WBPSC Scientific Assistant Boiler Question Papers

Candidates can find the direct download links for the WBPSC Scientific Assistant Boiler Question Papers in this section. The WB PSC model paper given is only for reference purpose. Hence, download the Scientific Assistant Boiler exam model paper below and start your preparation today.WBPSC Scientific Assistant Boiler Question

WB PSC Previous Year Papers are helpful for the applicants in the preparation. Download the WBPSC Scientific Assistant Boiler Previous Question papers in this section. Candidates who interested in the PSCWB Jobs have applied for this Recruitment. All those applicants must attend the WBPSC Written Examination to get the Jobs and work under the West Bengal Public Service Commission. For this Purpose, we provided the PSCWB Scientific Assistant Boiler Exam Syllabus and Exam pattern.

Therefore before going to start the WBPSC Scientific Assistant Boiler Exam Preparation, once check the Provided Exam Syllabus and test pattern. Hence download the WBPSC Scientific Assistant Boiler Syllabus and also WBPSC Scientific Assistant Boiler Question to make perfect preparation for the Exam.

Examination Question Pattern:

  • MCQ type 100 questions with 1 mark for each question.
  • Time duration : 1 hour and 30 minutes.

N.B.: There shall be negative marks for each wrong answer as per norms.

WBPSC Scientific Assistant Boiler Syllabus

  • Chemistry – 50 marks (H.S. level), – With special emphasis on Alloys, Ferrous and Non-ferrous . Periodic Table. Gas Laws, Titration, Reagents for chemical analysis. Knowledge on latest lab equipments for chemical labs viz. optical emission, spectrometer etc.
  • English – 15 marks (Comprehension – Synonym, Antonym etc.).
  • Computer based questions (basic knowledge) – 15 marks).
  • Arithmetic – 20 marks (Madhyamik standard)

Model Question Set on Chemistry

1. অ্যান্টাসিড হল এমন একটি পদার্থ যা পাকস্থলীর
(a) pH বৃদ্ধি করে
(b) pH হ্রাস করে
(c) pH-এর মান সময়বিশেষে বৃদ্ধি ও হ্রাস উভয়ই করে
(d) pH এর মান স্থির রাখে

2. কোন্টি একটি অ্যান্টিসেপটিক-এর উদাহরণ?
(a) মারকিউরোক্রোম
(b) অ্যাসপিরিন
(c) আইব্রুপ্রোফেন
(d) ফর্মালডিহাইড

3. কোনটি ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়েটিক?
(a) সেপটোমাইসিন
(b) পেনিসিলিন
(c) অফ্লোক্সাসিন
(d) এরিথ্রোমাইসিন

4. হেরোইন হল একটি-
(a) অ্যানালজেসিক
(b) অ্যান্টাসিড
(c) অ্যান্টিপাইরোটিক
(d) অ্যান্টিঅক্সিডেন্ট

5. ডেটল-এর মূল উপাদান
(a) জাইলিনল ও টারপিনল
(b) ক্লোরোজাইলিনল ও টারপিনিয়ল
(c) ক্রেসল ও ইথানল
(d) কোনোটিই নয়

6. অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড জেল কী হিসেবে ব্যবহৃত হয়?
(a) আন্টিপাইরেটিক
(b) অ্যান্টিসেপটিক
(c) অ্যান্টাসিড
(d) অ্যান্টিবায়োটিক

7. অ্যানজাইনা ব্যাথা উপশমের জন্য ব্যবহৃত একটি জনপ্রিয় ওষুধ হল-
(a) সেলডন
(b) ইকুয়ানিল
(c) অ্যাসপিরিন
(d) সেকান্যাল

8. কোনটি অ্যান্টাসিড-এর উদাহরণ?
(a) র্যা নিটিডিন
(b) ইকুয়ানিল
(c) হিস্টামিন
(d) অ্যাসপিরিন

9. কোটি সালফাড্রাগ?
(a) নারডিল
(b) প্রোনটোসিল
(c) স্যালভারসান
(d) পেনিসিলিন

10. উচ্চ জ্বরে তাপমাত্রা কমাতে ব্যবহৃত হয়-
(a) অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ
(b) ট্রাংকুইলাইজার
(c) অ্যান্টিপাইরেটিক ড্রাগ
(d) অ্যান্টিসেপটিক ড্রাগ

11. কোন ড্রাগটি টাইফয়েড রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়?
(a) Streptomycin
(b) Novalgin
(c) Chloramphenicol
(d) Paracetamol

12. ফেনসিটিন হল
(a) antipyretic
(b) antiseptic
(c) analgesic
(d) antimalerie

13. ফেনাসিটিনের রাসায়নিক নাম হল-
(a) P–ফেনিটিডিন
(b) O—অ্যানিসিডিন
(c) N—অ্যাসিটাইল –P- ফেনিটিডিন
(d) 0-নাইট্রো অ্যানিসোল

14. নীচের কোনটি ন্যারোস্পেকট্রাম অ্যান্টিবায়োটিক?
(a) পেনিসিলিন
(b) টেট্রাসাইক্লিন
(c) অক্লোক্সামিন
(d) ক্লোরামফেনিকল

15. অ্যালকিল সায়ানাইডের সঙ্গে H202/NaOH-এর বিক্রিয়ায়
(a) অ্যালকিল অ্যামিন
(b) অ্যাসিড অ্যামাইড
(c) কার্বক্সিলিক অ্যাসিড
(d) অ্যালডিহাইড

16. নীচের কোনটির শনাক্তকরণে আইসোসায়ানাইড পরীক্ষা করা হয়?
(a) প্রাইমারী অ্যালকোহল
(b) প্রাইমারী অ্যামিন
(c) সেকেন্ডারী অ্যালকোহল
(d) সেকেন্ডারী আমিন

17. অ্যানিলিনকে অ্যালকোহলীয় KOH এবং ক্লোরোফর্ম সহযোগে উত্তপ্ত করলে উৎপন্ন পদার্থটি হল—
(a) সায়ানোবেঞ্জিন
(b) বেঞ্জিন আইসোসায়ানাইড
(c) নাইট্রো বেঞ্জিন
(d) বেঞ্জালডিহাইড

18. অ্যালকিল হ্যালাইডের সঙ্গে অ্যালকোহলীয় সিলভার সায়ানাইডের বিক্রিয়ায় নীচের কোনটি উৎপন্ন হয় ?
(a) অ্যালকিল সায়ানাইড
(b) অ্যালকিল আইসোসায়ানাইড
(c) অ্যানিলাইড
(d) নাইট্রো যৌগ

19. নীচের কোনটিকে কাৰ্বিল অ্যামিন বলা হয়?
(a) RCN
(b) RCONH2
(c) RCH=NH
(d) RNC

20. RNC-কে LiAIH4 দ্বারা বিজারিত করা হলে উৎপন্ন হয়—
(a) প্রাইমারী অ্যামিন
(b) সেকেন্ডারী অ্যামিন
(c) টারসিয়ারী অ্যামিন
(d) কোয়াটারনারী অ্যামোনিয়াম লবণ

21. লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের উপস্থিতিতে মিথাইল সায়ানাইডের বিজারণে উৎপন্ন হয়—
(a) অ্যালকোহল
(b) অ্যানিলিন
(c) মিথাইল অ্যামিন
(d) ইথাইল অ্যামিন

22. হফম্যান মাস্টার্ড অয়েল যৌগটি হল-
(a) R-N=C=S
(b) C6H5NO2
(c) C6H5 -NH2
(d) R-CH=NH

23. অ্যালাম কর্দমাক্ত জলকে যার দ্বারা পরিশোধিত করে, তা হল-
(a) ডায়ালিসিস
(b) শোষণ
(c) প্রকৃত দ্রবণ
(d) তঞ্চন

24. কোনো আয়নের কোনো কোলয়েডকে তঞ্চিত করার ক্ষমতা নির্ভর করে
(a) এটির আধান
(b) আধানের মান
(c) আধানের চিহ্নের উপর
(d) আধানের চিহ্ন ও মান

25. কোনটির বিস্তার মাধ্যম তরল না?
(a) রং
(b) সালফার সল
(c) কুয়াশা
(d) ক্রিম

26. নিম্নলিখিত কোলডীয় সিস্টেমগুলির মধ্যে কোনটি কুয়াশাকে সঠিকভাবে প্রকাশ করে ?
(a) তরলে গ্যাসের বিস্তরণ
(b) গ্যাসে গ্যাসের বিস্তারণ
(c) গ্যাসে কঠিনের বিস্তারণ
(d) গ্যাসে তরলের বিস্তারণ

27. বহু অণু সমন্বিত কোলয়েড দ্রবণটি হল-
(a) স্টার্চ সল
(b) সালফার সল
(c) মিসেল
(d) গোল্ড সল

28. তরল বিস্তার মাধ্যমের মধ্যে কঠিন বিস্তৃত দশার প্রলম্বিত থেকে কোন্ কোলয়েডটি প্রস্তুত করবে?
(a) কঠিন সল
(b) জেল
(c) ইমালসন
(d) সল

29. তরল বিস্তার মাধ্যমে গ্যাসীয় বিস্তৃত দশার কোলয়েডটিকে বলা হয় –
(a) সল
(b) ইমালসন
(c) ফোম
(d) জেল

30. কোনটি কোলয়েড নয়?
(a) ক্লোরোফিল
(b) ধোয়া
(c) কাচ
(d) দুধ

31. নীচের কোনটি লাইয়াফিলিক বা দ্রাবক আকর্ষি কোলয়েড ?
(a) দুধ
(b) রক্ত
(c) গোল্ড সল
(d) গাম

32. প্রাকৃতিক বৃহদাণবিক কোলয়েড হল—
(a) সালফার সল
(b) নাইলন
(c) সাবান
(d) স্টার্চ

33. নীচের কোনটি প্রকৃত দ্রবণ?
(a) সিমেন্ট
(b) ধোঁয়া
(c) কপার সালফেট দ্রবণ
(d) দুধ

34. ফেরিক হাইড্রক্সাইডের হাইড্রোসল
(a) লায়োফিলিক প্রকৃতির
(b) পরাবর্ত প্রকৃতির
(c) সংরক্ষক কোলয়েড
(d) ক্যাটাফোরেসিস প্রদর্শন করে

35. নীচের কোন পদার্থটি জলে কোলডীয় দ্রবণ তৈরি করবে?
(a) গ্লুকোজ
(b) ইউরিয়া
(c) BaSO4
(d) স্টার্চ