MVI Non Technical Question Papers

MVI Non Technical Question Papers are available here to download for free. The candidates who are preparing for WBPSC Motor Vehicle Inspector Non Technical Exam and in search for preparation tips & pattern to prepare for the written exam.MVI Non Technical Question

Applicants can get WBPSC MVI Non Technical Previous Year Question Papers & West Bengal Public Service Commission Motor Vehicle Inspector Non Technical Exam Pattern, WBPSC MVI Non Technical Syllabus from our website. You can also download the PSCWB Motor Vehicle Inspector Non Technical Exam Sample Questions with answers for free.

We have provided the WBPSC Motor Vehicle Inspector Non Technical Solved Papers to give proper guidance for the aspirants who are preparing for WB PSC Motor Vehicle Inspector Non Technical written exam. Candidates can download WB PSC MVI Non Technical old Papers pdf from the links provided below. Download WBPSC MVI Non Technical Syllabus pdf and Exam Pattern freely.

The PSCWB MVI Non Technical Syllabus & Exam Pattern is provided here for the sake of applicants. A vast number of applicants applied for the WB PSC Recruitment & scheduled their preparation for the Written Test. The West Bengal Public Service Commission Written Exam consists of Objective Type Questions from the following subjects from their relevant field.

Applicants can get the PSCWB MVI Non Technical Syllabus, Exam Pattern in addition to the Previous Year Question Papers. Download the PSCWB Exam Syllabus from the below link and get the Motor Vehicle Inspector Non Technical Exam Pattern details from the following table.

WBPSC MVI Non Technical Previous Year Question Paper pdf direct links are in the table below. Also, download the MVI Non Technical Question paper pdf in the table following. WBPSC Previous Papers helps the applicants during the preparation.

MVI Non Technical Syllabus

PART-I :

THE PART-I will be of Objective (MCQ) Type questions. Total number of questions will be 100 (75 questions on General Studies, including Science and Humanities and 25 questions on Arithmetic problems). Questions on Arithmetic problems will be of Madhyamik standard of WBBSE. Each question will carry 2 marks. Full marks will be 200. Duration of examination will be 1 hour 30 minutes.

PART-II :

Candidates will be called to Part-II (Personality Test) on the basis of the marks in PART-I Examination. The Personality Test will be conducted by the Public Service Commission, West Bengal. Final Merit List will be prepared on the basis of the total marks obtained in PART-I & PART-II Examinations taken together.

Marks allotted for Personality Test – 50.

MVI Non Technical Model Question

1. হর্ষচরিত কার রচনা?
(A) হিউয়েন সাঙ
(B) বিশাখ দত্ত
(C) বাণভট্ট
(D) হর্ষবর্ধন

2. তরলের ফোটা গোলাকৃতি হয় কী কারণে?
(A) সান্দ্রাতা
(B) পৃষ্ঠতলটান
(C) তরলের প্রবাহ
(D) চাপ

3. পাবলো পিকাসো কোন্ দেশের মানুষ ছিলেন?
(A) স্পেন
(B) ইতালি
(C) ব্রাজিল
(D) আর্জেন্টিনা

4. প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে হন?
(A) ভি.এস. রমাদেবী
(B) মাতঙ্গিনী হাজরা
(C) সরলা রায়
(D) আরতি সাহা

5. সত্যমেব জয়তে কোন্ গ্রন্থ থেকে গৃহীত?
(A) সামবেদ
(B) মুণ্ডক উপনিষদ
(C) মহাভারত
(D) অর্থশাস্ত্র

6. R.N.A-তে যে শর্করা আছে তা হল-
(A) ম্যানোজ
(B) রাইবোজ
(C) অক্সিরাইবোজ
(D) ডি-অক্সি রাইবোজ

7. লবণ, পর্বত কোন্ দেশে?
(A) পাকিস্তান
(B) মায়ানমার
(C) ভারত
(D) বাংলাদেশ

8. কে ভারতের চার কোণে চারটি মঠ স্থাপন করেন?
(A) মাধবাচার্য
(B) ভাস্করাচার্য
(C) রামানুজাচার্য
(D) শঙ্করাচার্য

9. নীচের কোনটিকে অপ্রচলিত শক্তির উৎস বলা হয়?
(A) পেট্রোলিয়ম
(B) কয়লা
(C) জলবিদ্যুৎ
(D) প্রাকৃতিক গ্যাস

10. শরৎকালে আঙুরফল পাকতে সাহায্য করে কোন্ বায়ুপ্রবাহ?
(A) লু
(B) সিরোক্কো
(C) ফল
(D) চিনুক

11. প্রধান বায়ুদূষক পদার্থ নীচের কোনটি?
(A) CO
(B) CO2
(C) N2
(D) S

12. প্রথম ক্লোরিন প্রস্তুত করেন-
(A) হাবার
(B) শীলা
(C) অসওয়াল্ড
(D) ডিকন

13. নীচের কোন্ দেশের সন্ত্রাসবাদী গোষ্ঠীর নাম ‘টুপাক আমারু’?
(A) জর্ডন
(B) মালয়েশিয়া
(C) পেরু
(D) তুরস্ক

14. রামমোহন রায়কে ভারতের পথিক’ কে বলেন?
(A) বিদ্যাসাগর
(B) রবীন্দ্রনাথ ঠাকুর
(C) বিবেকানন্দ
(D) মধুসূদন দত্ত

15. কবীর’ যার জন্মকাহিনি রহস্যাবৃত তিনি নীচের কোন্ ব্যক্তির শিষ্য ছিলেন?
(A) রামানুজ
(B) তুকারাম
(C) চৈতন্য
(D) রামানন্দ

16. ই-কোলি দেখা যায়
(A) অন্ত্রে
(B) পাতায়
(C) রঙ্গকে

17. ভারতের ক্ষুদ্রতম রাজ্য নীচের কোনটি ?
(A) ঝাড়খণ্ড
(B) গোয়া
(C) সিকিম
(D) লাক্ষাদ্বীপ

18. নিম্নলিখিত শাসকদের মধ্যে কে দাস বংশের প্রতিষ্ঠাতা ?
(A) হুমায়ুন
(B) ইলতুৎমিস
(C) আকবর
(D) আহমেদ শাহ আবদালী

19. তাপ হল একপ্রকার-
(A) শক্তি
(B) কার্য
(C) বল
(D) ক্ষমতা

20. কাভারত্তি কোথাকার রাজধানী?
(A) গোয়া
(B) লাক্ষাদ্বীপ
(C) দাদরা ও নগর হাভেলি
(D) হরিয়ানা

21. পৃথিবীর বৃহত্তম মালভূমি নীচের কোনটি ?
(A) দাক্ষিণাত্য মালভূমি
(B) পামীর মালভূমি
(C) লরেন্সিয়াম মালভূমি
(D) তিব্বত মালভূমি

22. নীচের কোনটি ধূমায়মান সালফিউরিক অ্যাসিড ?
(A) H2SO4
(B) H2SO4
(C) H2S2O7
(D) H2S203

23. সূচক্ৰত ছিলেন একজন
(A) শস্যবিদ
(B) আয়ুবেদাচার্য
(C) জ্যোতির্বিদ
(D) কোনোটিই নয়

24. ‘কালাম’ বইটির লেখক কে?
(A) এ.পি.জে আব্দুল কালাম
(B) বিদ্যাসাগর
(C) মধুসূদন দত্ত
(D) আর রমানাথন

25. হিউয়েন সাঙ কার রাজত্বকালে ভারতবর্ষে আসেন?
(A) অশোক
(B) সমুদ্রগুপ্ত
(C) হর্ষবর্ধন
(D) চন্দ্রগুপ্ত মৌর্য

26. গুচ্ছিত ফলকে কী বলে?
(A) ইটিরিও
(B) ক্যারিয়পসিস
(C) নাট
(D) অ্যাকীন

27. মাউন্ট এভারেস্ট কোন্ দেশের পর্বতশৃঙ্গ?
(A) নেপাল
(B) ভারত
(C) শ্রীলঙ্কা
(D) চীন

28. সুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে?
(A) অগ্নিমিত্র
(B) অজাতশত্র
(C) বিম্বিসার
(D) পুষ্যমিত্র

29. হিমোগ্লাবিনে কোন্ ধাতু থাকে?
(A) দস্তা
(B) লোহা
(C) সিসা
(D) তামা

30. ‘বদ্রীনাথ’ কোন্ নদীর তীরে অবস্থিত?
(A) সবরমতী
(B) যমুনোত্রী
(C) গঙ্গোত্রী
(D) সরযূ

31. হাইড্রা কোন্ পবর্ভুক্ত প্রাণী?
(A) টিনোফোরা
(B) নিভারিয়া
(C) প্রোটোজোয়া
(D) পরিফের

32. রক্তে হিমোগ্লোবিনের কাজ কী?
(A) অক্সিজেন বহন করা
(B) জীবাণু ধ্বংস করা
(C) বীজাণুধ্বংস করা
(D) রক্তাল্পতা ঠেকানো

33. আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের সংস্থাটি কোথায় অবস্থিত?
(A) প্যারিস
(B) ভিয়েনা
(C) নিউইয়র্ক
(D) জেনেভা

34. কোন্ বাঙালি গ্রন্থাকার ‘অনিলাদেবী’ ছদ্মনাম ব্যবহার করতেন?
(A) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(B) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(C) সত্যজিৎ রায়
(D) কেউই নয়

35. শাহজাহানের আসল নাম কী ছিল?
(A) পারভেজ
(B) খুররম
(C) শাহরিয়ার
(D) খসরু

36. ডি.এন.এ শর্করা হল
(A) ম্যাগেজ
(B) গ্লুকোজ
(C) ফুকটোজ
(D) ডেক্লোরাইবোজ

37. কোন্ দ্বীপকে ‘দারুচিনি দ্বীপ’ বলে?
(A) আন্দামান
(B) লাক্ষাদ্বীপ
(C) নিকোবর দ্বীপপুঞ্জ
(D) শ্রীলঙ্কা

38. বামনী সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন-
(A) তৈমুর
(B) জয়নুল আবেদিন
(C) মালিক কাফুর
(D) হাসান

39. মধুর প্রধান উপাদান কী?
(A) ফুকটোজ
(B) সুক্রোজ
(C) মলটোজ
(D) গ্লুকোজ

40. ভারতের সর্বোচ্চ জলপ্রপাত নীচের কোনটি?
(A) কুদ্র
(B) যোগ
(C) গৌতমধারা
(D) রাজ্যগাপ্পা

41. দীনেশের বর্তমান বয়স 47 বছর ও তার স্ত্রীর বয়স 38 বছর। যখন তাদের বিয়ে তখন দীনেশের বয়স, তার স্ত্রীর বয়সের দেড় গুণ ছিল। কত বছর আগে তাদের বিয়ে হয়েছিল ?
(A) 15
(B) 20
(C) 25
(D) 30

42. কিছু টাকা 160 জন পুরুষ ও মহিলার মধ্যে ভাগ করে দেওয়া হল 16:2 অনুপাতে। প্রত্যেক পুরুষ ও মহিলা যথাক্রমে 433 টাকা করে পেলে মহিলা সংখ্যা কত?
(A) 198
(B) 264
(C) 280
(D) 270

43. এক বিক্রেতা 5% লাভে একটি রেডিও বিক্রি করেন। আরো 24 টাকা বেশি মূলে রেডিওটি বিক্রি করলে 4% লাভ হত। রেডিওটির ক্রয়মূল্য কত?
(A) 800 টাকা
(B) 400 টাকা
(C) 200 টাকা
(D) 100 টাকা

44. সমান সংখ্যক টাকায় 4টি ও 2টি করে দুপ্রকার লেবু কিনে মিশ্রিত লেবু 4 টাকায় 4টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
(A) 15%
(B) 17%
(C) 194%
(D) 11%

45. একটি ট্রেন 125 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 12 সেকেন্ডে ও 80 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 10 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
(A) 145
(B) 140
(C) 148
(D) 150

46. দুটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত 1: 16 হলে এদের ব্যাসার্ধের অনুপাত কত?
(A) 16:1
(B) 4:1
(C) 1:4
(D) 1:16

47. একটি দূর্গে 2000 জনের 54 দিনের খাবার মজুত ছিল। 15 দিন পর আরো লোক আসেন ও বাকি খাদ্যে আর মাত্র 20 দিন চলে। কতজন লোক পরে আসেন?
(A) 2500
(B) 2250
(C) 1900
(D) 1675

48. কোন্ বৃহত্তম সংখ্যা দিয়ে 690 ও 875-কে ভাগ করলে যথাক্রমে 10 ও 25 ভাগশেষ থাকে?
(A) 170
(B) 130
(C) 150
(D) 120

49. একটি ত্রিভুজের ভূমি এবং উচ্চতার অনুপাত 3: 4 যদি ওই ত্রিভুজের ক্ষেত্রফল 216 বর্গসেমি হয়, তবে ভূমি কত হবে?
(A) 15 সেমি
(B) 18 সেমি
(C) 14 সেমি
(D) 16 সেমি

50. একটি তেলপূর্ণ পাত্রের ওজন 32 কেজি ও অর্ধেক তেল থাকাকালীন পাত্রের ওজন 20 কেজি হলে, পাত্রটির ওজন কত কেজি হবে?
(A) 10
(B) 12
(C) 6
(D) 8

More Question Papers for Preparation