WBTET Primary Environment Science Latest Question Papers

Looking for WBTET Primary Environment Science Latest Question Papers? As West Bengal Board of Primary Education is going to conduct the Assessment Test for the applicants of WBTET, Environment Science Latest question papers help the candidates. Download just by clicking on the West Bengal Board of Primary Education Environment Science Latest Papers with Answers Pdf links. West Bengal Board of Primary Education Latest Exam Paper for TET gives candidates an overview of the assessment test.

WBTET Primary Environment Science Latest Question Papers
West Bengal Board of Primary Education TET exam Environment Science Latest question papers direct download links are given in this section. Hence, download the West Bengal Board of Primary Education TET Latest Paper pdf on Environment Science below. West Bengal Board of Primary Education Primary Teacher Eligibility Test Latest question paper on Environment Science is helpful for those who appear for the written examination.

Latest Question Papers on Environment Science

1. অস্বাস্থ্যকর পরিবেশে বাস করার জন্য প্রতিবছর কত লোক মারা যায়? –
(i) 50 লক্ষের বেশি
(ii) 50 লক্ষের কম
(iii) 70 লক্ষের বেশি
(iv) 40 লক্ষের কম

2. স্থিতিশীল পপুলেশনের অর্থ হল-
(i) মৃত্যুহার > জন্মহার
(ii) মৃত্যুহার = জন্মহার
(iii) জন্মহার > মৃত্যুহার
(iv) এদের কোনোটিই নয়

3. বিজ্ঞানীদের অনুমান হিমবাহের গলনের ফলে 2080 সালের মধ্যে সিন্ধু নদ-এর জল কত কমে যাবে?
(i) 35%
(ii) 50%
(iii) 70 %
(iv) 80%

4. জলাশয়ে মাছের সংখ্যা হ্রাসের প্রধান কারণ –
(i) মাছের রোগ
(ii) জলের অম্লতা বৃদ্ধি
(iii) অধিক বৃষ্টিপাত
(iv) এদের কোনোটিই নয়

5. বায়ুমণ্ডলে ওজোনস্তর দেখা যায় –
(i) ট্রপোস্ফিয়ারে
(ii) স্ট্যাটোস্ফিয়ারে
(iii) মেসোস্ফিয়ারে
(iv) আয়নোস্ফিয়ারে

6. বিশ্বের জনসংখ্যার আনুমানিক কত শতাংশ প্রথম বিশ্বে বসবাস করে? –
(i) 20%
(ii) 40%
(iii) 10%
(iv) 5%

7. সারা পৃথিবীতে কত ভাগ মানুষ হিমবাহের পশ্চাদপসরণের কারণে বিপন্ন পড়েছে? –
(i) 10%
(ii) 40%
(iii) 60%
(iv) 80 %

8. NEAC-এর মূল ভাবনা হল –
(i) বনসংরক্ষণ
(ii) বন্যপ্রাণী বাঁচানো
(iii) জলই জীবন
(iv) সবকটি

9. ভারতবর্ষের কতগুলি বিদ্যালয়ে ‘ন্যাশনাল থ্রিন কর্পস’ প্রতিষ্ঠিত হয়েছে? –
(i) 79,000
(ii) 80,000
(iii) 72,000
(iv) 1,12,000

10. কোন্ সালে চেরনোবিল দুর্ঘটনা হয়েছিল? –
(i) 1985 খ্রিস্টাব্দে
(ii) 1987 খ্রিস্টাব্দে
(iii) 1993 খ্রিস্টাব্দে
(iv) 1986 খ্রিস্টাব্দে

11. PAN -এর পুরো কথাটি হল –
(i) পার অ্যাটমিক নম্বর
(ii) পারন্সি অ্যাসিটাইল নাইট্রেট
(iii) পার অ্যাকটিভ নাইট্রোজেন
(iv) কোনোটিই নয়

12. উন্নত দেশগুলিতে প্রকৃত সাক্ষর ব্যক্তির সংখ্যা –
(i) 99%
(ii) 88%
(iii) 77%
(iv) 100%

13. 2004 সালে সমীক্ষা অনুযায়ী ভারতে মাথাপিছু CO2 নিঃসরণের পরিমাণ-
(i) 1.2 টন
(ii) 3.8 টন
(iii) 9.9 টন
(iv) 9.8 টন

14. ভূগর্ভস্থ টেকটোনিক পাতের ঘর্ষণজনিত কারণে সৃষ্টি হয় –
(i) বন্যা
(ii) নিরক্ষীয় সাইক্লোন
(iii) ভূমিকম্প
(iv) সুনামি

15. মানুষের কারণে সৃষ্ট প্রধান গ্রিন হাউস গ্যাসটি হল –
(i) CFC
(ii) CO
(iii) CO2
(iv) SO2

16. ভূপাল গ্যাস দুর্ঘটনা ঘটে –
(i) 1984 খ্রিস্টাব্দে
(ii) 1990 খ্রিস্টাব্দে
(iii) 1985 খ্রিস্টাব্দে
(iv) 1992 খ্রিস্টাব্দে

17. যে কয়লার তাপনক্ষমতা সবচেয়ে বেশি সেটি হল –
(i) পিট
(ii) লিগনাইট
(iii) অ্যানথ্রাসাইট
(iv) বিটুমিনাস

18. ভারতবর্ষে শক্তির প্রধান উৎস হল –
(i) সৌরশক্তি
(ii) বায়োগ্যাস
(iii) জীবাশ্ম জ্বালানি
(iv) জলবিদ্যুৎ প্রকল্প

19. সমুদ্র তাপশক্তি উৎপন্ন করা হয় –
(i) সমুদ্রের বিভিন্ন স্তরের জলের তাপমাত্রার পার্থক্যকে কাজে লাগিয়ে
(ii) সমুদ্রের তলদেশের ভূগর্ভের তাপমাত্রাকে কাজে লাগিয়ে
(iii) সমুদ্রের জলকে ফুটিয়ে তার বাষ্পশক্তিকে কাজে লাগিয়ে
(iv) সমুদ্রের জলাকে ওপর থেকে নীচের দিকে প্রবাহিত করে

20. কাঠ থেকে কয়লা তৈরির প্রকৃষ্ট উদাহরণ হল –
(i) পিট
(ii) লিগনাইট
(iii) বিটুমিনাস
(iv) অ্যানথ্রাসাইট

Mock Test Latest Question
Suggestion Important Papers
New Pattern Sample Papers
Previous Papers Model Question

21. মার্শ গ্যাস নামে পরিচিত গ্যাসটি হল –
(i) মিথেন
(ii) নাইট্রোজেন
(iii) প্রোপেন
(iv) ইথেন

22. রাসায়নিক শক্তি তাপ ও যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় –
(i) ব্যাটারিতে
(ii) শ্বসনে
(iii) ডায়নামোতে
(iv) সালোকসংশ্লেষে

23. প্রদত্ত কোন্‌টি সৌরশক্তির সর্বোত্তম ব্যবহাররূপে গণ্য হয়? –
(i) সমুদ্র থেকে লবণ তৈরি করা
(ii) ঘর গরম করা
(iii) কৃষিকার্য সাধন করা
(iv) মোটরগাড়ির জ্বালানি

24. নবীকরণযোগ্য শক্তি হল –
(i) বৈদ্যুতিক শক্তি
(ii) তাপ শক্তি
(iii) বায়ুপ্রবাহ শক্তি
(iv) এদের কোনোটিই নয়

25. প্রথম আদিম মানুষ (হোমো হ্যাবিলিস) কোন্ মহাদেশে আবির্ভূত হয়?-
(i) আফ্রিকা
(ii) উত্তর আমেরিকা
(iii) অস্ট্রেলিয়া
(iv) কোনোটিই নয়

26. উন্নত দেশগুলির জনসংখ্যার আনুমানিক কত শতাংশ মানুষ শহরাঞ্চলে বাস করে? –
(i) 50
(ii) 75
(iii) 60
(iv) 651

27. পৃথিবী থেকে প্রতি বছর আনুমানিক কত আয়তন ক্রান্তীয় বনাঞ্চল বিলীন হয়ে যাচ্ছে? –
(i) 110 লক্ষ হেক্টর
(ii) 170 লক্ষ হেক্টর
(iii) 50 লক্ষ হেক্টর
(iv) 10 লক্ষ হেক্টর

28. বিগত 50 বছরে সাহারা মরুভূমির আয়তন কতটা বৃদ্ধি পেয়েছে? –
(i) 750 বর্গকিলোমিটার
(ii) 1000 বর্গকিলোমিটার
(iii) 650 বর্গকিলোমিটার
(iv) কোনোটিই নয়

29. কোন্ নদীটি মৃত বলে ঘোষিত হয়েছে? –
(i) ইছামতী
(ii) রায়মঙ্গল
(iii) বিদ্যাধরী
(iv) হলদি

30. ভারতে মৃত্তিকা ক্ষয়ের বার্ষিক হার কত?
(i) 60,000 লক্ষ টন
(ii) 50,000 লক্ষ টন
(iii) 75,000 লক্ষ টন
(iv) কোনোটিই নয়