WBTET Primary Child Development and Pedagogy Suggestion Question Papers

Looking for WBTET Primary Child Development and Pedagogy Suggestion Question Papers? As West Bengal Board of Primary Education is going to conduct the Assessment Test for the applicants of WBTET, Child Development and Pedagogy Suggestion question papers help the candidates. Download just by clicking on the West Bengal Board of Primary Education Child Development and Pedagogy Suggestion Papers with Answers Pdf links. West Bengal Board of Primary Education Suggestion Exam Paper for TET gives candidates an overview of the assessment test.

WBTET Primary Child Development and Pedagogy Suggestion Question Papers
West Bengal Board of Primary Education TET exam Child Development and Pedagogy Suggestion question papers direct download links are given in this section. Hence, download the West Bengal Board of Primary Education TET Suggestion Paper pdf on Child Development and Pedagogy below. West Bengal Board of Primary Education Primary Teacher Eligibility Test Suggestion question paper on Child Development and Pedagogy is helpful for those who appear for the written examination.

Suggestion Question Papers on Child Development and Pedagogy

1. “Maturation” শব্দটি প্রথম শিশু মনোবিদ্যায় ব্যবহার করেন
(A) উইলিয়াম ম্যাকডুগাল
(B) জে. বি. ওয়াটসন
(C) এ. গেসেল
(D) এদের কেউই নন

2. মানবজীবনের বিকাশকে বিভিন্ন স্তরে বিভাজনের প্রথম প্রচেষ্টা করেন
(A) রুশো
(B) প্লেটো
(C) অ্যারিস্টটল
(D) এদের কেউই নন

3. শিশু তার খেলনা থেকে শুরু করে চারপাশের সবকিছুকেই প্রাণবন্ত মনে করে। শিশুর এই মানসিক বৈশিষ্ট্যকে বলা হয়
(A) অস্তিত্ববাদ
(B) নিয়তিবাদ
(C) সর্বপ্রাণবাদ
(D) উপরের কোনটিই নয়

4. জীবন বিকাশের জন্য বংশগতি নয়, পরিবেশই গুরুত্বপূর্ণ । এই মতবাদের সমর্থক হলেন
(A) ডারউইন
(B) ওয়াটসন
(C) গ্যালটন
(D) এদের কেউই নন

5. নিম়োক্ত কোনটি বিকাশের নীতি নয়?
(A) বিকাশ হল ধারাবাহিক
(B) বিকাশ হল সামঞ্জস্যপূর্ণ
(C) বিকাশ হল জীবনব্যাপী
(D) উপরের কোনটিই নয়

6. কোন্‌ স্তরে শিশুর কাছে পৃথিবীকে মনে হয় স্থাানহীন, কালহীন, বস্তুহীন এক একক?
(A) সংবেদন ও সঞ্চালনমূলক চিন্তনের স্তর
(B) সংজ্ঞামূলক চিন্তনের স্তর
(C) বাস্তব সক্রিয়তার স্তর
(D) উপরের কোনটিই নয়

7. ____ এর মতে জ্ঞানমূলক বিকাশ, জ্ঞানমূলক স্তরের দ্বন্দ নির্দিষ্ট ভূমিকা গ্রহণের ক্ষমতা, এই তিনটি হল নৈতিক বিকাশের মূল উপাদান ।
(A) কোহলবার্গ
(B) পিয়াজে
(C) হেবিগহাস্ট
(D) এঁদের কেউই নন

8. সামঞ্জস্যহীন নীতিবোতর স্তর এবং ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধের স্তর কোন্‌ পর্যায়ের অন্তর্গত?
(A) সংস্কার-প্রভাবিত নীতিবোধের পর্যায়
(B) সংস্কারমুক্ত নীতিবোধের পর্যায়
(C) প্রাকসংস্কার নীতিবোধের পর্যায়
(D) উপরের কোনটিই নয়

9. ভাইগোটস্কি মনে করেন, জ্ঞানগত বিকাশ
(A) সব সংস্কৃতিতেই সার্বজনীন
(B) সংস্কৃতি অনুসারে পরিবতিত হয়
(C) পরিবেশের দ্বারা প্রভাবিত হয় না
(D) উপরের কোনটিই নয়

10. ভাষাবিকাশের ক্ষেত্রে CDS-এর পুরো কথাটি হল
(A) চাইল্ড ডাইরেক্টেড স্পিচ
(B) কনভারসেশন ডাইরেক্টেড স্পিচ
(C) কমিউনিকেশন ডাইরেক্টেড স্পিচ
(D) উপরের কোনটিই নয়

11. নিচের কোনটি বৌদ্ধিক অক্ষমতার উদাহরণ ?
(A) ডিসলেক্সিয়া
(B) এ. ডি. এইচ. ডি.
(C) অটিস্টিক স্পেকট্রাম ডিসঅডার
(D) উপরের কোনটিই নয়

12. শিখন অক্ষমতার ক্ষেত্রে আক্কিক ব্যত্যয়-এর নাম হল
(A) ডিসপ্রেকসিয়া
(B) ডিসলেক্সিয়া
(C) ডিসফেসিয়া
(D) উপরের কোনটিই নয়

13. যদি একটি শিশুর মানসিক বয়স হয় 5 বৎসর এবং কালগত বয়স হয় 4 বৎসর, তবে তার বুধ্যাঙ্ক কত হবে?
(A) 100
(B) 125
(C) 130
(D) উপরের কোনটিই নয়

14. কোনটি সৃজনশীলতার গুরুত্বপূর্ণ উপাদান নয়?
(A) মৌলিকত্ব
(B) সাবলীলতা
(C) নমনীয়তা
(D) উপরের কোনটিই নয়

15. যখন কোন একজন ব্যক্তি, যার বহুবিধ জ্ঞানগত অক্ষমতা রয়েছে, কোন একটি বিচ্ছিন দক্ষতার ক্ষেত্রে অসাধারণ কুশলতা প্রদর্শন করেন, তখন এই বিষয়টিকে বলা হয়
(A) আ্যাসপারগার এবিলিটি
(B) রেইনম্যান সিনড্রোম
(C) স্যাভেন্ট সিনড্রোম
(D) উপরের কোনটিই নয়

16. উন্নতবুদ্ধিসম্পন্নদের ক্ষেত্রে “Three-ring conception”-এর প্রবর্তক হলেন
(A) জিন পিয়াজে
(B) জোসেফ রেনজুলি
(C) ই. এল. থর্নডাইক
(D) এঁদের কেউই নন

17. “ডিফারেনশিয়েটেড মডেল অফ গিফটেডনেস আ্যান্ড ট্যালেন্ট” (DMGT)-এর উদ্ভাবক হলেন
(A) ফ্রানকয়েস গ্যাগনে
(B) স্টার্নবার্গ
(C) টারম্যান
(D) এঁদের কেউই নন

18. প্রাক্জন্মকালীন অবস্থায় ডাউন সিনড্রোমকে সনাক্তকরণ করার জন্য নীচের কোন্‌ পদ্ধতি ব্যবহার করা যায়?
(A) আ্যমনিওপ্রোলাক্সিস
(B) আমনিওসিনটেসিস
(C) আ্যমনিওফ্যালাক্সি
(D) উপরের কোনটিই নয়

19. কোনটি উন্নতবুদ্ধিসম্পন্ন শিশুদের চিহ্নিতকরণের উপায় নয়?
(A) শ্রেণীকক্ষে পর্যবেক্ষণ
(B) কৃতিত্ব অভীক্ষা
(C) বুধ্যাঙ্ক পরিমাপক অভীক্ষা
(D) উপরের কোনটিই নয়

20. কে IQ শব্দটি প্রথম উদ্ভাবন করেন?
(A) স্টার্ন
(B) স্টার্নবার্গ
(C) রজার
(D) এঁদের কেউই নন

21. শিক্ষার্থীদের সুঅভ্যাস গঠন এবং কুঅভ্যাস দূরীকরণে কোন্‌ তত্বটি সাহায্যকারী হতে পারে?
(A) স্টার্নবার্গ-এর তথ্য প্রক্রিয়াকরণ
(B) আ্যাটকিনসন-শিফ্রিন মডেল
(C) প্যাভলভের প্রাচীন অনুবর্তন
(D) উপরের কোনটিই নয়

22. শিক্ষক শিখনের বিষয়বন্তকে এমনভাবে উপস্থাপিত করবেন যাতে তা শিক্ষার্থীদের নিকট তৃপ্তিদায়ক হয়। এই ধারণাটি নির্ভরশীল নিমোক্ত কোন্‌ সুত্রের উপর?
(A) ফললাভের সূত্র
(B) প্রস্তুতির সুত্র
(C) অনুশীলনের সূত্র
(D) উপরের কোনটিই নয়

23. OCEAN তত্ব হল একটি
(A) প্রত্যক্ষণের তত্ব
(B) ব্যক্তিত্বের তত্ব
(C) বুদ্ধির তত্ব
(D) উপরের কোনটিই নয়

24. একটি শিশু তার শিক্ষকেরা দ্বারা তিরস্কৃত হলে তার সহপাঠীকে আঘাত করতে পারে। এটি কীসের উদাহরণ ?
(A) প্রত্যাবৃত্তির
(B) দিবাস্বপ্নের
(C) যৌক্তিকরণের
(D) উপরের কোনটিই নয়

25. যতবার ছাত্র একটি প্রশ্নের উত্তরদান করে ততবার শিক্ষক তাকে প্রশংসা করেন । এখানে প্রশ্ন ও প্রশংসা হল কীসের উদাহরণ ?
(A) প্রেষণা ও প্রক্ষোভের
(B) জ্ঞান ও প্রেষণার
(C) অপারেন্ট ও রিইনফোর্সার-এর
(D) উপরের কোনটিই নয়

26. কোনটি স্মৃতির কৌশল নয়?
(A) পেগ সিস্টেম
(B) মেজর সিস্টেম
(C) মেথড অফ লসি
(D) উপরের কোনটিই নয়

27. 16 PF অভীক্ষাটি ভিত্তি করে আছে
(A) আইসেঙ্কের তত্বের ওপর
(B) ক্যাটেলের তত্বের ওপর
(C) অলপোর্ট-এর তত্বের ওপর
(D) উপরের কোনটিই নয়

28. প্রেষণার আ্যাকশান রেগুলেশন তত্বটির প্রবর্তক হলেন
(A) উইনফ্রেড হ্যাকার
(B) বেন ফ্রাঙ্কলিন
(C) ক্লেটন আ্যলডেরফার
(D) এঁদের কেউই নন

29. বুদ্ধির সাধারণ উপাদান ও বিশেষ উপাদানের কথা কে বলেছেন?
(A) ক্যাটেল
(B) স্পিয়ারম্যান
(C) থর্নডাইক
(D) এদের কেউই নন

30. “শিক্ষার্থী তার নিজের ভুল থেকে শেখে ।” এ বাক্যটি কোন্‌ শিখনের তত্বর মূল ভাব?
(A) যান্ত্রিক অনুবর্তন
(B) অন্তদুষ্টিমলক শিখন
(C) প্রচেষ্টা ও ভুলের তত্ব
(D) উপরের কোনটিই নয়