WB Primary TET Environmental Science Question Papers from Previous Year
WB Primary TET Environmental Science Question Papers is given below. The Aspirants who applied for the latest WB Primary TET Recruitment for can check the West Bengal Primary Teacher Eligibility Test Exam Environmental Science Model Papers and Study Material in the sections below.
Also, download the Free WB Primary TET Environmental Science Question Papers, Model Papers Pdf from the direct links below. Also, interested candidates can check the West Bengal Primary Teacher Eligibility Test Syllabus & Exam Pattern details here. Preparing for the WB Primary TET Environmental Science.
Then have a look at some of the WB Primary TET Environmental Science Question Material and Model Papers PDF. Just Click on the link below and download free WB Primary TET Exam Model Question Papers PDF.
Candidates can download the Pdf by just clicking on the download link below. However, the list of Model Question papers given below is only for reference. Hope our WB Primary TET Model Papers helps you in your preparation and in scoring good marks.
Environmental Science Model Question for WB Primary TET Exam
1. পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত?
A. 0.1 ppm
B. 0.2 ppm
C. 0.4 ppm
D. 0.5 ppm
2. জলে অবাত শ্বসনকারী ব্যাক্টেরিয়া আধিক্যে যে গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায় সেটি হল :
A. কার্বন ডাই অক্সাইড
B. নাইট্রোজেন ডাইঅক্সাইড
C. হাইড্রোজেন সালফাইড
D. সালফার ডাইঅক্সাইড
3. যে উপাদানের জন্য জলের BOD বৃদ্ধি পায়, তা হল
A. মস
B. ফাংগি
C. অ্যালগি
D. ফার্ন
4. বৈপরীত্য উত্তাপ লক্ষ করা যায় বায়ুমণ্ডলের যে স্তরটিতে তা হল-
A. আয়নোস্ফিয়ার
B. ট্রপোস্ফিয়ার
C. স্ট্র্যাটোস্ফিয়ার
D. মেসোস্ফিয়ার
5. পৃথিবী থেকে কত হেক্টর বনভূমি প্রতি বছর বিলীন হয়ে যাচ্ছে?
A. 170 লক্ষ
B. 150 লক্ষ
C. 100 লক্ষ
D. 125 লক্ষ
6. শিশুদের অধিকার রক্ষা সম্পর্কিত আন্তর্জাতিক ঘোষণা প্রকাশিত হয়-
A. 1971 খ্রিস্টাব্দে
B. 1942 খ্রিস্টাব্দে
C. 1992 খ্রিস্টাব্দে
D. 1998 খ্রিস্টাব্দে
7. গঙ্গা অববাহিকা অঞ্চলে বসবাসকারী আনুমানিক কতজন মানুষ গঙ্গোত্রী হিমবাহ থেকে সরবরাহ হওয়া জল পায়?
A. 150 কোটি
B. 75 কোটি
C. 50 কোটি
D. 100 কোটি
8. বাল্য বিবাহ নিয়ন্ত্রণে ‘চাইল্ড ম্যারেজ রেসট্রেন্ট অ্যাক্ট’ কবে চালু হয়?
A. 1987 খ্রিস্টাব্দে
B. 1929 খ্রিস্টাব্দে
C. 1950 খ্রিস্টাব্দে
D. 1945 খ্রিস্টাব্দে
9. পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে ভারত সরকারের পরিবেশমন্ত্রক বিদ্যালয়ে গঠন করেছে-
A. খেলার মাঠ
B. জলাশয়
C. ইকোক্লাব
D. কোনোটিই নয়
10. সবচেয়ে বেশি অ্যাসপিরিন খায় যে দেশের মানুষ তা হল-
A. আমেরিকা
B. ভুটান
C. ভারত
D. পাকিস্তান
11. মাটির ওপরে বৃক্ষ আচ্ছাদন হ্রাস পাওয়ার ফলে ___
A. ভূমিক্ষয় হচ্ছে
B. বৃষ্টি হচ্ছে
C. অগ্ন্যুৎপাত হচ্ছে
D. ভূমিকম্প হয়
12. বিভিন্ন প্রকার দূষণের মধ্যে সবচেয়ে ক্ষতিকারক হল
A. শব্দদূষণ
B. বায়ুদূষণ
C. জলদূষণ
D. তেজস্ক্রিয় দূষণ
13. পৃথিবীর আবহাওয়ার গুণমান বজায় রাখতে শিল্পক্ষেত্রে প্রয়োজন-
A. গ্রিন টেকনোলজি
B. ব্লু টেকনোলজি
C. হোয়াইট টেকনোলজি
D. রেড টেকনোলজি
14. শহরাঞ্চলে হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রের বর্জ্য পদার্থের শতকরা কত ভাগ সংক্রামক?
A. 0 – 5
B. 12-15
C. 5 – 10
D. 10 – 20
15. NASA-এর হিসাব অনুযায়ী প্রতি বছর বায়ুমণ্ডলে ক্লোরোফ্লুরোকার্বন জাতীয় গ্যাসের বৃদ্ধি ঘটে –
A. 1 শতাংশ
B. 2 শতাংশ
C. 3 শতাংশ
D. 5 শতাংশ
16. অম্লবৃষ্টিতে বৃষ্টির জলের pH-এর মান-
A. ৪.6-এর কম
B. 7.6-এর কম
C. 5.6-এর কম
D. 4.6-এর কম হয়
17. একজন মানুষ সারাদিনে শ্বাসগ্রহণ করে –
A. 40,000 বার
B. 32.000 বার
C. 22,000 বার
D. কোনোটিই নয়
18. পরিবেশ বিদ্যা শেখানোর ক্ষেত্রে শিক্ষকের উচিত :
A. যথাসম্ভব উদাহরণ ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা
B. তাত্ত্বিক শিক্ষাদান
C. তথ্যমূলক শিক্ষাদান
D. পাঠ্যপুস্তকের প্রশ্নোত্তর রপ্ত করানো
19. কাজিরাঙা জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত?
A. কর্ণাটক রাজ্যে
B. অসম রাজ্যে
C. কেরল রাজ্যে
D. ঝাড়খণ্ড রাজ্যে
20. CPCB এর পুরো নাম কী?
A. Central Pollution Control Board
B. Combined Pollution Combat Board
C. Central Power Control Board
D. Country wise Pollution Control Board
Mock Test | Latest Question |
Suggestion | Important Papers |
New Pattern | Sample Papers |
Previous Papers | Model Question |
21. ভারতের কচ্ছউপকূলে, কাম্বে উপসাগরে এবং সুন্দরবনে যে শক্তি উৎপাদনের সম্ভাবনা রয়েছে তা হল :
A. বায়ুশক্তি
B. ভূতাপ শক্তি
C. কোটাল শক্তি
D. সৌরশক্তি
22. ‘EPA’-র পুরো নাম কী?
A. এনভায়রনমেন্ট প্রেডিকশন এজেন্সি
B. এনভায়রনমেন্ট প্রবলেম এজেন্সি
C. এনভায়রনমেন্ট প্রোটেকশন এজেন্সি
D. এনভায়রনমেন্ট প্রোডাকশন এজেন্সি
23. ‘EIS’-এর পুরো নাম কী?
A. এনভায়রনমেন্টাল ইনফরমেশন সিস্টেম
B. এনভায়রনমেন্টাল ইনটেল সিস্টেম
C. এনভায়রনমেন্টাল ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম
D. এনভায়রনমেন্টাল ইন্টারনাল সিস্টেম
24. ‘WWF’-এর পুরো নাম কী?
A. ওয়াইল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড
B. ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড
C. ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড
D. ওয়ার্ল্ড ওয়ান্ডারার্স ফান্ড
25. ‘জঙ্গল আমাদের দেয় মাটি, জল আর বিশুদ্ধ বাতাস’- কোন আন্দোলনে এই স্লোগান উঠেছিল?
A. সাইলেন্ট ভ্যালি
B. নর্মদা বাঁচাও আন্দোলনে
C. চিপকো আন্দোলনে
D. গোৰ্খাল্যাণ্ড আন্দোলনে
26. রাষ্ট্রসংঘের প্রথম পরিবেশ অধিবেশন কোথায় হয়েছিল?
A. স্টকহোমে
B. জোহানেসবার্গে
C. মন্ট্রিলে
D. লণ্ডনে
27. বৃক্ষকে জড়িয়ে ধরার আন্দোলনের নাম কী?
A. চিপকো আন্দোলন
B. সবুজ আন্দোলন
C. নর্মদা বাঁচাও আন্দোলন
D. সাইলেন্ট ভ্যালি আন্দোলন
28. পৃথিবীর ইতিহাসে প্রথম আণবিক বিপর্যয় ঘটে-
A. 16 অগস্ট, 1945
B. 26 অগস্ট, 1945
C. 6 অগস্ট, 1945
D. 8 অগাস্ট, 1945
29. নিস্তব্ধ উপত্যকা যেটিকে জাতীয় উদ্যানে উন্নীত করা হয়েছে, সেটি অবস্থিত
A. জম্মু ও কাশ্মীর
B. তামিলনাড়ু
C. পশ্চিমবঙ্গ
D. কেরল
30. কখন সুপ্রীম কোর্ট পরিবেশ মন্ত্রক এবং বনবিভাগের আদেশ দান করেছে তাজমহলকে রক্ষার্থে তার চারপাশে একটি সবুজ আবেষ্টন তৈরি করতে এক বিশেষ ডিভিশন গঠন করতে?
A. 2004
B. 1994
C. 1984
D. কোনোটিই নয়
31. নিচের কোন কৌশলটি বর্জ পদার্থ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়?
A. গ্র্যাভেটি সেটলিং চেম্বার
B. সাইক্লোন কালেকটার
C. ফ্যাবরিক ফিল্টার
D. উপরের সবগুলি
32. শব্দদূষণ (রেগুলেশন ও কন্ট্রোল) আইন 2001 যা নিয়ে কাজ করে—
A. বাজির আওয়াজে শব্দদূষণ
B. লাউড স্পিকার জনিত শব্দদূষণ
C. জনসভাজনিত শব্দদূষণ
D. B এবং C উভয়ই
33. বিপদাপন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতি সংরক্ষণে কোন বইটি আন্তর্জাতিক ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এবং নেচারে রিসোর্সেস রচনা করেছে?
A. হোয়াইট ডাটা বুক
B. রেড ডাটা বুক
C. ব্লু ডাটা বুক
D. এগুলির কোনটিই নয়
34. The BISHNOL SECT প্রতিষ্ঠা করেছিলেন—
A. বি. আর. আম্বেদকর
B. ভজন লাল
C. গুরু জাম্বেশ্বর
D. যোধপুরের রাজা
35. নিচের কোনটির উচ্চ ঘনীভূত অবশ্য উদ্ভিদের পাতা কুঁচকে যাওয়া পাতা পড়ে যাওয়া এবং পাতার আকৃতি হ্রাস ঘটায়?
A. SO
B. CO
C. NO
D. এগুলির কোনটিই নয়
36. কখন Project Tiger প্রবর্তিত হয়?
A. 2011
B. 1970
C. 1973
D. 2009
37. সমুদ্রের কত শতাংশ জল পেয়?
A. 97.2%
B. 2.15%
C. 0.65%
D. 0.0%
38. BOD কী?
A. বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড ইন 5 ঘন্টা
B. বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড ইন 5 দিন
C. বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড ইন 5 মাস
D. বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড ইন 5 মিনিট
39. গ্রিন হাউস প্রভাবের ফলে পৃথিবীর ভূপৃষ্ঠে কি জাতীয় রশ্মি বিচ্ছুরণ হয়?
A. UV রশ্মি
B. β রশ্মি
C. X রশ্মি
D. α রশ্মি
40. লণ্ডন ধোঁয়াশা দেখতে পাওয়া যায়—
A. গ্রীষ্মে দিনের বেলায়
B. গ্রীষ্মে সকালবেলায়
C. শীতকালে দিনের বেলায়
D. শীতকালে সকালবেলায়
41. Classical conditioning-এর পথিকৃৎ কে-
A. স্কিনার
B. পাভলভ
C. ওয়াটসন
D. থর্নডাইক
42. উচ্চ রক্তচাপের ওষুধ তৈরি হয় কোন গাছ থেকে?
A. নিম
B. সরষে
C. বাসক
D. সর্পগন্ধা
43. মশার দ্বারা সংক্রামিত হয় কোন রোগ?
A. ডেঙ্গু
B. কলেরা
C. যক্ষা
D. টাইফয়েড
44. ব্রান অয়েল পাওয়া যায় কোনটি থেকে?
A. গম
B. সরষে
C. ভুট্টা
D. ধান
45. মাছির দ্বারা সংক্রামিত হয় কোন্ রোগ?
A. ম্যালেরিয়া
B. ফাইলেরিয়া
C. যক্ষ্মা
D. ডেঙ্গ
46. জাপানে মিনামাটা বিপর্যয় হয় কী কারণে?
A. পারদ সংক্রমিত মাছ খাওয়ার ফলে
B. সিসাযুক্ত আলু খাওয়ার ফলে
C. আর্সেনিকযুক্ত জল খাওয়ার ফলে
D. ক্যাডমিয়ামযুক্ত চাল খাওয়ার ফলে
47. আর্সেনিক সবচেয়ে বেশি মাত্রায় নির্গত হয়ে জল দূষণ ঘটায় কোন শিল্পে?
A. বিদ্যুৎ শিল্পে
B. কীটনাশক শিল্পে
C. তড়িৎলেপন শিল্পে
D. লৌহ-ইস্পাত শিল্পে
48. সহ অধঃক্ষেপ প্রক্রিয়ায় জলকে আর্সেনিক মুক্ত করতে ব্যবহার করা হয়:
A. ব্লিচিং পাউডার ও ফিটকিরি
B. কলিচুন ও লবণ
C. গন্ধক ও ইষ্ট পাউডার
D. লেবু ও বেকিং পাউডার
49. জলে খুব বেশি মাত্রায় ইউট্রোফিকেশান সমস্যার সৃষ্টি করে কোন যৌগ?
A. কার্বনেট যৌগ
B. সালফেট যৌগ
C. ফসফেট যৌগ
D. হাইড্রোজেন যৌগ
50. COD এর সাহায্যে কী মাপা হয়?
A. জলদূষণের মাত্রা
B. বায়ুদূষণের মাত্রা
C. মৃত্রিকা দূষণের মাত্রা
D. কঠিন বর্জ্য দূষণের মাত্রা
51. সর্বজনীন দ্রাবক বলা হয়:
A. অম্লকে
B. ক্ষারককে
C. জলকে
D. পারদকে
52. মেরু অঞ্চলে বরফরূপে সতি পৃথিবীর মোট জলের পরিমাণ:
A. 1%
B. 2%
C. 5%
D. 10%
53. দাচিগাম জাতীয় উদ্যান কোন রাজ্যে?
A. হিমাচল প্রদেশ
B. জম্মু ও কাশ্মীর
C. তামিলনাড়ু
D. সিকিম
54. কে চিপকো আন্দোলন শুরু করেন?
A. কিরণ বেদী
B. এস.এন. বহুগুণ
C. মেধা পাটেকর
D. এদের কেউ নয়
55. স্ট্রাটোস্ফিয়ারে সংগঠিত বাতাসের ঘূর্ণিস্রোত যা আন্টার্কটিকাকে পরিবেষ্টন করে আছে তাকে বলে-
A. পোলার স্ট্র্যাটোস্ফেরিক মেঘ
B. পোলার ভরটেক্স
C. A এবং B উভয়েই
D. এদের কোনটিই নয়
56. সাদা ফুসফুস ক্যানসার যে কারণে ঘটে —-
A. অ্যাসবেসটস
B. কাগজ
C. টেক্সটাইল
D. সিলিকা
57. ব্রাজিল তার ক্রান্তীয় বনাঞ্চলের কত শতাংশ নষ্ট করেছে?
A. 95%
B. 100%
C. 80%
D. 75%
58. জাতীয় সবুজ বাহিনী গঠিত হয়-
A. বনরক্ষীদের নিয়ে
B. চাষিদের নিয়ে
C. ইকোক্লাবের সদস্যদের নিয়ে
D. সরকারি কর্মচারীদের নিয়ে
59. বর্তমানে ভারতে দারিদ্র্য সীমার নীচে বসবাসকারী ব্যক্তির (গ্রামীণ) মাথাপিছু দৈনিক গড় আয়-
A. 50 টাকা
B. 30 টাকা
C. 40 টাকা
D. 26 টাকা
60. বিশ্বের সুপেয় জলের কত শতাংশ তরল জল হিসেবে পাওয়া যায়?
A. 20%
B. 40%
C. 60%
D. 50%
61. কোটি তৃতীয় বিশ্বের দেশ নয়?
A. পাকিস্তান
B. উগান্ডা
C. ফ্রান্স
D. মায়ানমার
62. 2004-এর তথ্য অনুযায়ী নীচের কোন্ দেশটি মাথাপিছু সবচেয়ে কম পরিমাণ CO নিঃসৃত করে?
A. চিন
B. কানাডা
C. জাপান
D. ভারতবর্ষ
63. AIDS-এর জন্য দায়ী ভাইরাস কোনটি?
A. T ফাজ
B. HIV
C. অ্যানথ্রাক্স
D. পোলিয়োমায়েলেটিস
64. UNICEF-এর মতে বাল্যবিবাহের মূল কারণ-
A. অপুষ্টি
B. শিক্ষার অভাব
C. দারিদ্রতা
D. এর কোনোটিই নয়
65. ভারতের উদীয়মান শিল্প হল—
A. তথ্যপ্রযুক্তি
B. ইঞ্জিনিয়ারিং
C. পাট শিল্প
D. পেট্রোরসায়ন
66. সূর্য থেকে আগত ক্ষতিকারক UV রশ্মি পৃথিবীপৃষ্ঠে পৌছাতে পারে না, কারণ –
A. বায়ুমণ্ডলে ধূলিকণার উপস্থিতি
B. বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের উপস্থিতি
C. বায়ুমণ্ডলীয় উপরিস্তরে ওজোনের উপস্থিতি
D. সবকটিই সঠিক
67. UV বিকিরণের দ্বারা ক্যানসার সৃষ্টি হয়-
A. ত্বকে
B. চোখের রেটিনায়
C. যকৃতে
D. ফুসফুসে
68. ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কীসের সাহায্যে?
A. হাইগ্রোমিটার
B. ব্যারোমিটার
C. রিখটার স্কেল
D. থার্মোমিটার
69. শৈবাল রুমের কারণ হল জলের-
A. ইউট্রোফিকেশন
B. BOD বৃদ্ধি
C. pH হ্রাস
D. কোনোটিই নয়
70. পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে—
A. পশুদের দ্বারা
B. জমির অতিরিক্ত এবং বেঠিক ব্যবহার
C. বিজ্ঞান ও প্রযুক্তির অপব্যবহার
D. কোনোটিই নয়
71. সাইলেন্ট ভ্যালি অবস্থিত ভারতের-
A. পশ্চিমবঙ্গে
B. তামিলনাড়ুতে
C. কেরলে
D. তেলেঙ্গানায়
72. ন্যাপথা উৎপন্ন হয়-
A. কয়লা থেকে
B. অপরিশোধিত খনিজ তেল থেকে
C. পেট্রোক্রপ থেকে
D. ইউরিয়া থেকে
73. সবচেয়ে উন্নতমানের কয়লা হল-
A. পিট
B. লিগনাইট
C. বিটুমিনাস
D. অ্যানথ্রাসাইট
74. পরিবেশ দূষণ ঘটায় না—
A. তাপবিদ্যুৎ
B. পারমাণবিক বিদ্যুৎ
C. জলবিদ্যুৎ
D. ডিজেল বিদ্যুৎ উৎপাদন
75. LPG ব্যবহৃত হয়-
A. রান্নার কাজে
B. গবেষণাগারে
C. রাস্তার বাতি জ্বালাতে
D. ঘর গরম রাখতে
76. পাহাড়ি অঞলে কয়লা সংগ্রহ করা হয়—
A. সুড়ঙ্গ তৈরি করে
B. উন্মুক্ত খনিজ খনন পদ্ধতিতে
C. ভ্যাকুয়াম পদ্ধতিতে
D. টিউনিং পদ্ধতিতে
77. ভারতের বৃহত্তম সরকারি তাপবিদ্যুৎ সংস্থা কোনটি?
A. NTPC
B. SAARC
C. ONGC
D. OTEC
78. কোনটি কয়লার উপজাত বস্তু নয়?
A. ন্যাপথলিন
B. বেঞ্জিন
C. গ্যাসোলিন
D. টলুইন
79. মনুষ্যনির্মিত পরিবেশকে কী বলে?
A. টেকনোস্ফিয়ার
B. বায়োস্ফিয়ার
C. হাইড্রোস্ফিয়ার
D. ন্যানোস্ফিয়ার
80. মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতব উপাদানটি হল
A. লোহা
B. পারদ
C. সিসা
D. তামা
81. CFC-এর ব্যাবসাভিত্তিক নাম হল
A. ফ্রেয়ন
B. জিয়ন
C. টেফলন
D. মেরন
82. বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
A. 1992 খ্রিস্টাব্দে
B. 1985 খ্রিস্টাব্দে
C. 1990 খ্রিস্টাব্দে
D. 1997 খ্রিস্টাব্দে
83. বিশ্ব স্বাস্থ্যদিবস কবে পালন করা হয়?
A. 7 এপ্রিল
B. 17 জুন
C. 10 মার্চ
D. 23 ডিসেম্বর
84. কৃষির মাধ্যমে অর্থ উৎপাদনের পরিপ্রেক্ষিতে ভারতের স্থান হল
A. প্রথম
B. তৃতীয়
C. দ্বিতীয়
D. পঞ্চম
85. শীতল মরুভূমি দেখা যায়
A. সাইবেরিয়ায়
B. সাহারাতে
C. কালাহারিতে
D. থর-এ
86. পৃথিবীতে কোন্ দেশের লোকজন বিদ্যুতের মাত্র 18% ভোগ করে?
A. ভারতের লোকজন
B. উন্নয়নশীল দেশের লোকজন
C. ইউরোপের লোকজন
D. দক্ষিণ এশিয়ার লোকজন
87. 1986 খ্রিস্টাব্দে স্কুলের ছাত্রছাত্রী ও ক্লাব সদস্যদের নিয়ে গঠিত হয়—
A. OECD
B. NEAC
C. National Green Corps
D. NGO
88. নাগরিক জীবনে মাথাপিছু বর্জ্য পদার্থ নির্গমনের পরিমাণ
A. 450-500 গ্রাম
B. 100-200 গ্রাম
C. 1000 গ্রাম
D. 200-250 গ্রাম
89. বিশ্ব বাণিজ্যের বিষয়গুলি নিয়ন্ত্রণকারী সংস্থা কোনটি?
A. WTO
B. ACO
C. BMO
D. RT0
90. সিলিকোসিস রোগ সৃষ্টির কারণ –
A. ওজোন স্তরের ক্ষয়
B. অল্পবৃষ্টি
C. SO গ্রহণ
D. ফুসফুসে সিলিকার প্রবেশ
91. উদ্ভিদজাত কোন্ যৌগটি ভবিষ্যতে গ্যাসোলিনের পরিবর্তে ব্যবহৃত হতে পারে?
A. ইথানল
B. মিথানল
C. টারটারিক অ্যাসিড
D. সবকটিই সঠিক
92. উত্তর-পূর্ব প্রশান্ত মহাসাগর ক্যারিবিয়ান অঞলের ঘূর্ণিঝড়কে বলে –
A. টাইফুন
B. সাইক্লোন
C. টর্নেদো
D. হ্যারিকেন
93. গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব বাড়ার কারণ হল
A. রেফ্রিজারেটরের ব্যবহার
B. অরণ্য ধ্বংস
C. কয়লা ও পেট্রোলের ব্যবহার
D. সবগুলি সঠিক
94. জলবাহিত প্রাটোজোয়াঘটিত রোগ হল –
A. নিউমোনিয়া
B. জিয়ার্ডিয়েসিস
C. কলেরা
D. অ্যাসকারিয়েসিস
95. শক্তির ব্যবহারের নিরিখে মোট উৎপাদিত শক্তির কত শতাংশ শিল্পক্ষেত্রে ব্যবহৃত হয়?
A. 70%
B. 8০%
C. 50%
D. 52%
96. সৌরশক্তি উৎপাদনে অগ্রণী দেশটি হল –
A. ভারত
B. জাপান
C. শ্রীলঙ্কা
D. অস্ট্রেলিয়া
97. জলের পরিমাণ বাড়ানোর সুব্যবস্থাপনা হল –
A. পেনস্টক
B. ফোরবে
C. ক্যানেল ইনটেক
D. কোনোটিই নয়
98. কোন্ অণুজীব থেকে মিথেন উৎপন্ন হয়?
A. E. coli
B. Pseudomonas
C. Nitrosomonas
D. Methanobacterium