Geography GK in Bengali for Competitive Examination

Download the latest Geography GK in Bengali Question Papers. Because in West Bengal all question papers are written in Bengali language. Here we are providing Geography Question and Answers GK in Bengali. Download Geography related GK in Bengali at free of cost.Geography GK in Bengali

We have displaced Geography GK Papers along with solutions. People can use the Geography GK in Bengali Sample Papers as a reference in your preparation. Please don’t expect the same questions in your written exam. Visit the official site for more details regarding Geography GK in Bengali Previous Papers.

Geography Related GK

1. জেড্ডা বন্দর কোন দেশে অবস্থিত?
(A) ইজরায়েল
(B) সৌদি আরব
(C) আফগানিস্তান
(D) ইরান

2. রোটাং গিরিপথ ভারতের কোথায় অবস্থিত?
(A) অসম
(B) সিকিম
(C) হিমাচলপ্রদেশ
(D) উত্তরপ্রদেশ

3. তিরানা কার রাজধানী?
(A) আলবানিয়া
(B) ইরান
(C) ইরাক
(D) সৌদি আরব

4. টেমস্ নদীটি কোন্ পাহাড় থেকে উৎপন্ন হয়েছে?
(A) চিলটার্ন
(B) কটসওল্ড
(C) নর্থ ডাউনস
(D) হোয়াইট হর্স

5. ইরাকের বৃহত্তম তৈলখনির নাম কী?
(A) আইনজালে
(B) কানাকিন
(C) সোসাল
(D) কিরকুক

6. আরব উপদ্বীপের কোনটি বৃহত্তম রাষ্ট্র?
(A) সৌদি আরব
(B) কুয়েত
(C) ইরান
(D) ইরাক

7. কাকে ইটালির ডেট্রয়েট বলা হয় ?
(A) রোম
(B) তুরিন
(C) পিসা
(D) মিলান

8. মহাকাশে প্রথম জীবন্ত প্রাণী কী?
(A) বানর
(B) কুকুর
(C) ইদুর
(D) বিড়াল

9. শনির বৃহত্তম উপগ্রহ-এর নাম কী?
(A) ফোবস
(B) ভেস্ট
(C) মিরান্ডা
(D) টাইটান

10. কোন জেলায় মামা-ভাগ্নে পাহাড় অবস্থিত ?
(A) সিংভূম
(B) পুরুলিয়া
(C) বাঁকুড়া
(D) বীরভূম

11. দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কী?
(A) গোদাবরী
(B) কৃষ্ণা
(C) কাবেরী
(D) নমর্দা

12. কোন্ তিথিতে মরা কটাল হয়?
(A) পূর্ণিমা
(B) অষ্টমী তিথি
(C) অমাবস্যা
(D) কোনটাই নয়

13. পশ্চিমবঙ্গের কোন্ জেলায় মাতলা নদী অবস্থিত?
(A) দক্ষিণ ২৪ পরগনা
(B) বর্ধমান
(C) পূর্ব মেদিনীপুর
(D) হুগলি

14. কোন্ শহরকে স্বর্ণদ্বারের শহর বলা হয় ?
(A) বাগদাদ
(B) প্যারিস
(C) সানফ্রানসিস্কো
(D) অমৃতসর

15. সবচেয়ে বেশি সোনা কোন্ দেশ উৎপন্ন করে ?
(A) সৌদি আরব
(B) ভারত
(C) ব্রাজিল
(D) দক্ষিণ আফ্রিকা

16. বাংলাদেশের বৃহত্তম বন্দর হল –
(A) বরিশাল
(B) চট্টগ্রাম
(C) সীতাকুন্ডী
(D) কক্সবাজার

17. কোন দেশে খাইবার গিরিপথ অবস্থিত?
(A) আফগানিস্তান
(B) ভারত
(C) নেপাল
(D) পাকিস্তান

18. ভারতের সবচেয়ে বড় গুহার নাম কী ?
(A) এলিফ্যান্টা
(B) অমরনাথ
(C) অজন্তা
(D) ইলোরা

19. ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কী?
(A) রোহিনী
(B) ভাস্কর-2
(C) আর্যভট্ট
(D) অগ্নি

20. কোন্ দেশের মানুষ প্রথম চাঁদে পদার্পণ করেন?
(A) ভারত
(B) রাশিয়া
(C) চিন
(D) আমেরিকা যুক্তরাষ্ট্র

More Practice Papers

21. কোন্ নদীর ওপর তিলপাড়া ব্যারেজ তৈরি হয়েছে?
(A) অজয়
(B) রূপনারায়ণ
(C) ময়ূরাক্ষী
(D) দামোদর

22. কোন্ এককে বৃষ্টিপাত মাপা হয়?
(A) মিলিবারে
(B) মিলিমিটারে
(C) কিলোমিটারে
(D) কিলোমিটারে

23. পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক বৃষ্টিপাত হয়?
(A) পঃ মেদিনীপুর
(B) দঃ চব্বিশ পরগনা
(C) কোচবিহার
(D) জলপাইগুড়ি

24. ‘মৌসিম’ শব্দের অর্থ কী?
(A) জলবায়ু
(B) ঋতু
(C) মরুভূমি
(D) আবহাওয়া

25. পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত?
(A) প্রায় 7 কোটি
(B) প্রায় ৪ কোটি
(C) প্রায় 9 কোটি
(D) প্রায় 10 কোটি

26. আফ্রিকার কোন দিকে লোহিত সাগর অবস্থিত ?
(A) পশ্চিম
(B) উত্তর
(C) উত্তর-পূর্ব
(D) উত্তর-পশ্চিম

27. আমাজন নদীর কতগুলি উপনদী আছে?
(A) সাতটি
(B) 213 টি
(C) 100 টি-র বেশি
(D) 1,000-এর বেশি

28. কেন্দ্রমন্ডলের ব্যাসার্ধ কত?
(A) 3471 কিমি
(B) 3470 কিমি
(C) 3475 কিমি
(D) 3445 কিমি