WBJEEB ANM and GNM Arithmetic Question Papers in Bengali
WBJEEB ANM and GNM Arithmetic Question Papers – ANM and GNM Previous Year Question Paper pdf direct links are in the table below. Aspirants can download Arithmetic and start your preparation. Questions papers are as per class 9 and class 10 syllabus of West Bengal Board of Secondary Education.
Arithmetic Paper given below is only for reference purpose. Interested candidates can check the official page for more details. Check the exam pattern for written examination of ANM and GNM in the table below.
Also, download the ANM and GNM previous question paper pdf in the table following. Before referring the Arithmetic previous year paper goes through the exam pattern which helps in understanding the question paper pattern. WBJEEB ANM and GNM Previous Papers help the applicants during the preparation.
Arithmetic Model Question Papers Madhyamik Standard
1. দীনেশের বর্তমান বয়স 47 বছর ও তার স্ত্রীর বয়স 38 বছর। যখন তাদের বিয়ে তখন দীনেশের বয়স, তার স্ত্রীর বয়সের দেড় গুণ ছিল। কত বছর আগে তাদের বিয়ে হয়েছিল?
(A) 15
(B) 20
(C) 25
(D) 30
2. কিছু টাকা 160 জন পুরুষ ও মহিলার মধ্যে ভাগ করে দেওয়া হল 16: 21 অনুপাতে। প্রত্যেক পুরুষ ও মহিলা যথাক্রমে 433 টাকা করে পেলে মহিলার সংখ্যা কত?
(A) 198
(B) 264
(C) 280
(D) 270
3. এক বিক্রেতা 5% লাভে একটি রেডিও বিক্রি করেন। আরো 24 টাকা বেশি মূল্যে রেডিওটি বিক্রি করলে 4% লাভ হত। রেডিওটির ক্রয়মূল্য কত ?
(A) 800 টাকা
(B) 400 টাকা
(C) 200 টাকা
(D) 100 টাকা
4. সমান সংখ্যক টাকায় 4টি ও2টি করে দুপ্রকার লেবু কিনে মিশ্রিত লেবু টাকায় 4টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
(A) 15%
(B) 17%
(C) 19%
(D) 11%।
5. একটি ট্রেন 125 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 12 সেকেন্ডে ও ৪০ মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 10 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
(A) 145
(B) 140
(C) 148
(D) 150
6. একটি দৃর্গে 2000 জনের 54 দিনের খাবার মজুত ছিল। 15 দিন পর আরো লোক আসেন ও বাকি খাদ্যে আর মাত্র 20 দিন চলে। কতজন লোক পরে আসেন?
(A) 2,500
(B) 2,250
(C) 1,900
(D) 1,675
7. কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 690 ও 875-কে ভাগ করলে যথাক্রমে 10 ও 25 ভাগশেষ থাকে ?
(A) 170
(B) 130
(C) 150
(D) 120
8. একটি তেলপূর্ণ পাত্রের ওজন 32 কেজি ও অর্ধেক তেল থাকাকালীন পাত্রের ওজন 20 কেজি হলে পাত্রটির ওজন কত কেজি হবে?
(A) 10
(B) 12
(C) 8
(D) 6
9. কোন অনুপাতের উভয় পদের সঙ্গে যোগ করলে অনুপাতটি 3 : 4 ও উভয় পদ থেকে। বিয়োগ করলে অনুপাতটি 2 : 3 হবে?
(A) 2:5
(B) 4:9
(C) 6:11
(D) 5:7
10. বিক্রয়মূল্যের ওপর 20% ক্ষতি হলে ক্রয়মূল্যের ওপর ক্ষতির হার কত?
(A) 15%
(B) 20%
(C) 25%
(D) 16%
ANM and GNM MCQ Question in Bengali |
11. 15টি চেয়ার ও 2টি টেবিলের দাম 4,000 টাকা। 10টি চেয়ার ও 4টি টেবিলের দাম সমান হলে 12টি চেয়ার ও 3টি টেবিলের দাম কত টাকা হবে?
(A) 4,000
(B) 4,200
(C) 3,900
(D) 3,600
12. বার্ষিক 7% সরল সুদের হারে কত বছরে ৪০০ টাকা সুদে আসলে 1080 টাকা হবে?
(A) 3 বছর
(B) 5 বছর
(C) 7 বছর
(D) 9 বছর
13. A হল B-এর দ্বিগুণ দ্রুত ও B হল C-এর তিনগুণ দ্রুত। কোনো দূরত্ব C 42 মিনিটে অতিক্রম করলে A-এর কত মিনিট লাগবে?
(A) 14 মিনিট
(B) 28 মিনিট
(C) 63 মিনিট
(D) 7 মিনিট
14. A, 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করে। B 40% নম্বর পেয়ে পাশ নম্বরের চেয়ে 35 নম্বর বেশি পায়। পাশ করার জন্য কত নম্বরের প্রয়োজন?
(A) 43%
(B) 40%
(C) 38%
(D) 33%
15. 8 জন লোকের গড় ওজন 2.5 কেজি বাড়ে যখন 65 কেজি ওজনের এক ব্যক্তির পরিবর্তে নতুন একজন যোগ দেন। ওই নতুন ব্যক্তির ওজন কত কেজি?
(A) 60
(B) 85
(C) 80
(D) 75
16. A, B, C; 5: 6:৪ অনুপাতে মূলধন বিনিয়োগ করল। বছরের শেষে তারা 5 : 3 : 12 অনুপাতে লভ্যাংশ ভাগ করে নিল। প্রত্যেক কোন্ সময়ের হিসাবে মূলধন বিনিয়োগ করে তা অনুপাত হিসাবে দেখান।
(A) 2:1:3
(B) 3:2:5
(C) 3:2:6
(D) 5:8:9
17. বার্ষিক 20% হারে কোনো আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ হল 3640 টাকা।আসলের পরিমাণ কত?
(A) 3000
(B) 5000
(C) 7000
(D) 9000
18. একটি নারকেল বাগানের 12টি গাছে 984টি নারকেল ছিল। 5টি গাছ থেকে গড়ে 26টি নারকেল এবং 7টি গাছ থেকে গড়ে 38টি নারকেল গাছগুলিতে কয়টি করে নারকেল থাকবে?
(A) 45টি
(B) 53টি
(C) 49টি
(D) 47টি
19. একটি দ্রব্য 16% ছাড় দেওয়ার পরও 5% লাভ থাকে। জিনিসের মুদ্রিত মুল্য, ক্রয়মূল্যের কত শতাংশ বেশি ছিল?
(A) 15%
(B) 18%
(C) 21%
(D) 2%
20. 8 জন পুরুষ বা 16 জন বালক একটি কাজ 33 দিনে করতে পারে। ৭ জন পুরুষ ও 16 জন বালক সেই কাজের 3 গুণ একটি কাজ কতদিনে করতে পারবে?
(A) 47 দিন
(B) 40 দিন
(C) 48 দিন
(D) 50 দিন
21. ঘণ্টায় 30 মাইল বেগে ধাবমান একটি ট্রেন 2 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে?
(A) 80 ফুট
(B) 88 ফুট
(C) 90 ফুট
(D) 98 ফুট
22. মীর, টিনা ও সোনিয়ার বয়সের অনুপাত 6:4:7 হলে ওদের বয়সের সমষ্টি 34 বছর হলে সোনিয়ার বয়স কত বছর?
(A) 12
(B) 14
(C) 15
(D) 16
23. একটি ট্যাঙ্কে 40 লিটার দুধ ও জলের মিশ্রণ বর্তমান। যাতে দুধ ও জলের অনুপাত 3:1। কত লিটার জল ট্যাঙ্কে যোগ করলে নতুন মিশ্রণে ওই অনুপাত দাড়াৰে 1:32?
(A) 70 লিটার
(B) 80 লিটার
(C) 110 লিটার
(D) 50 লিটার
24. একটি কারখানায় 30 জন শ্রমিক ছিল। তাদের মধ্যে থেকে 24 বছর বয়স্ক একজন অদক্ষ শ্রমিক অন্য কারখানায় চাকরি নিয়ে চলে যায় এবং সেই জায়গায় একজন দক্ষ শ্রমিক নিয়োগ করা হয়। এর ফলে কারখানাটির শ্রমিকদের গড় বয়স 1 মাস করে বেড়ে যায়। নতুন দক্ষ শ্রমিকটির বয়স নির্ণয় করো।
(A) 25 বছর 4 মাস
(B) 25 বছর 6 মাস
(C) 2 বছর 4 মাস
(D) 2 বছর ৬ মাস
25. ৪ ও 18-এর মধ্যে সমানুপাতী নির্ণয় করো।
(A) 10
(B) 16
(C) 12
(D) 14
26. এক ব্যক্তি ব্যাঙ্ক থেকে 900 টাকার একটি চেক ভাঙালেন। তিনি 10 টাকা ও 5 টাকার মোট 128টি নোট পেলেন। 10 টাকার নোটের সংখ্যা কত?
(A) 76
(B) 74
(C) 54
(D) 52
27. একজন দোকানদার তার দোকানের সমস্ত প্রকার জিনিস 12% লাভে বিক্রি করেন।তিনি যে জিনিসটি 240 টাকায় ক্রয় করেছেন তার বিক্রয়মূল্য কত হবে?
(A) 268.90 টাকা
(B) 268.80 টাকা
(C) 250.19 টাকা
(D) 250.89 টাকা
28. দুটি গ্রামের মধ্যে দূরত্ব 165 কিমি। একজন স্কুটার আরোহী প্রথম থেকে দ্বিতীয় গ্রামের দিকে সকাল 7 টায় 30 কিমি বেগে রওয়ানা হয়। একই সময়ে আর এক আরোহী দ্বিতীয় থেকে প্রথম গ্রামের দিকে 25 কিমি প্রতি ঘণ্টা বেগে যাত্রা করে।কখন তারা পরস্পরকে মুখোমুখিভাবে অতিক্রম করবে ?
(A) সকাল 9 : 30
(B) সকাল 10:40
(C) সকাল 10 : 00
(D) সকাল 11: 30
29. এক ব্যবসায়ে A 12000 টাকা খাটায়। কয়েকমাস পরে B 16000 টাকা দিয়ে ওই ব্যবসাতে যোগ দেয়। B টাকা দেবার 9 মাস পর A ও B উভয়েই সমপরিমাণ টাকা লভ্যাংশ হিসাবে পায়। A-এর টাকা কত মাস ওই ব্যবসাতে নিয়োজিত ছিল?
(A) 8 মাস
(B) 11 মাস
(C) 10 মাস
(D) 12 মাস
30. একটি জলাধার সাধারণত ৪ ঘণ্টায় ভর্তি হয়। কিন্তু জলাধারের তলায় একটি ফুটো থাকার জন্য আরো 2 ঘণ্টা বেশি সময় লাগে। জলাধারটি ভর্তি থাকলে কত ঘণ্টায় পুরো খালি হবে?
(A) 16
(B) 20
(C) 32
(D) 40
31. টাকায় 12টি করে লেবু বিক্রয় করায় শতকরা 4 টাকা ক্ষতি হয়। কী দরে বিক্রয় করলে শতকরা 44 টাকা লাভ হয় ?
(A) ¼ টাকা
(B) 1/8 টাকা
(C) 1/5 টাকা
(D) 1/6 টাকা
32. 2 টি শাড়ি ও 4টি জামার দাম 16,000 টাকা। আবার 1টি শাড়ি ও 6টি জামার দামও একই হলে 12টি জামার দাম কত টাকা?
(A) 48000 টাকা
(B) 24000 টাকা
(C) 12000 টাকা
(D) 10000 টাকা
33. ক ও খ প্রত্যেকে 28 রানে ৪টি করে উইকেট পেয়েছে। পরে ক 35 রানে 1টি এবং খ 56 রানে 4টি উইকেট পায়। খ-এর প্রতি উইকেট পাওয়ার গড় কত?
(A) 7 রান
(B) 10 রান
(C) 6 রান
(D) ৪ রান
34. 5000 টাকার বার্ষিক 5% হারে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত?
(A) 5925.75 টাকা
(B) 5625.80 টাকা
(C) 5512.50 টাকা
(D) 5625.50 টাকা
35. একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে মোট কর্মী 40 শতাংশ দশমশ্রেণি অবধি শিক্ষিত, অবশিষ্ট কর্মীর 50 শতাংশ স্নাতক এবং বাকি 180 জন স্নাতকোত্তর ডিগ্রী প্রাপ্ত।কতজন কর্মী স্নাতক?
(A) 160
(B) 190
(C) 300
(D) 180