Bengali Reasoning Model Question
1. X সম্পর্কে Y এর বোন, আবার Y সম্পর্কে K-এর কন্যা; K সম্পর্কে L-এর স্বামী; L এক্ষেত্রে Y-এর কে হয়?
(A) পিতা
(B) মাতা
(C) ভ্রাতা
(D) ভগিনী
2. P>q ও r<o, হলে নীচের কোন্ উত্তরটি সঠিক?
(A) pr < qr
(B) pr< q – r
(C) কোনোটিই নয়
(D) p + r <q + r
3. ‘COME SOON FATHER SERIOUS’-এর সংকেত যদি AMKC QMML DYRFCP QCPGMSQ দাঁড়ায় তাহলে DO NOT COME-এর সংকেত হবে
(A) BM LMRAMKC
(B) BM MLP MAKC
(C) BM LMR AKMC
(D) BM KLM AMKC
4. ‘Decade’ এর সঙ্গে ‘Century’-র যে সম্পর্ক, নীচের কোন্ উত্তরটি সেই একই সম্পর্ক যুক্ত?
(A) Decible: Unit
(B) Decimal : Equation
(C) Meter : Decameter
(D) Ducce: Ace
5. একটি ভোজনসভায় 10 জন সদস্য উপস্থিত ছিলেন। প্রত্যেকেই অপরের সঙ্গে করমর্দন করলেন। করমর্দনের সংখ্যা কত?
(A) 40
(B) 20
(C) 90
(D) 45
6. অমিতের মায়ের কন্যার মেয়ে হল রেখা, রেখার সঙ্গে অমিতের কী সম্পর্ক?
(A) কাকা
(B) বন্ধু
(C) ভাগনি
(D) ভাগনে
7. নীচের সংখ্যাক্রমে লুপ্ত সংখ্যাগুলি কী কী?
1, 4, 9, 25, 49, 121, ?, ?, 361
(A) 169, 289
(B) 169,225
(C) 144, 289
(D) 144, 225
8. শাহরুখ খান 4 কিমি দক্ষিণদিকে যাওয়ার পর ৪ কিমি পশ্চিমদিকে হাঁটেন। এরপর আবার উত্তরে ঘুরে 6 কিমি যাওয়ার পর পূর্বদিকে ৪ কিমি যান ও সব শেষে আবার দক্ষিণদিকে 2 কিমি হাঁটেন। যাত্রা শুরুর জায়গা থেকে শাহরুখ এখন কত কিমি দূরত্বে আছেন?
(A) 2
(B) 0
(C) 1
(D) 3
9. শূন্যস্থানে কোন উত্তরটি বসালে সঠিক হবে?
______________ এর সঙ্গে কবিতার যে সম্পর্ক, ভাস্করের সঙ্গে ____________ এর সেই সম্পর্ক।
(A) পংক্তি – ইট
(B) কলম – হাতুড়ি
(C) লাইন- বই
(D) কবিতা – ভাস্কর্য
10. A, B, C, D, E এবং F একটি গোলাকার টেবিলে ঘিরে বসেছে। D এবং C-এর মাঝে আছে B; A বসেছে E এবং C-এর মাঝে; F, D-এর ডানদিকে থাকলে A এবং F-এর মাঝে কে বসে আছে?
(A) B
(B) D
(C) C
(D) E
11. এক চিকিৎসক জানান—এখানে 7টি ওষুধের বড়ি আছে, প্রতি আধ ঘণ্টা অন্তর একটি করে বড়ি খান। বড়িগুলি শেষ করতে কত ঘণ্টা সময় লাগবে?
(A) 3
(B) 3.5
(C) 4
(D) 5
12. যদি A বলতে ‘÷’, B বলতে ‘×’, C বলতে ‘+’ এবং D বলতে ‘-’, বোঝায় তাহলে 42A6C3B7D13 কত হবে?
(A) 15
(B) 51
(C) 23
(D) 37
13. যদি BJP = DMK হয়, তবে RSS কী হবে?
(A) TVN
(B) CPI
(C) TDP
(D) SJP
14. একদিনে ঘড়ির ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কতবার সমকোণে আসে?
(A) 24
(B) 12
(C) 48
(D) 40
15. যদি a = 11 (242) 121, b = 14 (392) 196 হয়, তাহলে c = 13 (?) 169। ‘?’ চিহ্নিত স্থানে কী বসবে?
(A) 338
(B) 227
(C) 111
(D) 207
নির্দেশাবলী: নীচের মধ্যে কোন্টি আলাদা?
16. (A) FEUV (B) DCXW (C) BAZY (D) HGTS
17. (A) BPGI (B) JLOQ (C) RTWY (D) ZADF
18. (A) 8 (B) 64 (C) 125 (D) 28
19. এক ব্যক্তি A বিন্দু থেকে দক্ষিণে 15 কিমি গেল। তারপর ডানদিকে 10 কিমি গেল, তারপর আবার ডানদিকে 20 কিমি গেল ও B তে পৌঁছাল। তাহলে B এর অবস্থান কোন্ দিকে?
(A) উত্তরদিকে
(B) দক্ষিণদিকে
(C) পূর্বদিকে
(D) পশ্চিমদিকে
20. 323 x 41 = 14323, 137 x 72 = 27731, 48 x 87= 7884 হয়। তাহলে 34 x 75 = কত?
(A) 4753
(B) 3754
(C) 7345
(D) 5743
21. 18: 30 :: 36 : ?
(A) 66
(B) 44
(C) 55
(D) 33
22. 0.16 0.0016 :: 1.02 : ?
(A) 0.0012
(B) 0.0102
(C) 00.0102
(D) 102.09
23. ACEG : NPRT ADGJ : ?
(A) AZST
(B) MOPA
(C) NQTW
(D) OTNW
24. FHEG: JLIK :: PROQ : ?
(A) VUST
(B) SVUT
(C) UTSV
(D) TVSU
25. A হল B-এর পুত্র। আবার B হল C-এর মা। আবার C হল D-এর কন্যা। তাহলে D, A-এর সঙ্গে কী সম্পর্কে যুক্ত?
(A) মা
(B) ভাই
(C) বোন
(D) বাবা
26. DELHI কে 73541 ও CALCUTTA কে 82589662 লেখা হলে CALICUT কে কী লেখা হবে?
(A) 5978213
(B) 527943
(C) 854369
(D) 8251896
27. PALAM কে 43 লেখা হলে SANTACRUZ কে কত হিসাবে লেখা হবে?
(A) 75
(B) 120
(C) 85
(D) 123
28. (?) চিহ্নিত স্থানে কী বসবে?
11, 12, 17, 18, 23, 24, ?
(A) 30
(B) 35
(C) 12
(D) 29
29. ANTHROPOLOGIST শব্দটিকে উলটো লিখলে ডানদিক থেকে দ্বিতীয় জোড়টি কী হবে?
(A) TN
(B) HT
(C) NA
(D) RH
30. নীচের চারটি জোড়ের মধ্যে কোন্টি আলাদা?
(A) 80-25
(B) 140 – 45
(C) 120–35
(D) 100-30
31. পাঁচটি শিশু A, B, C, D ও E একটি খেলায় অংশগ্রহণ করে। প্রত্যেকে অপর একজনের সঙ্গে খেললে তারা কত রকম খেলা খেলবে?
(A) 4
(B) 5
(C) 8
(D) 10
32. শূন্যস্থান পূরণ করুন :
1, 5, 9, -, 25, 37, 49, 65
(A) 12
(B) 16
(C) 17
(D) 21