WBTET Primary Environment Science Sample Question Papers
Looking for WBTET Primary Environment Science Sample Question Papers? As West Bengal Board of Primary Education is going to conduct the Assessment Test for the applicants of WBTET, Environment Science Sample question papers help the candidates. Download just by clicking on the West Bengal Board of Primary Education Environment Science Sample Papers with Answers Pdf links. West Bengal Board of Primary Education Sample Exam Paper for TET gives candidates an overview of the assessment test.
West Bengal Board of Primary Education TET exam Environment Science Sample question papers direct download links are given in this section. Hence, download the West Bengal Board of Primary Education TET Sample Paper pdf on Environment Science below. West Bengal Board of Primary Education Primary Teacher Eligibility Test Sample question paper on Environment Science is helpful for those who appear for the written examination.
Sample Question Papers on Environment Science
1. দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য প্রয়োজন
(i) বেকারত্ব
(ii) অর্থনৈতিক স্বনির্ভরতা
(iii) আধ্যাত্মিক স্বনির্ভরতা
(iv) কোনোটিই নয়
2. ব্রাজিলের উপকূলবর্তী ক্রান্তীয় বর্ষা অরণ্যের কত ভাগ বিনষ্ট হয়েছে। –
(i) 30%
(ii) 95%
(iii) 85%
(iv) 90%
3. পরিবেশবিদ স্ক্যান্ডিনেভিয়ার পরিবেশের অম্লতা বৃদ্ধি নিয়ে সতর্কবাণী শুনিয়েছিলেন –
(i) 1986 সালে
(ii) 1988 সালে
(iii) 1960 সালে
(iv) 1985 সালে
4. কৃষিজমি থেকে উৎপন্ন একটি বায়ুদূষকের নাম হল –
(i) মিথেন
(ii) CFC
(iii) ওজোন
(iv) সালফার ডাইঅক্সাইড
5. হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট অনুযায়ী 2004 সালে সবচেয়ে বেশি CO2 উৎপাদনকারী দেশ হল –
(i) মার্কিন যুক্তরাষ্ট্র
(ii) চিন
(iii) ভারত
(iv) জাপান
6. কিয়োটো প্রোটোকল অনুষ্ঠিত হয় –
(i) জেনেভায়
(ii) মেক্সিকোতে
(iii) কানাডায়
(iv) জাপানে
7. ‘National Earthquake Information Centre’ কোথায় অবস্থিত? –
(i) দিল্লি, ভারত
(ii) টোকিও, জাপান
(iii) কলোরাডো, আমেরিকা
(iv) কোনোটিই নয়
8. বাতাসে CO2 কত পরিমাণে থাকা উচিত? –
(i) 0%
(ii) 0.035%
(iii) 0.1%
(iv) 1%
9. জল দূষণের ফলে –
(i) জলাশয়ের সাধারণ প্রজাতির বৈচিত্র্য কমে যায়
(ii) জলাশয়ের অপসহনকারী প্রজাতি বৈচিত্র্য বৃদ্ধি পায়
(iii) জলজ শ্যাওলার পরিমাণ বৃদ্ধি পায়
(iv) প্রদত্ত সবকটি ঘটে
10. পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় সর্বাধিক কার্যকরী পদ্ধতিটি হল—
(i) ভূমি ভরাটকরণ
(ii) বর্জ্য পুনর্ব্যবহার
(iii) বর্জ্য চিহ্নিতকরণ
(iv) নিয়ন্ত্রিত দহন
11. বর্তমানে ভারতে যে পরিমাণ কয়লা সঞ্চিত আছে, তা সবার চাহিদা মিটিয়ে যাবে আগামী
(i) 50 বছর
(ii) 100 বছর
(iii) 250 বছর
(iv) 350 বছর
12. পারমাণবিক শক্তির কাঁচামাল হল –
(i) ইউরেনিয়াম
(ii) ডয়টেরিয়াম
(iii) ট্রাইটিয়াম
(iv) সবগুলিই
13. ভারতের একটি অবাণিজ্যিক শক্তি উৎস হল-
(i) কাঠকয়লা
(ii) প্রাকৃতিক গ্যাস
(iii) বিদ্যুৎশক্তি
(iv) কয়লা
14. পরিবেশ দূষণ ঘটায় না –
(i) তাপশক্তি
(ii) ভূ-তাপশক্তি
(iii) বিদ্যুৎ শক্তি
(iv) পারমাণবিক শক্তি
15. সবচেয়ে উন্নত মানের কয়লা হল।
(i) অ্যানথ্রাসাইট
(ii) বিটুমিনাস
(iii) লিগনাইট
(iv) পিট
16. জোয়ার বা জলস্ফীতি হয় –
(i) পৃথিবীর ঘূর্ণন এবং চন্দ্র ও সূর্যের আকর্ষণের প্রভাবে
(ii) পৃথিবীর তার নিজের অক্ষে অতিরিক্ত ঘুর্ণনের ফলে
(iii) পৃথিবীর ও চন্দ্রের মাঝে সূর্যের আগমনের ফলে
(iv) সূর্য ও চন্দ্রের মাঝে পৃথিবীর আগমনের ফলে
17. হাইড্রোকার্বনের সরলতমরূপ হিসেবে যে গ্যাসটি পাওয়া যায় তার নাম হল-
(i) প্রাকৃতিক গ্যাস
(ii) অ্যাসফাল্ট
(iii) পেট্রোলিয়াম গ্যাস
(iv) বিটুমিন
18. রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হওয়ার একটি উদাহরণ হল
(i) সালোকসংশ্লেষ
(ii) ব্যাটারি
(iii) ডায়নামো
(iv) এদের কোনোটিই নয়
19. কলকাতার বায়ুদূষণের কতটা যানবাহন থেকে সৃষ্ট?
(i) 40%
(ii) 50%
(iii) 30%
(iv) 16%
20. UNICEF-এর মতে বাল্যবিবাহের প্রধান কারণ –
(i) শিশুশ্রম
(ii) কুসংস্কার
(iii) দারিদ্রতা
(iv) অনাহার
Mock Test | Latest Question |
Suggestion | Important Papers |
New Pattern | Sample Papers |
Previous Papers | Model Question |
21. সমুদ্র পৃষ্ঠের উচ্চতা 1 মিটার বাড়লে পৃথিবীতে ক্ষতিগ্রস্ত কৃষিজমির শতকরা হার হবে –
(i) 2.5
(ii) 1.0
(iii) 0.4
(iv) এদের কোনোটিই নয়
22. উন্নয়নশীল দেশগুলোর মত অনুযায়ী উন্নয়নের একমাত্র সঠিক পথ হল –
(i) গ্রামোন্নয়ন
(ii) নগরায়ণ
(iii) গ্রামোন্নয়ন ও নগরায়ণ উভয়ই
(iv) কোনোটিই নয়
23. ‘ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইন্সটিটিউট’ কোথায় অবস্থিতা –
(i) ভারতবর্ষ
(ii) বাংলাদেশ
(iii) ফিলিপাইন
(iv) কানাডা
24. আমেরিকা যুক্তরাষ্ট্রে নগরায়ণের কারণে কত শতাংশ জলাভূমি নষ্ট হয়েছে? –
(i) 25%
(ii) 33%
(iii) 50%
(iv) 75%
25. পৃথিবীর আবহাওয়ার গুণমান বজায় রাখতে শিল্পক্ষেত্রে প্রয়োজন-
(i) গ্রিন টেকনোলজি
(ii) প্লেস টেকনোলজি
(iii) হোয়াইট টেকনোলজি
(iv) রেড টেকনোলজি
26. ভারতে পরিবেশ (সুরক্ষা) আইন প্রণয়ন করা হয়-
(i) 1974 খ্রিস্টাব্দে
(ii) 1966 খ্রিস্টাব্দে
(iii) 1986 খ্রিস্টাব্দে
(iv) 2000 খ্রিস্টাব্দে
27. চেরনোবিল পারমাণবিক বিপর্যয় ঘটেছিল –
(i) রাশিয়াতে
(ii) চিনে
(iii) জাপানে
(iv) ভারতে
28. যে কম্পাঙ্কের শব্দে কানের পর্দা ছিঁড়ে যায়, তা হল –
(i) 65 ডেসিবেল
(ii) 85 ডেসিবেল
(iii) 160 ডেসিবেল
(iv) 110 ডেসিবেল
29. কিয়েটো প্রোটোকলের আলোচ্য বিষয় ছিল –
(i) ওজোন স্তরের ওজোন ঘনত্ব হ্রাস
(ii) ভূগর্ভস্থ জলাধারে জলের সঞ্চয় কমে যাওয়া
(iii) বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধি
(iv) কোনোটিই নয়
30. জলাভূমিতে অণুজীবের ক্রিয়ার ফলে সৃষ্টি হয় যে গ্যাস তার নাম –
(i) মিথেন
(ii) এরোসল
(iii) অক্সিজেন
(iv) কার্বন ডাইঅক্সাইড