Indian Constitution GK in Bengali for SSC, WBPSC, WBCS

Download Indian Constitution GK in Bengali here. The Candidates who are applying for Government Jobs, need to start their preparation as early as possible to gain the right marks in the exam. For that purpose, we are providing Politics GK Question Papers.Indian Constitution GK in Bengali

We have given the solutions for Indian Constitutional GK in Bengali solved exam Papers to make your preparation efficient. Click here to download the Indian Constitution GK in Bengali from the attached pdfs.

The Law GK Question Papers attached in the PDF Format so the aspirants can download quickly. Along with this Indian Constitution GK in Bengali Solved papers, we have attached Politics related Political GK Question Papers.

Indian Constitution GK Model Papers

1. আইনসভার কোন্ কক্ষটির রাষ্ট্রপতি নির্বাচনে কোন ভূমিকা থাকে না?
(A) রাজ্যসভা
(B) লোকসভা
(C) বিধানপরিষদ
(D) বিধানসভা

2. আধা যুক্তরাষ্ট্রীয় বলে কে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটিকে উল্লেখ করে?
(A) মরিস জোনস
(B) কে সি হোয়ার
(C) ডা. বি. আর, অম্বেদকর
(D) গ্রানভীল অস্টিন

3. কোন্ ধারাটি ভারতের সংবিধান সংশোধন সংক্রান্ত?
(A) 165 ধারা
(B) 164 ধারা
(C) 368 ধারা
(D) 168 ধারা

4. কত মাস রাষ্ট্রপতি না থাকাকালীন উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির পদে বহাল থাকতে পারেন?
(A) 6 মাস
(B) 3 মাস
(C) 2 মাস
(D) 1 মাস

5. কাদের দেশের স্টিলফ্রেম বলে?
(A) প্রধানমন্ত্রী
(B) আমলা
(C) মুখ্যমন্ত্রী
(D) রাষ্ট্রপতি

6. কাদের বলা হয় ভারতে অরাজনৈতিক প্রশাসক?
(A) লোকসভার স্পিকার
(B) প্রধানমন্ত্রী
(C) বিচারপতি
(D) আমলা

7. ভারতে রাষ্ট্রকৃত্যক কমিশন কয় প্রকার?
(A) চার প্রকার
(B) তিন প্রকার
(C) দুই প্রকার
(D) এক প্রকার

8. ভারতের রাষ্ট্রপতি কোন ধারাবলে কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশনের সদস্যদের পদচ্যুত করতে পারেন?
(A) 315 ধারা
(B) 312 ধারা
(C) 320 ধারা
(D) 317 ধারা

9. কোনটি ভারতের সর্বোচ্চ ফৌজদারি আদালত?
(A) সুপ্রিমকোর্ট
(B) হাইকোর্ট
(C) লোকসভা
(D) রাজ্যসভা

10. কে প্রথম ভারতীয় সুপ্রিমকোর্টের মহিলা বিচারপতি ছিলেন?
(A) শ্রীমতী মীরা সাহিব ফতিমা বিবি
(B) শ্রীমতী লক্ষ্মী সাইগল
(C) শ্রীমতী শীলা শেঠ
(D) শ্রীমতী সানো দেবী

11. কত খ্রিস্টাব্দে কলকাতা ও মুম্বাই হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়?
(A) 1864
(B) 1862
(C) 1884
(D) 1874

12. হাইকোর্টের বিচারপতিদের স্থানান্তরিত করতে পারেন কে?
(A) রাষ্ট্রপতি
(B) প্রধানমন্ত্রী
(C) পার্লামেন্ট
(D) সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি

13. কোন আদালত প্রচলিত ব্যবথার বাইরে গিয়ে বিচার করে?
(A) লোক আদালত
(B) পঞ্চায়েত আদালত
(C) সাব জজ আদালত
(D) কোনটিই নয়

14. কোনটি জেলার সর্বোচ্চ আদালত?
(A) মুন্সেফ আদালত
(B) জেলা জজের আদালত
(C) হাইকোর্ট
(D) ন্যায় পঞ্চায়েত

15. কোন্ আদালতে লোক আদালতের বিরুদ্ধে মামলা করা যায়?
(A) হাইকোর্ট
(B) সাব জজ আদালত
(C) পঞ্চায়েত আদালত
(D) কোনটিই নয়

More Practice Papers

16. পশ্চিমবঙ্গে বর্তমানে বিধানসভার মোট কত সদস্য সংখ্যা?
(A) 280 জন
(B) 238 জন
(C) 210 জন
(D) 294 জন

17. জ্যোতি বসু কত বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ক্ষমতায় ছিলেন?
(A) 23 বছর
(B) 20 বছর
(C) 30 বছর
(D) 25 বছর

18. রাজ্যপালের মনোনয়নে বিধানসভায় কতজন সদস্য হতে পারেন?
(A) 4 জন
(B) 3 জন
(C) 2 জন
(D) 1 জন

19. কে রাজ্য সচিবালয়ের রাজনৈতিক প্রধান?
(A) রাজ্যপাল
(B) মুখামন্ত্রী
(C) মুখ্যসচিব
(D) প্রধান সচিব

20. দার্জিলিং জেলার জেলাশাসকের অপর নাম কী?
(A) মহকুমাশাসক
(B) সভাধিপতি
(C) ডেপুটি কমিশনার
(D) রাজ্যপাল