাজনই ক্যানসারের কারণ
D. সকল প্রকার টিউমার ক্যানসার নয়

14. যে অঞ্চল বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্গত সেটি হল –
A. কোর অঞ্চল
B. বাফার অঞ্চল
C. ট্রানসিট অঞ্চল
D. সবগুলি সঠিক

15. প্রজাতির বিভিন্নতা সৃষ্টি হয় –
A. জিনগত জীব বৈচিত্র্যের জন্য
B. বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্যের জন্য
C. প্রাণি বৈচিত্র্যের জন্য
D. উদ্ভিদ বৈচিত্র্যের জন্য

16. আলোয় বিটপের বৃদ্ধি হলো –
A. কেমোট্যাকটিক চলন
B. কেমোন্যাস্টিক চলন
C. সিসমেন্যাস্টিক চলন
D. ফোটোট্রপিক চলন

17. কাণ্ডের পর্বমধ্যের বৃদ্ধি ঘটায় –
A. অক্সিন
B. জিব্বারেলিন
C. সাইটোকাইনিন
D. ইথিলিন

18. নীচের কোন্ ঘটনাটি মায়োসিসের শনাক্তকারী বৈশিষ্ট্য –
A. মিয়োসিস বিভাজন দেহ মাতৃকাশে ঘটে
B. নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের একবার বিভাজন ঘটে
C. ক্রসিং ওভার ঘটার ফলে প্রজননিক প্রকরণ ঘটে, যা বিবর্তনে সহায়ক।
D. দেহ মাতৃকোশ ও অপত্য কোশের ক্রোমোজোম সংখ্যা অভিন্ন

19. DNA-অণুতে গুয়ানিনের পরিপূরক ক্ষারক মূলকটি হলো –
A. অ্যাডেনিন
B. সাইটোসিন
C. থাইমিন
D. ইউরাসিল

20. কোন জোড়টি সঠিক –
A. মিউকর-স্পোরানজিও রেণু
B. স্পাইরোগাইরা-কনিডিয়া
C. রাইজোপাস-স্পোরাঞ্জিওরেণু
D. ফাইটোপথোরা-দ্বি বিভাজন

More Practice Papers

21. YyRR-জিনোটাইপযুক্ত উদ্ভিদ থেকে কত প্রকার গ্যামেট পাওয়া যায় –
A. 1-প্রকার
B. 2-প্রকার
C. 3-প্রকার
D. 4-প্রকার

22. জীবনের উৎপত্তির রাসায়নিক তত্ত্বটি প্রকাশ করেন –
A. মিলার ও ফক্স
B. ওপারিন ও অ্যালডেন
C. মিলার ও ওয়াটসন
D. ওয়াটসন ও ক্লিক

23. পিতা ও মাতা উভয়ই থ্যালাসেমিয়া বাহক হলে তাদের সন্তানদের কত ভাগ সন্তান থ্যালাসেমিয়ায় আক্রান্ত হবে?
A. 25%
B. 50%
C. 75%
D. 100%

24. নাইট্রিফিকেশনে সাহায্য করে –
A. ব্যাসিলাস মাইকয়ডিস
B. নাইট্রোব্যাকটর
C. অ্যাজোটোব্যাকটর
D. অ্যাজোলা

25. উট বেশ কয়েকদিন জল না পান করে থাকতে পারে কারণ –
A. RBC বড় ও গোলাকার
B. WBC ছোট ও ডিম্বাকার
C. RBC ছোট ও ডিম্বাকার
D. RBC অনুপস্থিত

26. ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভটি হলো –
A. নন্দাদেবী
B. সুন্দরবন
C. কানহা
D. নীলগিরি

27. উরু সন্ধি ও স্কন্ধ সন্ধি হলো এক প্রকার –
A. কব্জা সন্ধি
B. বল ও সকেট সন্ধি
C. পিভট সন্ধি
D. কৌণিক সন্ধি

28. কোনটি জীব বৈচিত্র্য হ্রাসের প্রধান কারণ –
A. দূষণ
B. অতি ব্যবহার
C. চোরাশিকার
D. সবগুলি

29. কোন তথ্যটি সঠিক নয় –
A. α থ্যালাসেমিয়া : 16নং অটোজোম
B. β থ্যালাসেমিয়া : 11নং অটোজোম
C. বর্ণান্ধতা-সেক্স ক্রোমোজোম
D. হিমোফিলিয়া-অটোজোম

30. আধুনিক ঘোড়ার আদিমতম পূর্বপুরুষ হলো –
A. ইওহিপ্পাস
B. মেসোহিপ্পাস
C. মেরিচিল্পাস
D. প্লায়োহিপ্পাস

31. মানুষের অক্ষিগোলকের আলোক সুবেদী স্তর হল –
A. কর্নিয়া
B. রেটিনা
C. সক্লেরা
D. কোরয়েড

32. দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশ হল
A. থ্যালামাস
B. সেরিবেলাম
C. হাইপোথ্যালামাস
D. পনস্

33. কোন হরমোনটি ইনসুলিনের বিপরীতধর্মী কাজ করে –
A. ADH
B. FSH
C. LTH
D. গ্লুকাগন

34. RNA তে থাকে, কিন্তু DNA-তে থাকে না যে ক্ষারকটি, তা হল –
A. অ্যাডেনিন
B. ইউরাসিল
C. থাইমিন
D. গুয়ানিন

35. কোশ বিভাজনের সময় যে দশায় ক্রোমাজোমগুলি স্পষ্টভাবে দৃশ্যমান হয়, সেটি হল
A. প্রোফেজ
B. মেটাফেজ
C. অ্যানাফেজ
D. টেলোফেজ

36. কোন প্রকার জনন জৈব অভিব্যক্তির পথ সুগম করে
A. অঙ্গজ জনন
B. অযৌন জনন
C. যৌন জনন
D. অপুংজনি

37. নীচের কোনটি মটরগাছের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নয় –
A. ফুলের অবস্থান-কাক্ষিক
B. শুটির রঙ-সবুজ
C. পরিপক্ক ফলের আকৃতি খাঁজযুক্ত
D. বীজপত্রের রঙ হলুদ

38. কোন ক্রোমোজোমে β-globin জিন অবস্থিত
A. 11নং
B. 12নং
C. 14নং
D. 16নং

39. হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি
A. X-ক্রোমোজোমাল প্রকট
B. X ক্রোমোজোমাল প্রচ্ছন্ন
C. অটোজোমাল প্রকট
D. অটোজোমাল প্রচ্ছন্ন

40. মেরিচিল্লাসের ক্ষেত্রে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক নয় –
A. মায়োসিন যুগে এদের আর্বিভাব ঘটেছিল
B. এদের গ্রীবা দীর্ঘ হয়েছিল
C. প্রতি পদের মাঝের আঙ্গুলে যথেষ্ট বৃদ্ধিপ্রাপ্ত ছিল
D. এদের কাঁধের উচ্চতা প্রায় 150 সেমি

41. কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তা হলেন –
A. ফক্স
B. ওপারিন
C. হ্যালভেন
D. মিলার

42. খাদ্যের উৎস মৌচাক থেকে 100 মিটার এর কম হলে শ্রমিক মৌমাছিরা যে নৃত্য প্রদর্শন করে তা হল –
A. বৃত্তাকার নৃত্য
B. ওয়াল নৃত্য
C. ত্রিভূজাকার নৃত্য
D. রৈখিক নৃত্য

43. ক্রায়োসংরক্ষণে ব্যবহৃত হয় –
A. তরল N2
B. তরল O2
C. H2
D. অ্যাসিটিলিন

44. অ্যামোনিফিকেশানে সাহায্যকারী ব্যাকটেরিয়া হল –
A. ক্লসট্রিডিয়াম
B. নাইট্রোব্যাকটর
C. নাইট্রোসোমোনাস
D. থিয়োব্যাসিলাস

45. সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ হল –
A. বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন
B. অতিব্যবহার
C. দূষণ
D. বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ