Class 4 Math in Bengali
However, the candidates who are looking for Class 4 Math in Bengali can find here. Hence, here is the direct link for amar ganit class 4 solution Paper for Exam. Here we Provide you direct link for class 4 math bengali medium pdf Question Paper with Answers Pdf for free of cost.
Amar Ganit class 4 solution Papers are available here to download for free. Therefore, the candidates who are preparing for Class 4 Math in Bengali can get solved Papers from the below links. The candidates who are in search of the Pranabesh Jana math book class 4 Papers. For the sake of those aspirants, we have updated the Pranabesh Jana math book class 4 Sample Papers on our website for free of cost.
নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তর দাও
1. ৩২৫৬ সংখ্যাটিতে ২-এর স্থানীয় মান __________ এবং ৫-এর প্রকৃত মান _______।
2. ১২ ঘণ্টার ঘড়িতে সময় সকাল ৮: ১৫ হলে, ২৪ ঘণ্টার ঘড়িতে সময় ____________।
3. ১ বছর ১ মাস ৫ দিন = ___________ দিন।
4. লিপইয়ার বছরের দিনসংখ্যা __________
5. তিনটি ছেলের গড় বয়স ৯ বছর হলে, তাদের মোট বয়স ___________ বছর।
6. ৪২৮৭-কে স্থানীয় মানে বিস্তার করে কথায় লেখো।
7. ৬ সংখ্যাটির পূরণবাচক সংখ্যা এবং সংক্ষিপ্ত রূপটি লেখো।
8. উচ্চক্রমে সাজাও : ৮৭০৮, ৬৮২৯, ৭২০০, ৫০০০।
9. ৩ ঘণ্টা ৪২ মিনিট = কত মিনিট।
10. মানের উর্ধ্বক্রমে সাজাও : ২৫৭২, ২৪৩২, ২৬৭৭, ২৪৭২।
11. ১১১১ মিনিট = ______ ঘণ্টা __________ মিনিট।
12. মানের উর্ধ্বক্রমে সাজাও : ৫৭৮৯, ৫০৭৮, ৫৭০৮, ৭৮৫০ |
13. মানের অধঃক্রমে সাজাও : ৬০২৮, ৬৩০৭, ৭৬৮৩, ৫ ৪ ০৬।
14. ৫, ০, ৭ অঙ্কগুলি দ্বারা গঠিত তিন অঙ্কের সর্বাধিক কটি সংখ্যা গঠন করা যাবে?
15. ১৯তম বিজোড় সংখ্যাটি কত?
16. মিলিমিটার ও ডেসিমিটারের সম্পর্ক লেখো।
17. যমজ মৌলিক সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও।
18. ৪৮ সংখ্যাটির গুণনীয়ক কী কী?
19. ২ ছাড়া সব মৌলিক সংখ্যা জোড় না বিজোড় সংখ্যা ?
20. ৭ একটি মৌলিক না যৌগিক সংখ্যা ?
21. ৩৬-কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো।
22. ইরাটোস্থিনিসের চালুনি কাকে বলে?
23. একটি সংখ্যার সবচেয়ে বড়ো গুণনীয়ক কত?
24. একটি ঘনকের উদাহরণ দাও।
25. আয়তন মাপার মূল একক কী?
26. সরল অঙ্কে বন্ধনী না থাকলে কোন্ চিহ্নের কাজ সবশেষে করতে হয়?
27. দুটি পরস্পর মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয়ক কত?
28. প্রকৃত ভগ্নাংশের মান ১-এর চেয়ে বেশি না কম?
29. একটি সংখ্যার অর্ধেকের দ্বিগুণ ৮ হলে, সংখ্যাটি কত?
30. দুই অঙ্কের ক্ষুদ্রতম যৌগিক সংখ্যাটি কত?
31. ০.১৭-কে সামান্য ভগ্নাংশে লেখো।
32. ৫৬-কে উৎপাদকে বিশ্লেষণ করো।
33. _________ সংখ্যাটি মৌলিকও নয় যৌগিকও নয়।
34. মৌলিক সংখ্যার উৎপাদক হল ___________ টি।
35. একটি সামতলিক ক্ষেত্রকে ঘিরতে কমপক্ষে __________ টি সরলরেখা প্রয়োজন।
36. একটি সরলরেখা অঙ্কন করতে কমপক্ষে _______________ টি বিন্দুর প্রয়োজন।
37. ১/২ কিলোমিটার = _____________ সেন্টিমিটার।
38. PEN শব্দটির মান যদি ১৬ – ৫ – ১৪ হয়, তবে FRIEND শব্দটির মান __________
39. ফুটবলের উপরিতলটি _____________ তল।
40. কোনো সংখ্যা ২ ও ৩ উভয় দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ______________ দ্বারা বিভাজ্য হবে।
41. একমাত্র জোড় মৌলিক সংখ্যাটি হল ___________
42. ২৫-এর দুই অঙ্কের বৃহত্তম গুণিতকটি হল ____________
43. ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা হল ______________
44. ৭ মিটার ২০ সেমি = সেমি।
45. একটি দেশলাই বাক্সের _____________ টি তল।
46. ৩ ও ৪ -এর সাধারণ গুণনীয়ক ____________
47. ২ বছর ২ মাস ২ দিন = _____________ দিন।
48. বর্গক্ষেত্রের চারটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে _____________ বলে।
49. যেসব সংখ্যা ৯ দিয়ে বিভাজ্য তারা _______________ দিয়েও বিভাজ্য।
50. ৮ মিলিমিটার = ______________ সেন্টিমিটার।
গণিতের ভাষায় সমস্যা লিখে সমাধান করো
1. পাড়ার মাটির ভাঁড় তৈরি করার ঘরে প্রতিদিন ১২২টি বড়ো ভাঁড় ও ১২০টি ছোটো ভাঁড় তৈরি হয়। ২ সপ্তাহে মোট কতগুলি ভাঁড় তৈরি হবে?
2. হাবুকাকা ৪পেটি কমলালেবু ও ৪ পেটি আপেল কিনলেন। তিনি ১ পেটি কমলালেবু ২৩০০ টাকায় এবং ১ পেটি আপেল ১৮০০ টাকায় কিনলেন। কোন্ ফল কিনতে হাবুকাকার বেশি খরচ হল এবং কত বেশি খরচ হল?
3. প্রজাতন্ত্র দিবসে ৭৫০ জন অনুষ্ঠানে এসেছে। এর মধ্যে ৫০০ জন অভিভাবক আর বাকিরা শিক্ষার্থী। প্রত্যেক শিক্ষার্থীকে ৪টি করে লজেন্স দিলে মোট কত লজেন্স থাকবে?
4. ২, ০, ১, ৭ অঙ্কগুলি দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল নির্ণয় করো।
5. ১ থেকে ২৫ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির সমষ্টি নির্ণয় করো।
6. পায়েলের কাছে ১২০০ টাকা আছে, সে ৪৫০ টাকায় মায়ের শাড়ি, ৪২৫ টাকায় বাবার পাঞ্জাবি ও ৩৫০ টাকা ভাইয়ের জামা কিনবে। পায়েলের আর কত টাকার দরকার আছে?
7. একটি ট্রেন প্রতিদিন রাত ৮ টা ৩৫ মিনিটে ছাড়ে। গতকাল লাইনে গণ্ডগোলের জন্য ট্রেনটি ছাড়ে রাত ১১টা ৫ মিনিটে। ট্রেনটি ছাড়তে কত দেরি হয়েছে?
8. তোমার দাদা তোমার থেকে ১ বছর ৯ মাসের বড়ো। তোমার বোন তোমার থেকে ২ বছর ৭ মাসের ছোটো। তোমার বয়স ৯ বছর ৬ মাস হলে, তোমার দাদা ও বোনের বয়স কত?
9. তুমি বাড়ির সামনের টিউবওয়েল থেকে ৫ লিটার জার ভরতি করে জল আনলে কিন্তু জারটি ফুটো থাকায় কিছু পরিমাণ জল পড়ে গেল। বাড়িতে এসে দেখলে ৩ লিটার ২০০ মিলিলিটার জল আছে। কতটা পরিমাণ জল পড়ে গেল তা হিসাব করো।
10. চিকুর ৭ মিটার লম্বা একটি সবুজ ফিতে আছে। সে তার থেকে ২ মিটার ৩০ সেমি দৈর্ঘ্যের দুটি টুকরো কেটে নিলে বাকি কতটা সবুজ ফিতে পড়ে থাকবে?
11. একটি বাঁশের ১/৮ অংশ কাদায়, ৩/৫ অংশ জলে ও বাকি ১১/২ ফুট জলের ওপরে আছে। বাঁশের দৈর্ঘ্য কত?
12. আজ সকালে বাবা বাজার থেকে ২ কিগ্রা ৫০০ গ্রাম আলু, ১ কিগ্রা ছোলার ডাল, ১ কিগ্রা ৫০০ গ্রাম আটা এনেছেন। রান্না করার পরে ওজন নিয়ে দেখলাম ৭৫০ গ্রাম আলু, ২০০ গ্রাম ছোলার ডাল ও ৫০০ গ্রাম আটা পড়ে আছে। মা রান্নায় মোট কত ওজনের জিনিস ব্যবহার করেছেন হিসাব করো।
13. দীনেশ শেখ লেনে রাস্তার কাজ চলছে। প্রথম দিনে রাস্তার ২/৫ অংশ কাজ হয়েছে। কিন্তু দ্বিতীয় দিনে ১/৫ অংশ কাজ হয়েছে। এখনও কত অংশ কাজ বাকি আছে?
14. ১ লিটার জল ৪টি সমান মাপের গ্লাসে ঢাললে প্রত্যেকটি গ্লাসে কত আয়তনের জল ধরবে?
15. কুলসহ ঝুড়ির ওজন ২ কিগ্রা ৪০০ গ্রাম। কুলের ওজন ১ কিগ্রা ৭০০ গ্রাম। ঝুড়ির ওজন কত?
16. সমান ১০ ভাগের ৫ ভাগ = কত?
17. ২ ও ৪-এর সবচেয়ে ছোটো সাধারণ গুণিতকের সঙ্গে ২ ও ৪-এর সবচেয়ে ছোটো সাধারণ গুণনীয়কের যোগফল কত?
18. শীলা ও তার ৮ বন্ধু মোট ২২৫ টাকা গাড়ি ভাড়া দিয়ে বাড়ি ফিরল। প্রত্যেকের ভাড়া সমান হলে কত টাকা করে ভাড়া দেবে হিসেব করে।
19. শিক্ষক মহাশয় তোমাকে তিন দ্বারা বিভাজ্য একটি সংখ্যা লিখতে বলেছেন, তুমি ভুল করে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখলে। তোমার লেখা সংখ্যাটির সঙ্গে সবচেয়ে কম আর কত যোগ করলে সংখ্যাটি তিন দ্বারা। বিভাজা হবে? যোগ করে পাওয়া সংখ্যাটি কি নয় দ্বারা বিভাজ্য হবে, যদি না হয় তবে সবচেয়ে কম আর কত যোগ করলে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে?
20. ১২ জন লোক ১৫ দিনে একটি পুকুর কাটতে পারে। ২০ দিনে পুকুরটি কাটতে হলে, কতজন লোক লাগবে?
21. একটি ৫ লিটারের ফাঁকা জারে ২ লিটার ৫০০ মিলিলিটার ঠান্ডা জল ও ১ লিটার ৮০০ মিলিলিটার গরম জল রাখলাম ওই জারটা ভরতি করতে আরও কত জল ঢালতে হবে হিসেব করো।