JENPAS UG Chemistry Questions and Answers for Preparation

Free downloading links of the JENPAS UG Chemistry Questions and Answers Previous Years Papers are provided here. Click on the enclosed links to get the JENPAS UG Chemistry Old Papers PDF. Here, we provided the JENPAS UG Chemistry Practice Papers just as a reference for the preparation. Finally, download the JENPAS UG

JENPAS UG Chemistry Questions and Answers

Chemistry Previous Papers and use them as a reference for the scheduled preparation. JENPAS UG Chemistry Previous Papers are available. Applicants can download JENPAS UG Old Question Papers. Also, get the Study material, Preparation tips in addition to the JENPAS UG Previous Papers for Chemistry.

On our page, we provide JENPAS UG Chemistry Previous Papers for the sake of aspirants. Therefore download the JENPAS UG Chemistry Previous Papers and start your preparation. Also, check the JENPAS UG Chemistry Syllabus and Chemistry Exam Pattern from the below sections.

Details Syllabus Download
Biological Science Question Papers Click to Download
Physics Model Question Get PDF

Chemistry Question for JENPAS UG

1. নিম্নের কোনটির দ্বারা বাষ্পচাপ ও দ্রবণের গাঢ়ত্বের মধ্যে সম্পর্ক স্থাপন করা যাবে?
(a) মোল ভগ্নাংশ
(b) পারটস পার মিলিয়ন (ppm)
(c) শতকরা ভর
(d) মোলালিটি

2. ঘরের উয়তায় চিনিকে জলে গুললে হাতে ঠান্ডা অনুভূত হয়, নিম্নের কোন্ ক্ষেত্রে জলে চিনির দ্রবীভূত হওয়ার ঘটনাটি খুব দ্রুত হবে?
(a) শীতল জলে চিনির কেলাস
(b) উষ্ণ জলে চিনির কেলাস
(c) শীতল জলে চিনির গুঁড়ো
(d) উষ্ণ জলে চিনির গুঁড়ো

3. সাম্যাবস্থায় উদ্বায়ী তরল দ্রাবকে কঠিন দ্রাবের দ্রবীভূত হওয়ার হার হল
(a) কেলাসনের হার অপেক্ষা কম
(b) কেলাসনের হার অপেক্ষা বেশি
(c) কেলাসনের হারের সমান
(d) শূন্য

4. একটি বিকারে A পদার্থের দ্রবণ আছে। যদি সামান্য পরিমাণ A পদার্থটিকে যোগ করা হয়, তাহলে A অধঃক্ষিপ্ত হয়। দ্রবণটি হল
(a) সম্পৃক্ত
(b) অতিপৃক্ত
(c) অসম্পৃক্ত
(d) গাঢ়

5. একটি কঠিন দ্রাব কোনো একটি নির্দিষ্ট পরিমাণ তরল দ্রাবকে সর্বোচ্চ কত পরিমাণ দ্রবীভূত হতে পারবে তা নিম্নের কোন্ বিষয়টির ওপর নির্ভর করে না?
(a) উষ্ণতা
(b) দ্রাবের প্রকৃতি
(c) চাপ
(d) দ্রাবকের প্রকৃতি

2012 Chemistry Previous Papers

6. নিম্নের কোন্ জলীয় দ্রবণটির স্ফুটনাঙ্ক সর্বোচ্চ?
(a) 1.0 M NaOH
(b) 1.0 M Na2SO4
(c) 1.0 M NH4NO3
(d) 1.0 M KNO3

7. তড়িৎকোশে তড়িৎ প্রবাহ না ঘটলে ওই অবস্থায় কোশের তড়িদ্দার দুটির বিভব পার্থক্যকে কী বলা হয়?
(a) কোশ-বিভব
(b) কোশের তড়িৎচালক বল
(c) বিভব প্রভেদ
(d) কোশ-ভোল্টেজ

8. রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া-হার নীচের যেটির ওপর নির্ভর করে সেটি হল।
(a) পারমাণবিক ভর
(b) তুল্যাঙ্কভার
(c) আণবিক ভর
(d) সক্রিয় ভর

9. কোনো রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া-হার
(a) বিক্রিয়ার অগ্রগতির সঙ্গে বৃদ্ধি পায়
(b) বিক্রিয়া চলাকালীন হ্রাস বা বৃদ্ধি হতে পারে।
(c) বিক্রিয়ার অগ্রগতির সঙ্গে হ্রাস পায়।
(d) বিক্রিয়া চলাকালীন ধ্রুবক থাকে।

10. কোনো বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি শূন্য হলে বিক্রিয়াটির হার-ধ্রুবক
(a) উষ্ণতা বৃদ্ধিতে বৃদ্ধি পায়
(b) উষ্ণতা হ্রাসে হ্রাস পায়
(c) উষ্ণতা বৃদ্ধিতে হ্রাস পায়
(d) উষ্ণতার ওপর নির্ভরশীল নয়

2013 Chemistry Old Papers

11. বিক্রিয়ার হার-ধ্রুবক যেটির ওপর নির্ভর করে সেটি হল
(a) উষ্ণতা
(b) ভর
(c) ভার
(d) সময়

12. নিম্নের কোন্ কোন্ প্রক্রিয়ায় ইমালসনের স্থায়িত্ব নষ্ট হয় না?
(a) উত্তাপন
(b) বিস্তার মাধ্যম সংযোজন
(c) হিমায়ন
(d) ইমালসন-কারক পদার্থ সংযোজন

13. ঋণাত্মক আধানগ্রস্ত ইমালসনকে নিম্নের কোগুলি অধঃক্ষিপ্ত করতে পারবে?
(a) KCI
(b) গ্লুকোজ
(c) ইউরিয়া
(d) NaCl

14. নিম্নের কোন্ কোলয়েডগুলিকে সহজে তঞ্চিত করা যাবে না?
(a) দ্রাবক-বিকর্ষী কোলয়েড
(b) অপরাবর্ত কোলয়েড
(c) পরাবর্ত কোলয়েড
(d) দ্রাবক-আকর্ষী কোলয়েড

15. কালিতে এক টুকরো চক ডুবালে নিম্নের কোন্ ঘটনাগুলি ঘটবে?
(a) রঙিন পদার্থের অধিশোষণ
(b) দ্রাবকের অধিশোষণ
(c) দ্রাবকের অধিশোষণ ও শোষণ উভয়ই
(d) দ্রাবকের শোষণ

2014 Chemistry Papers

16. কোনো বিক্রিয়ায় অনুঘটকের কীরূপ পরিবর্তন ঘটে?
(a) ভৌত বা বাহ্যিক
(b) গুণগত
(c) রাসায়নিক
(d) পরিমাণগত

17. যদি ইলেকট্রোফোরেসিস্ ঘটতে না দেওয়া হয়, তাহলে কোলয়েডে তড়িৎপ্রবাহ চালনা করলে কী ঘটবে?
(a) বিপরীত অভিস্রবণ ঘটবে
(b) তড়িৎ-অভিস্রবণ ঘটবে
(c) বিস্তার মাধ্যম গতিশীল হবে
(d) বিস্তার মাধ্যম স্থির থাকবে

18. নীচের কোনটি আকরিক নয়?
(a) বক্সাইট
(b) ম্যালাকাইট
(c) জিংক ব্রেন্ড
(d) পিগ আয়রন (Pig iron)

19. আকরিক গাঢ়ীকরণে ব্যবহৃত হয়
(a) ভাসমান পদ্ধতি
(b) তাপজারণ
(c) ভস্মীকরণ
(d) তড়িৎ বিশ্লেষণ

20. ক্ষারীয় মৃত্তিকা ধাতু হল
(a) Cu
(b) Zn
(c) Si
(d) Ca

2015 Chemistry Previous Question

21. নীচের কোন আকরিকের গাঢ়ীকরণে তৈলভাসন পদ্ধতি প্রযোজ্য?
(a) অক্সাইড আকরিক
(b) ক্লোরাইড আকরিক
(c) সালফাইড আকরিক
(d) নাইট্রেট আকরিক

22. নীচের কোন্ ধাতুটিকে কার্বন-বিজারণ পদ্ধতির সাহায্যে নিষ্কাশন করা যায় না?
(a) জিংক
(b) আয়রন
(c) সোডিয়াম
(d) কপার

23. তৈলভাসন পদ্ধতিতে আকরিকের গাঢ়ীকরণের জন্য ফেনা উৎপাদক পদার্থ কোনটি ?
(a) বায়ু
(b) পাইন তেল
(c) খনিজ অ্যাসিড
(d) সোডিয়াম জ্যানথেট

24. তৈলভাসন পদ্ধতিতে আকরিকের গাঢ়ীকরণে আকরিকের গ্রাহক হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
(a) জল
(b) খনিজ অ্যাসিড
(c) সোডিয়াম জ্যানথেট
(d) পাইন তেল

25. অ্যালুমিনিয়াম —
(a) সোডিয়াম ক্লোরাইড দ্রবণ থেকে সোডিয়াম প্রতিস্থাপিত করে
(b) ক্যালশিয়াম ক্লোরাইড দ্রবণ থেকে ক্যালশিয়াম প্রতিস্থাপিত করে
(c) কপার সালফেট দ্রবণ থেকে কপার প্রতিস্থাপিত করে
(d) পটাশিয়াম নাইট্রেট দ্রবণ থেকে পটাশিয়াম প্রতিস্থাপিত করে

2016 Chemistry Question Paper

26. থার্মিট পদ্ধতিতে অ্যালুমিনিয়াম কাজ করে
(a) জারক দ্রব্য হিসেবে
(b) বিজারক দ্রব্য হিসেবে
(c) বিগালকরূপে
(d) অনুঘটক হিসেবে

27. বায়ার পদ্ধতিতে বক্সাইটের বিশোধনে যে রাসায়নিক বিকারক ব্যবহার করা হয় তা হল।
(a) Na3CO3
(b) NaOH
(c) ক্রাইয়োলাইট
(d) NaOH এবং Na2CO3 -এর মিশ্রণ

28. বক্সাইট বিশুদ্ধ করতে NaCO3 ব্যবহার করা হয় যে পদ্ধতিতে তার নাম হল
(a) বায়ার পদ্ধতি
(b) হপের পদ্ধতি
(c) সারপেক পদ্ধতি
(d) হলের পদ্ধতি

29. অ্যালুমিনার তড়িবিশ্লেষণে ক্রাইয়োলাইট যোগ করা হয়
(a) অ্যালুমিনার গলনাঙ্ক কমানোর জন্য
(b) তড়িৎ-পরিবাহিতা বাড়ানোর জন্য
(c) অ্যালুমিনার অশুদ্ধি দূর করার জন্য
(d) অ্যানোডের ক্ষয় কমানোর জন্য

30. ফসফরাসের অর্ধপরিবাহী রূপভেদটি হল
(a) সাদা
(b) কালো
(c) লাল
(d) বেগুনি

Download 2017 Chemistry Papers

31. নীচের কোনটিতে P-H বন্ধনের সংখ্যা সবচেয়ে বেশি?
(a) H3PO3
(b) H3PO4
(c) H3PO3
(d) H4P207

32. ফসফরাসের হাইড্রাইড যৌগ PH3 হল
(a) সমযোজী
(b) তড়িৎযোজী
(c) ধাতবধর্মী
(d) কোনোটিই নয়

33. সাদা ফসফরাসের গঠন হল
(a) সামতলিক বর্গাকার
(b) ত্রিভুজাকৃতি পিরামিডীয়
(c) বিকৃত চতুস্তলকীয়
(d) সামতলিক ত্রিকোণাকার

34. ফসফিনের শোষক হল
(a) NaOH দ্রবণ
(b) গাঢ় H2SO4
(c) গাঢ় H3PO4
(d) Ca(OCl)Cl

35. কোন অ্যাসিডে ফসফরাস + 5 জারণ স্তরে অবস্থান করে?
(a) অর্থোফসফোরিক অ্যাসিড
(b) পাইরোফসফোরিক অ্যাসিড
(c) মেটাফসফোরিক অ্যাসিড
(d) সব কটি

2018 Chemistry Pdf

36. হাইপোফসফরাস অ্যাসিড, মেটাফসফোরিক অ্যাসিড, ফসফরাস অ্যাসিড, অর্থোফসফোরিক অ্যাসিড এবং পাইরোফসফোরিক অ্যাসিডের ক্ষারগ্রাহিতা যথাক্রমে
(a) 1, 1, 2, 3, 3
(b) 1, 2, 2, 3, 4
(c) 1, 1, 2, 3, 4
(d) 1, 2, 3, 3, 2, 3

37. অ্যামোনিয়া এবং ফসফিন এই দুটির মধ্যে কোন বক্তব্যটি সঠিক?
(a) অ্যামোনিয়ার চেয়ে ফসফিন তীব্র বিজারক কিন্তু মৃদু ক্ষার
(b) অ্যামোনিয়ার চেয়ে ফসফিন মৃদু বিজারক কিন্তু তীব্র ক্ষার
(c) অ্যামোনিয়ার চেয়ে ফসফিন মৃদু বিজারক ও মৃদু ক্ষার
(d) অ্যামোনিয়ার চেয়ে ফসফিন তীব্র বিজারক ও তীব্র ক্ষার

38. সাদা ফসফরাসকে বর্ণহীন একটি দ্রবণের সঙ্গে বিক্রিয়া করালে বেগুনি বর্ণের একটি গ্যাস মুক্ত হয়। বর্ণহীন দ্রবণটিতে দ্রাবরূপে বর্তমান
(a) KNO3
(b) KI3
(c) KI
(d) KIO3

39. প্রদত্ত অ্যাসিডগুলির মধ্যে কোটিতে P–0-P বন্ধন বর্তমান?
(a) হাইপোফসফরাস অ্যাসিড
(b) ফসফরাস অ্যাসিড
(c) পাইরোফসফোরিক অ্যাসিড
(d) অর্থোফসফোরিক অ্যাসিড

40. নীচের কোন অধাতুটি সালফারের সঙ্গে যুক্ত হয় না?
(a) F2
(b) H2
(c) P4
(d) I2

Download 2019 Chemistry Papers PDF

41. দেশলাই কাঠি জ্বালালে ঝাঁজালো গন্ধ অনুভূত হয় কারণ
(a) SO2 গ্যাস উৎপন্ন হয়
(b) H2S গ্যাস উৎপন্ন হয়
(c) SO2 গ্যাস উৎপন্ন হয়
(d) সব কটি গ্যাস উৎপন্ন হয়

42. সালফারের কোন্ রূপভেদটি CS2-তে অদ্রাব্য?
(a) প্লাস্টিক
(b) মনোক্লিনিক
(c) শ্বেত
(d) রম্বিক

43. রবার ভালকানাইজেশনে সালফার কোন রূপে কাজ করে?
(a) রবারের বর্ণ নির্ধারণে
(b) রবারের আণবিক গঠন পরিবর্তন করতে
(c) রবার অণুগুলিতে আড়বন্ধনকারী উপাদান হিসেবে
(d) সব কটি কাজে

44. প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে বলা হয়
(a) ব্রিম স্টোন
(b) লাইম স্টোন
(c) টোনোরাইট
(d) ব্রোকোমাইট

45. কোন অ্যাসিডটিতে পারক্সি বন্ধন আছে?
(a) সালফিউরাস অ্যাসিড
(b) পাইরোসালফিউরাস অ্যাসিড
(c) ডাইথায়োনিক অ্যাসিড
(d) মার্শাল অ্যাসিড

46. সালফারের নিয়তাকার রূপভেদটি হল
(a) প্লাস্টিক সালফার
(b) রম্বিক সালফার
(c) শ্বেত সালফার
(d) কলয়েডীয় সালফার

47. ফ্লুরিন কেবলমাত্র একটি জারণ স্তর দেখায় কারণ
(a) এটির পরমাণুর আকার ছোটো
(b) এটি উদ্বায়ী
(c) এটির কোনো d কক্ষক নেই
(d) এটি একটি গ্যাস

48. নীচের কোন শ্রেণির মৌলগুলি সহজে অ্যানায়ন উৎপন্ন করে?
(a) অক্সিজেন গ্রুপ
(b) নাইট্রোজেন গ্রুপ
(c) হ্যালাজেন
(d) ক্ষার ধাতু

49. ব্লিচিং পাউডার হল
(a) নর্মাল লবণ
(b) মিশ্র লবণ
(c) যুগ্ম লবণ
(d) জটিল লবণ

50. ব্লিচিং পাউডার কয়েক ফোঁটা গাঢ় HCl-এর সঙ্গে বিক্রিয়ায় উৎপন্ন করে
(a) ক্লোরিন
(b) হাইপোক্লোরাস অ্যাসিড
(c) ক্যালশিয়াম অক্সাইড
(d) অক্সিজেন